নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছুট্ট দুষ্টু!

http://www.somewhereinblog.net/blog/Paranoid

লিটল হামা

হাসান মাহবুব

লিটল হামা › বিস্তারিত পোস্টঃ

আগন্তুকনামা

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯



আমাদের পাড়ায় নতুন কোন আগন্তুক এলে

আমরা তাকে বাজিয়ে দেখি

জঙ ধরা ভায়োলিনে কর্কশ সুর বাজে

পাড়ার চায়ের দোকানে তাকে নিয়ে সরগরম পরিকল্পনা হয়

তার পোষাক-আষাক, মুদ্রাদোষ, খাদ্যাভ্যাস...

আমাদের সাথে ব্যত্যয় ঘটলে তাকে অচ্ছ্যুত ভেবে অশ্রূতপূর্ব কিছু খিস্তি শুনিয়ে দিই

মহল্লার উঠতি বয়সী ছোকড়ারা নতুন স্ল্যাং সৃজনে মেতে ওঠে,

বয়োজৈষ্ঠরা পান চিবুতে চিবুতে আস্কারাময় সমালোচনা করে,

বারান্দা দিয়ে উৎসুক দৃষ্টিতে চেয়ে থাকে মেয়ের দল

হঠাৎ কোন একদিন...

তাদের চুলের বিনুনী বেয়ে নেমে আসে অজগর সাপ

হিলহিলিয়ে

হিসহিসিয়ে

সম্মোহনকুয়াশা ঝরে পড়ে তাদের চোখ বেয়ে

ভরদুপুরে কুয়াশার আগমনে ঝটপট ঝাঁপি ফেলে দেয় দোকানীরা।

এলাকা জুড়ে তখন তোলপাড় শুরু হয়,

মোড়ে মোড়ে সতর্ক সিগন্যাল বাতি স্থাপন করে প্রবীনেরা

আগন্তূক বনাম অজগর খেলায় কেউ জেতেনি কখনও

তাই সহাবস্থানের নীতি মেনে নিয়ে,

পরিত্যক্ত ঝিলের ধারে স্থায়ী বাসিন্দারা অতিথি সাপ হয়ে অবস্থান নেয়।

এগুতে থাকে গুড়ি মেরে

একটা ব্যাঙ বা ইঁদুরের অপেক্ষায়।

বছরখানেক পরে কিছু একটা পেয়ে গেলে

ক্ষুধার্ত পাকস্থলী সংযমের নিয়ম ভোলেনা

অর্ধেকটা খেয়ে বাকিটুকু ছুড়ে দেয়

অপেক্ষমান বালিকাশোভিত ব্যালকনিতে।

মন্তব্য ৮২ টি রেটিং +২০/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: আগন্তূক বনাম অজগর খেলা - ইন্টারেস্টিং , আসলে পুরা লেখাটাই বেশ ইন্টারেস্টিং!

ভাল লাগছে পড়ে !

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

লিটল হামা বলেছেন: অনেক ধন্যবাদ। কবিতাটা দিবো কী না এই নিয়া দ্বিধায় ছিলাম।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অজগর খেলাটা কি?

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

লিটল হামা বলেছেন: অজগর খেলাটা কী না, প্রশ্ন হল অজগরটা কে? অজগরে পরিণত হয় কারা? কৌতুহলী বালিকার দল? নতুন আগন্তুক, নাকি বাজিয়ে দেখতে চাওয়া বাসিন্দারা? আপাতত বালিকার বিনুনী থেকে অজগর নেমে আসলেও তা গ্রাস করে সবাইকেই। সবাই তার স্পর্শ পায়। শীতল। কুয়াশার মধ্যে বারান্দাটাও দেখা যায়না ঠিকঠাক। তবে বারান্দা থেকে ঠিকই দেখা যায় খেলা। বছর কেটে যায়, তবু কারও ধৈর্য্যের অভাব হয় না!

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

অপর্ণা মম্ময় বলেছেন: তাদের চুলের বিনুনী বেয়ে নেমে আসে অজগর সাপ
হিলহিলিয়ে
হিসহিসিয়ে

--- বাহ সুন্দর তো ! রিদমিক !

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

লিটল হামা বলেছেন: ধন্যবাদ অপর্ণা। শুভদুপুর।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

নেক্সাস বলেছেন: কবিতায় ভাল লাগা...

মেটাফরিক তো অবশ্যাই।

কিন্তু মেটাফরের ইঙ্গিত তা এখনো ধরতে পারিনি হামা ভাই।
পড়লাম কয়েকবার।

এখন ভাবছি।

"অজগর আর আগন্তুকের খেলা"


১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬

লিটল হামা বলেছেন: ধন্যবাদ নেক্সাস। স্বর্ণার মন্তব্যের জবাবে কিছু বলেছি। অবশ্য সব বলা হয়নি তাতেও। আমার প্রকাশের অক্ষমতা। মন্তব্যে এবং কবিতায়।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

সত্য নয় মিথ্যা বলেছেন: ডিএক্টিভেট করে কই ছিলেন, লেখা ভালো হইছে

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

লিটল হামা বলেছেন: ছিলাম এই ধরাধামেই! শুভদুপুর।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অন্যরকম।
ভালো লাগলো।

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮

লিটল হামা বলেছেন: ধন্যবাদ আলাউদ্দিন। কবিতা লিখতে মুঞ্চায়!

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতা লিখছে মানা করছে কিডা? লেখেন না , ব্লগের পাতা ভরাইতে থাকেন :P

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

লিটল হামা বলেছেন: সাহস পাই না!

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪

ইমরাজ কবির মুন বলেছেন:
একদম অন্যরকম, অনেকটা রাশান কবিতার অনুবাদের মতো।
চমৎকার, অতীব চমৎকার ||

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

লিটল হামা বলেছেন: থ্যাংকস মুন! যদি কবিতা লিখি আরো, ভাবতেসি এই স্টাইলটাই ফলো করুম!

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬

স্বর্ণমৃগ বলেছেন: শিরোনাম দেখে ভাবলাম মেরি পপিন্স কে নিয়ে কিছু লিখেছেন বোধ হয়! পড়তে এসে পেয়ে গেলাম বরাবরের মতই ভীন্নস্বাদের কবিতা!
ভাল আছেন নিশ্চয়ই?
ভাল থাকুন ব্রো, সব সময়।
+++++

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

লিটল হামা বলেছেন: ভালো আছি ভ্রাতা। ভালো থাকা হোক। ধন্যবাদ পাঠের জন্যে।

১০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯

মাহী ফ্লোরা বলেছেন: বালিকাশোভিত ব্যালকনি!

বাহ দারুন তো।

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

লিটল হামা বলেছেন: আপনি কবিতা পড়ায় খুশি হইসি।

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ হামা ভাই। না ব্যর্থতা আপনার না। ব্যার্থতা পাঠক হিসেবে আমার চিন্তার দৈন্যতা....

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

লিটল হামা বলেছেন: কারোরই ব্যর্থতা না। মেটাফরিক কবিতা নিজের মত করে যা ভাববেন সেটাই অর্থ।

১২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এইডা তো কবিতাই :D

আচ্ছা, হামা ভাই, আপনি মুক্তগদ্য লিখেন না কেন? আপনার গল্প পড়তে গ্যালে অনেক সময়ই মুক্তগদ্যের ফ্লেবার পাই। বিশেষ করে আপনার গল্প " স্নাফ" এ মুক্তগদ্যের টোন ছিলো খুব বেশি।

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

লিটল হামা বলেছেন: গল্প লিখতে লিখতে অভ্যাস খারাপ হয়া গেসে। মুক্তগদ্য বা কবিতা লিখতে গেলে মনে হয় অনেক কিছু বলা বাকি রয়ে যাচ্ছে। গল্প লিখতে যায়া আমি বাচাল হইসি!

১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১০

অপর্ণা মম্ময় বলেছেন: এই এক সমস্যা । কবিতা পড়তে গেলে ব্লগে বা বইতে মনে হয় কবিতাই লিখতে থাকি। কবিতা লেখা ব্যাপার না। আবার গল্পে ডুবলে একই ব্যাপার , মন সেখানেই থাকে । সব ক্ষেত্রে পারদর্শিতা জটিল কাজ। তবে লেখালেখিকে যারা ভালবেসেছেন তারা মূলত সবাই ভেতরে ভেতরে একজন কবি

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

লিটল হামা বলেছেন: হু। গত কয়েকদিন যাবত মাথায় কবিতা ঘুরতাসে খালি। পঙক্তিরা আসছে, আবার কবে আসবে না আসবে...তাদের মেহমানদারী করার চেষ্টা করব যথাসাধ্য।

১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩

অচিন.... বলেছেন: কবিতা তো বুঝিনা হামা ভাই :(

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

লিটল হামা বলেছেন: কবিতা বুঝতে হবে না, ইহা আবশ্যিক পাঠ্যবস্তু না
কবিতা গিলতে হবে না, ইহা নিমন্ত্রণের পঞ্চব্যাঞ্জন না
অনুভবের সকল দায় নিয়ে কবিতাই তাড়া করে ফিরবে...

১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

তন্ময় ফেরদৌস বলেছেন: খুব দারুন হইসে ভাইয়া :)

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮

লিটল হামা বলেছেন: থ্যাংকস তন্ময়!

১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর সাবলীল ভাষা
পড়ার কাটেনা নেশা

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

লিটল হামা বলেছেন: ধন্যবাদ। শুভদুপুর।

১৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সম্মোহনকুয়াশা ঝরে পড়ে তাদের চোখ বেয়ে
ভরদুপুরে কুয়াশার আগমনে ঝটপট ঝাঁপি ফেলে দেয় দোকানীরা।

বালিকাশোভিত ব্যালকনি !

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

লিটল হামা বলেছেন: কেউ এখনো উঁকি দিয়ে দেখেনি অন্ধগলির ঢাকনা চুরি যাওয়া ম্যানহোলের ভেতর বালিকা এবং অজগরের রতিক্রিয়া।

১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪

সিদ্ধার্থ. বলেছেন: "বাজিয়ে দেখতে চাওয়া বাসিন্দারাই" সাধারনত অজগর হয় ।কারণ "ব্যত্যয় ঘটলে তাকে অচ্ছ্যুত ভেবে হয় দুরে সরিয়ে রাখা হয়" ,নচেত এক হবার আপ্রাণ প্রয়াসে তাদের স্বকীয়তা কে ধ্বংস করে অশ্লীল হাত বাড়ায় ।
আচ্ছা "বারান্দা দিয়ে উৎসুক দৃষ্টিতে চেয়ে থাকে মেয়ের দল" কি কখনো "বাজিয়ে দেখতে চাওয়া বাসিন্দাদের "দল ভুক্ত হতে পারে ?

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

লিটল হামা বলেছেন: অজগরের সম্মোহনী চোখে সবাই বাঁধা পড়ে যায়। বালিকা, প্রবীণ, উঠতি বয়সী লাফাঙ্গা ছোকড়া...আমাদের আদি এবং স্থায়ী বাসস্থান নিয়ে হয়তোবা আগন্তুকেরাই গর্ব করতে পারে কেবল। তারা অজগরের চোখ এড়িয়ে যায় সুচতুর নিপুনতায়।

শুভেচ্ছা সিদ্ধার্থ।

১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮

নোমান নমি বলেছেন: বেশী কঠিন হৈছৈ।
নিজের মত ভাইবা লইসি।

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

লিটল হামা বলেছেন: আমার ভাবনা তোমার ওপর চাপায় দেয়ার কোন ইচ্ছাই আমার নাই! নিজের মত ভাবসো, ভালো করসো।

২০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

কয়েস সামী বলেছেন: লিটল হামাটা কে? পড়লাম। আবার পড়ে মন্তব্য করব। কবিতা একটু কম বুঝি!

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

লিটল হামা বলেছেন: লিটল হামা হইল হাসান মাহবুবের সেকেন্ড নিক।

২১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

মাছিমারা কেরাণী বলেছেন: valo laglo

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

লিটল হামা বলেছেন: ধন্যবাদ!

২২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

চুক্কা বাঙ্গী বলেছেন: আপনি কবিতাও লিখেন!! ভালোই লাগলো। ইভটিজিং বিষয়ক কবিতা নাকি?

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

লিটল হামা বলেছেন: কবিতা লিখি আর কী, এ নিকে ও নিকে হেথায় সেথায়, মাঝেমধ্যে টুকটাক।

কী বিষয়ক কবিতা সেটা আমার চেয়ে পাঠকই ভালো জানে।

২৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

আহাদিল বলেছেন: ভিন্ন স্বাদ।
অর্থোদ্ধার করে পরে সময়মতো মন্তব্য করব।
মেরী পপিন্স কেমন আছে?

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০

লিটল হামা বলেছেন: থ্যাংকস। পুনঃমন্তব্যের অপেক্ষায় থাকবো। আমার গল্পগুলা পড়েন না ক্যান!

মেরি পপিন্স ভালো আছে। আপনার তোলা ছবিগুলো শীঘ্রই নিতে আসবো।

২৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

ইখতামিন বলেছেন: দশম ভালো লাগা.
মনকে ছুঁয়ে গেলো প্রাণান্তর হৃদয়ের গহীনে

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১

লিটল হামা বলেছেন: ধন্যবাদ ইখতামিন!

২৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১

ভিয়েনাস বলেছেন: মেটাফরিক সো ভেবে নিলাম নিজের মতো করে....

কবিতা ভালো লাগলো :)

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

লিটল হামা বলেছেন: অনেক ধন্যবাদ ভিয়েনাস। জন্মদিন ভালো কেটেছে আশা করি।

২৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

ফারাহ দিবা জামান বলেছেন: হঠাৎ কোন একদিন...
তাদের চুলের বিনুনী বেয়ে নেমে আসে অজগর সাপ
হিলহিলিয়ে
হিসহিসিয়ে
সম্মোহনকুয়াশা ঝরে পড়ে তাদের চোখ বেয়ে
ভরদুপুরে কুয়াশার আগমনে ঝটপট ঝাঁপি ফেলে দেয় দোকানীরা।
-------------
আপনার কবিতা এই প্রথম পড়েছি সম্ভবত।
একদম অন্য স্বাদের।
আপনার গল্পের মতনই।
ভিন্নতা আছে।
কিছু আপনার কথা,
কিছু
নিজের চিন্তা।
মিলিয়ে নিলাম নিজের মতো।
তবে ভালো লাগলো।
ভালো থাকবেন হাসান ভাই।

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

লিটল হামা বলেছেন: ধন্যবাদ ফারাহ। ভালো থাকবেন।

২৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

আদনান০৫০৫ বলেছেন: কবিতা পড়ার সময় মনে হইলো একটা রাস্তা ধরে হাঁটতেই আছি, আর পুরানোদের পরিণতি দেখে মনে হইলো ড্রেনে পড়ে গেছি হাঁটতে হাঁটতে... B:-/ B:-/ B:-/

আপনের আরো বেশি করে কবিতা লেখা উচিত... কবিতার মধ্যে হামা-স্টাইলের স্টোরিটেলিং - চোখ আর মনের জন্যে বেশ আরামদায়ক।

আগন্তূক বনাম অজগর খেলায় কেউ জেতেনি কখনও
তাই সহাবস্থানের নীতি মেনে নিয়ে,
পরিত্যক্ত ঝিলের ধারে স্থায়ী বাসিন্দারা অতিথি সাপ হয়ে অবস্থান নেয়।
বছরখানেক পরে কিছু একটা পেয়ে গেলে
ক্ষুধার্ত পাকস্থলী সংযমের নিয়ম ভোলেনা
অর্ধেকটা খেয়ে বাকিটুকু ছুড়ে দেয়
অপেক্ষমান বালিকাশোভিত ব্যালকনিতে।

এই লাইনগুলার জন্যে রিপোর্ট করতে চাইছিলাম... যেগুলা আমি হাত-কিবোর্ড অনেক চাইপা-চুইপাও বাইর করতে পারিনা সেগুলা কাউরে লিখতে দেখলে মেজাজ বিলা হইয়া যায় - স্বার্থপর কইয়া গাইল দিলে দিতে পারেন। ;) ;) ;)

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

লিটল হামা বলেছেন: যাক গন্তব্যে নিয়া যাইতে পারসি তাইলে! B-)

তোমাকে হিংসিত করতে পেরে আমি যারপরনাই উৎফুল্ল!

২৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

সোমহেপি বলেছেন: এই খেলায় কেউ কারো থেকে কম যায় না।
সবরসুনের একই মূল।

নিরেট কবিতা
একদম খাটি এবং অতি অবশ্যই কড়া।ভেজাল নাই একটুও।

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

লিটল হামা বলেছেন: খাঁটি পাঠককে ফরমালিন বিহীন ধইন্যা পাতা দিলাম।

২৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

মুনসী১৬১২ বলেছেন: অসাধারণ

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০

লিটল হামা বলেছেন: অনেক ধন্যবাদ!

৩০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

নীলঞ্জন বলেছেন: ভালো লাগল হামা ভাই।++++++++

শুভ কামনা।

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

লিটল হামা বলেছেন: ধন্যবাদ নীলঞ্জন!

৩১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫

মামুন রশিদ বলেছেন: তাদের চুলের বিনুনী বেয়ে নেমে আসে অজগর সাপ,

কি মুশকিল, এখন হয়তো মেয়েদের লম্বা চুলের বেনী দেখলেই ভয় পাব অজগর সাপ ভেবে ;)


১৫ তম ভালো লাগা ।

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

লিটল হামা বলেছেন: হাহা! ধন্যবাদ!

৩২| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫

রেজোওয়ানা বলেছেন: কোন আধাঁর বন্ধু তার, তবুও চোখ নিস্পলক, চেনা হোক আগন্তুক!

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

লিটল হামা বলেছেন: আপনার মন্তব্যটাও কবিতার মত লাগছে। শুভেচ্ছা আপু।

৩৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩

সায়েম মুন বলেছেন: কি ভয়ংকর ব্যাপার স্যাপার---চুলের বিনুনী বেয়ে নেমে আসে অজগর সাপ!

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

লিটল হামা বলেছেন: খুবই ভয়ংকর ব্যাপার! :|

৩৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

নস্টালজিক বলেছেন: ভালো হইসে!

কিছু উপমা খুব সুন্দর! যেমন-বালিকাশোভিত ব্যালকনী!


দৃশ্যকল্প ধরে আরো কবিতা আসুক!


শুভেচ্ছা, পুচ্চি হামা!

৩৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস! আমিও চাই আসুক কবিতা।

তয়

লিটল মানে সবখানে পিচ্চি না, যেমন লিটল এ্যালেক্স! B-)

৩৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯

ভিয়েনাস বলেছেন: জি, জন্মদিন ভালো কেটেছে। এবারের গিফ্ট গুলো ছিল খুব চমকপ্রদ :D :!> :!>

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

লিটল হামা বলেছেন: জেনে ভালো লাগলো। ভালো থাকবেন।

৩৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০

সোনালী ডানার চিল বলেছেন:
খুব চমৎকার উপমাশোভিত কবিতা পড়ে মুগ্ধ হলাম।
কবি হাসান মাহবুবকে বলা: নিয়মিত কবিতা লেখেননা কেন?

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

লিটল হামা বলেছেন: কবিতারা এলে তবেই না!

অনেক ধন্যবাদ!

৩৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪

ফ্রাস্ট্রেটেড বলেছেন: মি গুস্তা, মি গুস্তা...

আমরা সংকীর্ণ, আগন্তুক আকাংক্ষিত নয় আমাদের সংঘে, পাড়ায়।

ধন্যবাদ কমেন্টের মাঝে অজগর সংক্রান্ত বিভ্রান্তি দূর করে দেবার জন্য।

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮

লিটল হামা বলেছেন: শুভদুপুর ভ্রাতা!

৩৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০১

আহসান জামান বলেছেন:
চমৎকার লাগলো কবি, আবারও কবিতা হোক নতুন বছরে!

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮

লিটল হামা বলেছেন: অনেক ধন্যবাদ আহসান ভাই!

৪০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯

ডানাহীন বলেছেন: শব্দের রঙে তৈলচিত্র, সূক্ষ্ম ইঙ্গিতের কুঁড়ি, কবিতায় গল্প বলা .. আপনার পক্ষেই সম্ভব ।
একজন ভালো গল্পকারের মাঝে সবসময়ই এক কবি বাস করে ..

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

লিটল হামা বলেছেন: কবিতায় গল্প বলতে ভালো লাগছে। কিন্তু সত্যিকারের আনন্দ গল্প লেখাতেই।

শুভবিকেল!

৪১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

রোকেয়া ইসলাম বলেছেন: খুব ভালো লাগলো। অসাধারন একটা লেখা।
কবিতায় অনেক +++++++++++++++++++

ভালো থাকবেন। শুভ কামনা রইলো।

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

লিটল হামা বলেছেন: অনেক ধন্যবাদ!

৪২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

তারছেড়া লিমন বলেছেন: সেইরাম হইচে................

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

লিটল হামা বলেছেন: অনেক ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.