![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনও এক শীতের সময়...
বুদ্ধদেব গুহের "একটু উষ্ণতার জন্য" বইটা পড়েছিলাম অনেক আগে,
পোকা খাওয়া পুরনো বইটা খুঁজে পেয়েছিলাম এক আত্মীয়ের বাড়ীতে, সময় কাটানোর জন্য হাতে নিয়েছিলাম, কিন্তু পড়া হয়নি। পরে পড়বো বলে ব্যাগে নিয়ে নিয়েছিলাম, আর আসার সময় আমার ব্যাগের কোনায় করে সোজা আমার বাড়ীতে চলে এলো...
এক নির্জন দুপুরে পড়তে শুরু করেছিলাম, পড়া শেষ হতে হতে রাত আড়াইটা, বলতে গেলে এক নিঃশ্বাসে পড়ে ফেলেছিলাম...
পড়া যখন শেষ হল, ততোক্ষণে চোখ বুজে আসছিলো, প্রায় কিছুই দেখা যাচ্ছিলো না,
নাহ, ঘুম নয়, কেঁদে কেঁদে চোখ ফুলে গেছে গল্পের নায়কের জন্যে, খুব ইচ্ছে হয়েছিলো, ওই অচেনা পাহাড়ি শহরে কুয়াশা ঘেরা রাস্তায় সেই পথিকের জন্য হাতটা বাড়িয়ে দেই,
ক্ষতি কি যদি একটু হৃদয়ের উষ্ণতা ছড়াই...???
©somewhere in net ltd.