![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে পড়ে তোমাকে বলেছিলাম সেই শেষ বিকেলের ম্লান আলোয় ? "আমার জীবনে যদি চলে যাওয়ার জন্যে আসতে হয়, তবে এসোনা! এই ছোট্ট জীবনে আর কোন নষ্ট ঝড় চাইনা আমি..."
শুনলেনা!
ভেবেছিলাম এবার যদি পড়ে যাই ঝড়ের ঝাপটায়, উঠে দাঁড়াতে পারবো না, কিন্তু না, আল্লাহ্ অনেক দয়াময়, পৃথিবীর সমস্ত ঝড়ের মোকাবেলা করার মানসিক শক্তি তিনি আমায় দিয়েছেন,
যেখানে দাঁড়িয়ে মানুষ জীবনের সমাপ্তি টানার সিদ্ধান্ত নেয়, আমি সেখান থেকে হাসতে হাসতে ফিরে এসেছি, দেখিয়েছি আমি হাসতে জানি, হাসাতে জানি, পাওয়ার আশা না করেও আজো ভালবাসতে জানি! হয়তো ভালো নেই, তবু বেঁচে আছি, মাথা উঁচু করে বেঁচে আছি!
জানিনা তুমি কিভাবে বেঁচে আছো! তোমারি বা কি দোষ! তুমিও তো ভালোবাসার তেষ্টা মেটাতে ছুটেছিলে এখানে সেখানে...! পারোনি, পারার কথাও নয়, তেষ্টা মেটাতে যে পানির বদলে হাতে তুলে নেয় বিয়ারের ক্যান, তার তেষ্টা তো মেটার কথা নয়...
সে যাই হোক, কেমন আছো তুমি???
©somewhere in net ltd.