নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছুট্ট দুষ্টু!

http://www.somewhereinblog.net/blog/Paranoid

লিটল হামা

হাসান মাহবুব

লিটল হামা › বিস্তারিত পোস্টঃ

দ্বিধাণ্বিত মৃত্যুর সম্মুখে

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০



ব্যাগের মধ্যে মলিন ডেথ সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়ায় লোকটি

মারা গেছে নাকি বেঁচে আছে নিশ্চিত নয়

ডেয়ো পিঁপড়ের দল সুতীব্র দংশনে তাকে তাগাদা দেয়

শুঁড় নাড়িয়ে মৃত্যু হোস্টেলে প্লট বরাদ্দের প্রতিশ্রূতি জানায়

প্রজাপতি এবং ঘাসফুলেদের প্রতিবাদ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়

উল্টো বিবর্তনে সবাই আজ বিষাক্ত শুঁয়োপোকা।

পতঙ্গাশ্রম এড়িয়ে এগুতে থাকে সে

দাপ্তরিক জটিলতাগুলো সেরে ফেললেই হয়!

মারা গেছে নাকি বেঁচে আছে, সে নিশ্চিত নয়।

মৃতদের কোলাহল আর জীবিতদের নীরবতায়

শ্রাব্যতার পরিসীমা এলোমেলো

স্বাক্ষর প্রদানকারী ব্যক্তি বধির হয়ে চলে গেছে অনির্দিষ্টকালের ছুটিতে।

অগত্যা সে জীবনের জয়োল্লাস আর মৃত্যুর শোকস্তব্ধতা স্থগিত রাখে।

ব্যাগের মধ্যিকার মৃত্যুসনদ দুমড়ে মুচড়ে যায়

মৃত্যুপ্রার্থীদের ভীড়ে

যাদের কখনও ফেরা হয়নি নীড়ে।

জোনাকির আলো আর সৎকার উৎসবের হ্যাজাকবাতির আলোকবিভ্রমে

তার প্রতিবন্ধী হৃৎপিন্ড থমকে দাঁড়িয়ে বিচলিত প্রশ্ন ছুঁড়ে দেয়।

বিকলাঙ্গ প্রশ্নগুলোর দ্বিধাণ্বিত সন্ধি সম্মুখে-

জীবন্মৃত লোকটি ভুল পতাকা নাড়ায়!

মন্তব্য ৫৪ টি রেটিং +২২/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

ফ্রাস্ট্রেটেড বলেছেন: উল্টো বিবর্তনে সবাই আজ বিষাক্ত শুঁয়োপোকা।

একজন না-মানুষ !!!!

চমৎকার লাগলো। আপনার কবিতায় যেই কিঞ্চিত গল্পকারটা ঘাপটি মেরে বসে থাকে, ঐটারে ছাটাই করলে আপনি বেশ ভাল একজন কবি।

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

লিটল হামা বলেছেন: এইটা মূলত একটা গল্পের হোমওয়ার্ক। গল্পটা কবে লিখতে পারবো জানি না!

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

আমিনুর রহমান বলেছেন: জটিল কবিতায় +++

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

লিটল হামা বলেছেন: অনেক ধন্যবাদ!

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

দারুন।

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

লিটল হামা বলেছেন: অনেক ধন্যবাদ! শুভদুপুর।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দুর্দান্ত ।খুব ভালো লাগলো।

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

লিটল হামা বলেছেন: উৎসাহিত হলাম। শুভদুপুর!

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

নস্টালজিক বলেছেন: কবিতা ভালো হইসে!


শেষ লাইনটা চমৎকার! ফিনিশিং ভালো হলে কবিতার রেশ থাকে অনেকক্ষণ!

গুড জব, লি'ল হামা!

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

লিটল হামা বলেছেন: থ্যাংকস! শুভ অলসদুপুর!

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

ভিয়েনাস বলেছেন: প্রজাপতি এবং ঘাসফুলেদের প্রতিবাদ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়
উল্টো বিবর্তনে সবাই আজ বিষাক্ত শুঁয়োপোকা।
..... চমৎকার লিখেছেন :)

৬ষ্ঠ ভালো লাগা।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

লিটল হামা বলেছেন: অনেক ধন্যবাদ ভিয়েনাস!

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতায় ৭ নং ভালোলাগা ভাই।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

লিটল হামা বলেছেন: ধন্যবাদ। শুভরাত্রি!

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

ইনকগনিটো বলেছেন: আই লাইক দিস টাইপ অফ থিংস। :)


চমৎকার, হামা ভাই!

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

লিটল হামা বলেছেন: শুভরাত্রি, ভ্রাতা!

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

মাক্স বলেছেন: আরেকটি অসাধারন গল্প পেতে যাচ্ছি :) :)

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

লিটল হামা বলেছেন: দেখা যাক!

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল্লাগসে হাসান ভাইয়া, তবে আগেরটা বেশী পছন্দ হৈসিলো ||

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

লিটল হামা বলেছেন: এর পরেরটা লেখার পর বলবা যে এটাই বেশি ভালো ছিলো। হাহা!

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

মামুন রশিদ বলেছেন: প্রজাপতি এবং ঘাসফুলেদের প্রতিবাদ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়
উল্টো বিবর্তনে সবাই আজ বিষাক্ত শুঁয়োপোকা।



উল্টো বিবর্তনে আমরা কি এক সময় শূন্যতে পরিনত হব ?

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

লিটল হামা বলেছেন: হয়তোবা! কে জানে। শুভরাত্রি!

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

সায়েম মুন বলেছেন: গল্পটাও লিখে ফেলুন। নেক্সট হোমওয়ার্ক থাকলো।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

লিটল হামা বলেছেন: ওকে স্যার!

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

শহিদুল ইসলাম বলেছেন: বিকলাঙ্গ প্রশ্নগুলোর দ্বিধাণ্বিত সন্ধি সম্মুখে-
জীবন্মৃত লোকটি ভুল পতাকা নাড়ায়!

চমৎকার !

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

লিটল হামা বলেছেন: থ্যাংকস শহিদুল। শুভরাত্রি।

১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১০

ডানাহীন বলেছেন: অনাগত গল্পকে শুঁয়োপোকার আবরনে রেখে প্রজাপতি প্রসবের প্রয়াস .. পরিকল্পনা তো দারুন ।

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

লিটল হামা বলেছেন: পরিকল্পনার প্রথম ভাগ সফল। এখনও অনেক কাজ বাকি ডানাহীন! গল্পটা খুব পীড়ন দিচ্ছে।

১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

সানড্যান্স বলেছেন: দাড়ুন !!!

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

লিটল হামা বলেছেন: অনেক ধন্যবাদ সানড্যান্স!

১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

নক্ষত্রচারী বলেছেন: তীব্রতা বেড়েই চলছে, মৃত্যু স্থবিরতায় !

"ব্যাগের মধ্যিকার মৃত্যুসনদ দুমড়ে মুচড়ে যায়
মৃত্যুপ্রার্থীদের ভীড়ে
যাদের কখনও ফেরা হয়নি নীড়ে"।

শুভকামনা হাসান ভাই :)

১৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৪

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস রাফি! গল্পটা লিখা ফালাইসি!

১৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩

রেজোওয়ানা বলেছেন:
জোনাকির আলো আর সৎকার উৎসবের হ্যাজাকবাতির আলোকবিভ্রমে
তার প্রতিবন্ধী হৃৎপিন্ড থমকে দাঁড়িয়ে বিচলিত প্রশ্ন ছুঁড়ে দেয়।
বিকলাঙ্গ প্রশ্নগুলোর দ্বিধাণ্বিত সন্ধি সম্মুখে-
জীবন্মৃত লোকটি ভুল পতাকা নাড়ায়!

........এই জায়গাটা দারুন!
গল্প কবিতা এক সাথে পড়লাম বলে মনে হয় ফিলিংসটাও অন্যরকম হলো!

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

লিটল হামা বলেছেন: থ্যাংকু আপু। শুভবিকেল।

১৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

সোমহেপি বলেছেন: কবিতা ভাল লাগছে মনে হয়!

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

লিটল হামা বলেছেন: আরে নাহ! তা কেন হবে?

২০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৮

অচিন্ত্য বলেছেন: আপনার এই নিকের সাথে পরিচয় ছিল না। এখন পড়তে পারলাম না। তোলা রইল

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

লিটল হামা বলেছেন: গ্ল্যাড টু মিট ইউ!

২১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২

সোনালী ডানার চিল বলেছেন:
কাব্যগল্পের মাঝামাঝি থেকেই লেখাটি পড়ে ফেললাম।

শেষটা বিঁধে থাকলো...............

শুভকামনা, শুভসন্ধ্যা......

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

লিটল হামা বলেছেন: শুভদুপুর!

২২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

অর্ণব আর্ক বলেছেন: অনেক সুন্দর কবিতা হামা ভাই। আপনি তো গল্পের পাশাপাশি দুই একটা কবিতাও লিখতে পারেন।

০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২২

লিটল হামা বলেছেন: ধন্যবাদ অর্ণব, লেখিতো মাঝেমধ্যে টুকটাক!

২৩| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩১

মাহী ফ্লোরা বলেছেন: কেন লেখাটা পড়ে এমন লাগছে! কেন এমন তীব্র বোধ।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৯

লিটল হামা বলেছেন: কেন মাফ্লো?

কেন?

শুভরাত।

২৪| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৬

অন্ধ আগন্তুক বলেছেন: কবিতাটাও ভালো ।

ব্যাগের মধ্যিকার মৃত্যুসনদ দুমড়ে মুচড়ে যায়
মৃত্যুপ্রার্থীদের ভীড়ে
যাদের কখনও ফেরা হয়নি নীড়ে।


আমার এইখানেও কবিতার এন্ডিং মনে হয়েছে। ব্যস , সে বেঁচে থাকার মৃত্যুতা এডোপ্ট করে নিলো !

শেষের লাইনগুলো কন্টিনিউয়েশান মনে হয়েছে।

শুভরাত লিল হামা ।

২৫| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৪

হাসান মাহবুব বলেছেন: মেকস সেন্স। থ্যাংকস ম্যাশ!

২৬| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৭

সরলতা বলেছেন: লিটল হামাও এখন বিগ হামার মত কঠিন হয়ে যাচ্ছে! :) লিটল হামার এখন একটা হামাগুড়ি দেওয়া বাবু আছে সেজন্য কি এখন আর ছুট্ট দুষ্ট থাকা যাবেনা নাকি? :)
আপনার মিষ্টি বাবুটার ছবি কোনভাবে অনেক আগে একদিন আমার ফেসবুকের নিউজ ফীডে চলে এসেছিল হামা ভাই! খুব সম্ভবত কিনাদি লাইক দিয়েছিল দেখে। বাবুটা এত্ত কিউট! একদম নীল জল বালিকার মত দেখতে। :)
অনেকদিন পর লিটল হামার ব্লগে এসে অফটপিকে অনেকগুলো কথা বলে ফেললাম। সেজন্য দুঃখিত হামা ভাই। :(

শান্ত, ছন্দময়, কোমল কোন একটা কবিতা পাব সেই আশায় এই ব্লগটাতে এসেছিলাম। কিছুটা যে আশাহত হয়েছি, তা অস্বীকার করবনা। লিটল হামাকে কঠিন সব বাক্যে দেখব-সেটা কেন জানি আমি মানতে পারিনা। :|

১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৬

লিটল হামা বলেছেন: দুঃখিত হবার কী আছে বলেন তো সরলতা? আপনার কি ধারণা এমন আন্তরিকভাবে কারো সাথে কথা বললে সে রাগ করতে পারে? নাকি আমি সেরকম! লিটল হামা আসলেই বেশি পেকে গেছে। দেখি তাকে আগের রূপে ফিরায় আনা যায় কী না! দেরীতে রিপ্লাইয়ের জন্যে দুঃখিত।

২৭| ১৮ ই জুন, ২০১৩ রাত ১০:০৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
লিটল হামা অনেকদিন হলো ঘুম থেকে জাগে না! এইবার ঘুম থেকে উঠুন। :)

১৯ শে জুন, ২০১৩ রাত ১২:২৪

লিটল হামা বলেছেন: জাগছিরে জাগছি! B-)

২৮| ১৮ ই জুন, ২০১৩ রাত ১১:০১

আরজু পনি বলেছেন:

আমি আগে লিটল হামাকে হামার ছেলে মনে করতাম :P

সেই সেন্সে হামার যোগ্য উত্তরসূরী হয়েছে লিটল...

কবিতা নিয়মিত চলে না কেন লিটল ?

যে এতো দারুণ কবিতা লিখে তার কিন্তু নিয়মিত লেখা উচিত ।

১৯ শে জুন, ২০১৩ রাত ১২:২৫

লিটল হামা বলেছেন: কবিতা লিখতে মন টানেনা আপা! একটা ফানপুস্ট দিলাম আইজকা। অক্ষন! :-B

২৯| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৭

টুম্পা মনি বলেছেন: লিটল হামা একদম বিগ হামার মত দুর্দান্ত লিখে!

০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৮

লিটল হামা বলেছেন: দুইজনই ভুয়া লেখে! তবে আপনাকে ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.