নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিলরুবা মুন

I'm who I'm, Your approval isn't needed...!

দিলরুবা মুন › বিস্তারিত পোস্টঃ

বন্ধু

২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

কেমন লাগছে বলে বোঝাতে পারবো না...

একটা বন্ধু যখন অসুস্থ বলে শুনি, আমার মাথা কাজ করে না, মাথার ভিতর শূন্য শূন্য লাগে...

বন্ধু তুই কই? কেমন আছিস? খুঁজে পাইনা কেন? আওয়াজ দে প্লিজ...

শুধু একবার বল ভালো আছি!!! কিছু হয়নি আমার...



খুব ছোটবেলায় এক বন্ধু হারিয়েছিলাম... সেই কষ্টটা নতুন করে আবার হতে থাকে...

২০০১ সালের কথা, স্কুলে তখনো, পড়তাম দশম শ্রেণীতে...

তার নাম রুবিনা, ওর ক্লাস হতো স্কুল-মাঠের ওপারে,

আমি ক্লাসের অবসরে ফিল্মি স্টাইলে ডাকতাম............ "রুবা"

সে উত্তর দিত............................................."দিলরুবা"

হৃদযন্ত্রে গোলমাল ছিলো, আমাকে প্রায়ই বলতো, "আমি তো মরে যাবো, আমার ব্যাংকে তিনলাখ টাকা আছে, তোকে দিয়ে যাবো"

আমি হাসতাম....................."আমাকে কেন?"

এর উত্তরটা আমি পাইনি কখনো...!!!!

স্কুলের পাঠ চুকানোর সাথে সাথে জীবনের পাঠও চুকিয়ে ফেললো সে...

আমি এখনো ভাবতে পারিনা রুবিনা নেই, কেন জানি মনে হয় সে আছে, কোথাও না কোথাও আছে, একদিন দেখা হবে... ভিড়ের মধ্যে প্রায়ই খুঁজি...

স্কুলের শেষ দিনটার মতো আবার সে বলবে, "কখনো দুঃখ দিলে মনে রাখবি না, আর যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ভুলে যাবি"



ভালোবাসা মানে যদি কষ্টই হয়,

তবু কেন ভালোবাসে মন?

এতো কাছে এসে যদি, চলে যেতে হয়,

কেন এ আসার প্রয়োজন????????????



তোর জন্য অনেক অনেক ভালোবাসা রুবা..

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.