![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাহলে তার শিক্ষার্থীরা কেমন হত?
জানা
ক্লাশের মার্কা মারা ভালো ছাত্রী। ক্লাশ মনিটর হিসেবে বিপুল ভোটে নির্বাচিত। দুষ্টু ছাত্র ছাত্রীদের শায়েস্তা করার ব্যাপারে শিক্ষকদের চেয়েও এক ডিগ্রি উপরে। সবাই তাকে সমীহ করে, আবার ভালোওবাসে। তবে তার অতিরিক্ত মডারেশন স্যরি মনিটরিংয়ের কারণে অনেকেই বিরক্ত হয়ে অন্য স্কুলে ট্রান্সফার হয়ে যায়।
ফিউশন ফাইভ
অত্যন্ত মেধাবী ছাত্র। সবার এ্যাসাইনমেন্ট করে দেয়। তবে ক্লাশে উপস্থিত থাকেনা কখনও। সে অনলাইন শিক্ষণে নিয়োজিত। তাই তাকে কেউ দেখেনি কখনও। তারপরেও বার্ষিক পরীক্ষায় ঠিকই এ প্লাস গ্রেড বগলদাবা করবে!
অন্যমনস্ক শরৎ
নামে অন্যমনস্ক হলেও সবদিকে খেয়াল তার। সবসময় সিরিয়াস 'মড' এ থাকে। বহুমুখী প্রতিভার অধিকারী সে। কবিতা এবং ফটোগ্রাফিতে পারদর্শী। এবং স্কুলের যেকোন কম্পিটিশনে তার কর্ম "নির্বাচিত' হয়!
জীবনানন্দ দাসের ছায়া
একটু উদাস এবং ভাবুক টাইপের ছাত্র। প্রথাগত পরাশোনার প্রতি তেমন আগ্রহ নেই। স্কাউটিং পছন্দ করে। দূর দূরান্তের প্রান্তিক জনগোষ্ঠীর সেবা করতে চলে যায় তার স্কাউট দল নিয়ে। ক্লাশ টেস্ট প্রায়ই মিস হয়। বাংলা এবং ইতিহাস জাতীয় পরীক্ষায় কম নাম্বার পায়। কারণ তার লেখাগুলো হয় ছোট ছোট।
রেজোওয়ানা
জীবুর মত আরেক স্কাউট। পড়াশোনা বাদেও এক্সট্রা কারিকুলাম এ্যাকটিভিটিজে প্রবল আগ্রহ। তবে পড়ালেখায়ও খুব মনোযোগী। জুনিয়র থেকে হাই স্কুলে উঠলেও দুষ্টুমি করার স্বভাব যায় নাই।
ঘুড্ডির পাইলট
তুমুল জনপ্রিয় এক ব্যাকবেঞ্চার। ক্লাশকে হাসিতে মাতিয়ে তুলতে জুড়ি নেই তার। তবে ব্যাকবেঞ্চারদের ক্ষেত্রে যা হয় আর কী! বানান ভুলের কারণে নিয়মিত ঝাড়ি খায় টিচারদের কাছে। তবে তার লেখা খারাপ না। এ গ্রেড মিস হয়ে যায় শুধুমাত্র বানান ভুলের কারণেই!
অমি রহমান পিয়াল
স্পষ্টভাষী একজন ব্যাড বয়! মুখের লাগাম নেই। তবে সত্য কথা বলতে ভয় পায় না। এক শ্রেণীর ছাত্র তার ভয়ে সিঁটিয়ে থাকতো। ব্যাড বয়দের প্রতি সবারই এক ধরণের আকর্ষণ এবং ঘৃণা দুইই থাকে। তার ক্ষেত্রে প্রথমটাই অধিকতর প্রযোজ্য। লাস্ট এ্যসাইনমেন্টে শিক্ষকদের সম্পর্কে অপ্রিয় কিছু সত্যি বলার ফলে তার গ্রেড নামিয়ে দেয়া হয়। প্রতিবাদে সে অন্য স্কুলে ভর্তি হয়েছে, এবং খুব ভালো রেজাল্ট করছে।
ত্রিভুজ
নাম শুনে মনে হতে পারে সে প্রবল জ্যামিতি প্রিয়। কথাটা মিথ্যে নয়। কাঁঠালপাতার শীর্ষবিন্দু কোনটা, অন্তঃস্থ রেখাগুলো সংযোগ করলে কী ধরণের জ্যামিতিক আকৃতি বের হবে এসব নিয়ে তার ব্যাপক আগ্রহ। বনভোজনের সময় ছাগলের মাংস দেবার প্রতিবাদে তিনি তীব্র প্রতিবাদ করেন। আপাতত তিনি এই পাঠশালা ছেড়ে কোন এক ছাগশালায় ভর্তি হয়ে মহানন্দে আছেন। তবে রেখে গেছেন অসংখ্য কাঁঠালপাতা প্রিয় অনুসারী যাদেরকে নিয়মিত প্রহার করা হয়।
আরজুপনি
অতি মনোযোগী এক ছাত্রী। শুধুমাত্র শিক্ষকদের বাণী আত্মস্থ করেই সে ক্ষান্ত দেয়নি। ছাত্ররা কেমন করছে এ নিয়ে তার প্রখর মনোযোগ। তাই সামু স্কুলের মাসিক শিক্ষাপ্রতিবেদন তৈরিতে তার নামই সর্বাগ্রে আসে।
মামুন রশিদ
স্কুল পালিয়ে সিনেমা দেখা একটা গর্হিত অপরাধ। কিন্তু এই ছাত্রটি
সিনেমা দেখে এসে তার মোহনীয় গল্প করে শিক্ষক ছাত্র সবাইকে সম্মোহিত করে ফেলে। তার কারণেই ব্ল্যাকবোর্ডের জায়গায় একবার সিনে-প্রজেক্টর স্টিকি হয়েছিলো বেশ কিছুদিন!
কাল্পনিক_ভালোবাসা
পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, আর লুলামির সময় লুলামি। এই হচ্ছে তার নীতি! যদিও দুর্মুখেরা বলে থাকেন তার এই স্কুলে ভর্তি হবার প্রধান কারণ এটা একটা উচ্চ সুন্দরীময় কম্বাইন্ড স্কুল। বালিকারা তাকে পাত্তা দিচ্ছে কী না এই ব্যাপারে নিশ্চিত না হলেও রেজাল্টে হাই গ্রেড এবং ভলান্টারি ওয়ার্কে দক্ষতা শিঘ্রই তাকে কাঙ্খিত স্থানে পৌঁছে দেবে বলে আশা করা যায়।
নোমান নমি
ছেলেটা প্রচুর খাটে। সামুতে পড়াশোনা করার পরে বাড়তি রোজগার করতে সে অন্য একটা স্কুলে পড়ায়। সেখানে সে 'চেহারা' পরিপাটি রেখে 'বই' পড়ায়। নমির জন্যে কোন একটা নমিনেশন বরাদ্দ করা দরকার!
চেয়ারম্যান০০৭
সামু স্কুলে মাত্রাতিরিক্ত বাঁদরামি করার কারণে কোন ডিটেনশন না পাওয়া স্বত্তেও সে নমির মত অন্য স্কুলে ট্রান্সফার নিয়েছে। পড়াশোনার ফাঁকে ফাঁকে চেয়ারম্যান হয়ে দেশের সেবা করার সুপ্ত বাসনা আছে তার। তবে টিন চুরি করবে না এই নির্বাচনী ওয়াদা দেয়াতে টিনেজ বালকেরা তাদের টিন জিএফদের ব্যাপারে আশ্বস্ত হয়েছে!
নস্টালজিক
একদম কপিবুক ভালো ছাত্র। ক্লাশে কখনও শাস্তি পেতে হয় নি। বানান ভুল করে না। ক্লাশ নির্দেশিকা মেনে চলে। ক্লাশের মধ্যে উদাস মনে খাতায় লিরিক লেখে। সেই লিরিক দেখে বালিকারা মোহিত হয়। আর কুদ্দুস বয়াতী গান গায়,
"আম খায়ো জাম খায়ো তেঁতুল খায়োনা
অল্প বয়সে বিয়া করলে প্রাণে বাঁচতা না!"।
তবে সে তেঁতুল খেয়েছে। এবং ভালোই আছে!
তন্ময় ফেরদৌস
ক্লাশে কী কী পড়ানো হচ্ছে এর চেয়ে কীভাবে ক্লাশ এবং স্কুলটাকে আরো জনগণগ্রাহ্য করা যায় এই ব্যাপারেই তার আগ্রহ বেশি। ক্লাশের লোগোতে কি থাকলে শিক্ষার্থীদের মনোযোগ আকৃষ্ট হবে? কী ধরণের রোডসাইন দিলে সবাই সুরসুর করে এখানে এসে উপস্থিত হবে? এসব নানাবিধ চিন্তায় আক্রান্ত এই বালক।
রাজসোহান
একসময় তুখোড় ভালো ছাত্র ছিলো। রোল নাম্বার ছিলো ১! কিন্তু প্রেমের প্যাচে পড়ে বেচারা অনেক পিছিয়ে গেছে। এখন মনে হয় শেষের দিকে রোল। তারপরেও অভ্যাসবসত ক্লাশে উপস্থিত হলে নাম ডাকার সময় বলে ওঠে "পুত্তুম প্লিজ!"
(ত্রিভুজ ছাড়া অন্য কেউ মাইন্ড খাইলে লেখককে দায়ী করা যাইবেক না।)
১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৩৯
লিটল হামা বলেছেন: রেজিস্টারের কাছে যায়া জিগান।
২| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:২৭
শুভ জািহদ বলেছেন: ত্রিভূজরে আক্রমন করার কারণ কি? সে মুসলিম বলে?
১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৪০
লিটল হামা বলেছেন: বাকিরা কি অমুসলিম হে ছাগলা! সে ছাগু বলে।
৩| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৩১
নোমান নমি বলেছেন: আমার নমিনেশনের ব্যাপারে ডিটেইলস বলেন
কাল্পনিক ভালোবাসারটা অতি জোশ হইছে। এভাবে সত্য বলবেন হামা ভাই
জিএফদের ব্যাপারে আশ্বস্ত হয়েছে!
চেয়ারম্যানরে মাইরালাইছেন :V
১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৪১
লিটল হামা বলেছেন: নমিনেশনের দরকার কী, একটা নমি-নেশন অর্থাৎ নমি জাতি গড়ে তোল!
৪| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৩৪
নিয়েল হিমু বলেছেন: চরম হইছে ।
১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৪১
লিটল হামা বলেছেন: ধন্যবাদ!
৫| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৩৬
ব্যান্ড পার্টি বলেছেন: হাসান মাহবুব - ছাত্র ভাল বা খারাপ হলেও মাত্রাতিরিক্ত মেধাবী। ইচ্ছে করে কঠিন শব্দমালা ব্যবহার করে পাঠকদের " কি লিখছেন ভাই! মাথার উপ্রে দিয়া যায় " - এই কমেন্টটি ব্যাপকভাবে উপভোগ করে :p , এবং অবশ্যই সবচেয়ে ক্লাশ কম কামাই দেওয়া ছেলে....
১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৪২
লিটল হামা বলেছেন: সে আবার কেডা?
৬| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৩৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ক্লাস ক্যাপ্টেইন মানে মডুদের কথা তো কিছু বললেন না অনেক মজার হয়েছে।
১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৪২
লিটল হামা বলেছেন: প্রথমেই তো লিখসি!
৭| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৪০
অথৈ সাগর বলেছেন: এত কম ছাত্র । আমি আরো বেশী আশা করেছিলাম।
১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৪৩
লিটল হামা বলেছেন: সব আশা কী পূরণ হয়!
৮| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৪১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন!
সব মিলে গেছে
১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৪৩
লিটল হামা বলেছেন: থেংকু দূর্জয়!
৯| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৪৬
তুষার কাব্য বলেছেন: আরো ছাত্র চাই।এত কম স্টুডেন্ট এ ক্লাশ জমেনা
১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৫০
লিটল হামা বলেছেন: যে লিখসে সেও আইলসা! পরের পার্ট আপনারা লেখেন না!
১০| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৫০
আরজু পনি বলেছেন:
লিটল হামারে কইন্যা মাইনাস !
আমাগো প্রখর মেধার সাইকো ছাত্র হাসান মাহবুব-এর নাম দেয় নাই
হাহাহাহা হাসতে হাসতে শ্যাষ !
জটিল হইছে ... নিজের নামটা তিনবার দেখলাম :!> :#>
১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৫২
লিটল হামা বলেছেন: নিজের নামটা তিনবার! মানে!
১১| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৫২
আরজু পনি বলেছেন:
শরৎ মডু মেধা তালিকায় নিজের নাম না দেইখ্যা মাইন্ড খাইয়া লিটলরে ব্যান করলে আমি কিছু জানি না . ... :-&
১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৫৮
লিটল হামা বলেছেন: শরৎ তো আমাদের স্কুলের গর্ব! সে ছবি আঁকা এবং কবিতা দুইটাতেই পটু। তার সব কর্মই নির্বাচিত তালিকায় স্থান পায়
১২| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৫৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: স্যার, আমার একটা কথা বলার ছিল, নোমান নমি আমার পাশের বেঞ্চে বসে। আমি যাবতীয় অনেক কিছু উনার খাতা দেখে কপি করেছি! উনার আরো একটু প্রসংশা করেন। কম হইয়া গেল তো!
আর স্যার আমাদের ক্লাসে তো আরো কয়েকজন ছিল, উনাদের পরিচয় এর ব্যাপারে কিছু বললেন না যে? যেমন একজন ছিল হাসান মাহবুব নামে। আমাদের সকলের বস। ইয়ে মানে সব দিকেই
আর কি!
তাছাড়া আরো একজন ছিলেন, জনাব অন্যমনস্ক শরৎ। মেয়েদের প্রিয় ফটোগ্রাফার। ক্লাসের জানালার পাশে বসে তিনি কত ছবি তুলেছেন!!
১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৫৯
লিটল হামা বলেছেন: আমি স্যার না। আমি অসার! একজন সামান্য শিক্ষার্থী। হাসান মাহবুবকে চিনলাম না, তয় শরৎ এর টা এ্যাডাইতাছি
১৩| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৫৭
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ক্লাসের দুই একটা জুটি নিয়া কিছু বলতা
১৯ শে জুন, ২০১৩ রাত ১:০১
লিটল হামা বলেছেন: উফ! নিউ জেনারেশন প্রেম ছাড়া আর কিছু বোঝেই না! আচ্ছা দাঁড়াও তুমারটা ঢুকায় দেই!
১৪| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৫৮
নাফিজ মুনতাসির বলেছেন: (ত্রিভুজ ছাড়া অন্য কেউ মাইন্ড খাইলে লেখককে দায়ী করা যাইবেক না।)
১৯ শে জুন, ২০১৩ রাত ২:০৩
লিটল হামা বলেছেন: অলরেডি একজন মাইন্ড খাইসে। আইজকা রাইতে আর কিছু খাওয়া লাগবো না
১৫| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৫৮
নোবিতা রিফু বলেছেন: এই লিস্টে হামা এবং শরত ভাইয়ের নাম নাই, কারন এই লিস্ট লিপিবদ্ধ করার সময় তারা স্কুল পালিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন...
১৯ শে জুন, ২০১৩ রাত ২:০৪
লিটল হামা বলেছেন: না, তাহারা ভালু ছাত্র।
১৬| ১৯ শে জুন, ২০১৩ রাত ১:০৪
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: অস্থির হইছে
আমি বড় ভাইদের সাথে স্কুল পরিভ্রমনে আসি , বেতন বুতন দেখে একদিন ক্লাসে ডুইক্কা যামু
১৯ শে জুন, ২০১৩ রাত ২:০৫
লিটল হামা বলেছেন: আইসা পড়েন! আর বাইর হৈতে মন চাইবো না!
১৭| ১৯ শে জুন, ২০১৩ রাত ১:০৬
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: :!>প্লিজ লাগে হাটে হাড়ি ভাইংগো না!
১৯ শে জুন, ২০১৩ রাত ২:০৫
লিটল হামা বলেছেন: আইচ্ছা যাও সুপারশপে ভাঙুম!
১৮| ১৯ শে জুন, ২০১৩ রাত ১:০৮
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: ব্যাপক মাত্রায় মজা পাইছি ।
১৯ শে জুন, ২০১৩ রাত ২:০৬
লিটল হামা বলেছেন: মজার সাথে সাথে শিক্ষা-সামু স্কুলের শ্লোগান
১৯| ১৯ শে জুন, ২০১৩ রাত ১:১৩
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আচ্ছা ক্লাসে দুর্দান্ত একটা ছাত্র ছিলনা দূর্যোধন নামে। তার কি খবর!!
১৯ শে জুন, ২০১৩ রাত ২:০৭
লিটল হামা বলেছেন: সে ফেসবুকে স্ট্যাটাস খাওয়ার নিয়মাবলী জানায়া দিয়া ঐখানেই আছে।
২০| ১৯ শে জুন, ২০১৩ রাত ১:১৪
নস্টালজিক বলেছেন: বয়াতী গান গায় ভালো!
১৯ শে জুন, ২০১৩ রাত ২:০৭
লিটল হামা বলেছেন: হ! পুরাই নস্টালজিক লাগে!
২১| ১৯ শে জুন, ২০১৩ রাত ১:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ক্লাসের দুই একটা জুটি নিয়া কিছু বলতা
অতি সহি কথা!!!! অতি উত্তম প্রস্তাব!!!!!
১৯ শে জুন, ২০১৩ রাত ২:০৮
লিটল হামা বলেছেন: এইটা নিয়া তো কুনোব্যাঙ আগেই পোস্টাইছে!
২২| ১৯ শে জুন, ২০১৩ রাত ১:২৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই পোষ্টের উপরে কষ্ট করে লিখেছেন, এখানে ছাগুদের প্রবেশ নিষেধ। একটা একদরের ছাগল দেখলাম কি যেন একটা প্রশ্ন করেছে। তারে ক্লাসের বাইরে নীল ডাউনে পাঠানো উচিত।
১৯ শে জুন, ২০১৩ রাত ২:০৯
লিটল হামা বলেছেন: আমার ব্লগে ছাগুরা আসেনা সাধারণত। তবে আইলে সবাই মিলা কাচ্চি রাইন্ধা খাইবাম!
২৩| ১৯ শে জুন, ২০১৩ রাত ১:২৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লিখেছেন না লেখে দেন হবে*
১৯ শে জুন, ২০১৩ রাত ২:০৯
লিটল হামা বলেছেন: হু বুঝছি।
২৪| ১৯ শে জুন, ২০১৩ রাত ১:৩৫
মাক্স বলেছেন:
১৯ শে জুন, ২০১৩ রাত ২:১০
লিটল হামা বলেছেন: ইমোমাক্স!
২৫| ১৯ শে জুন, ২০১৩ রাত ১:৪৪
সাহাদাত উদরাজী বলেছেন: মেধাবী ছাত্র ছাত্রীদের দম আছে!
১৯ শে জুন, ২০১৩ রাত ২:১০
লিটল হামা বলেছেন: নিঃসন্দেহে!
২৬| ১৯ শে জুন, ২০১৩ রাত ২:০৬
*কুনোব্যাঙ* বলেছেন: পড়াশোনার ফাঁকে ফাঁকে চেয়ারম্যান হয়ে দেশের সেবা করার সুপ্ত বাসনা আছে তার। তবে টিন চুরি করবে না এই নির্বাচনী ওয়াদা দেয়াতে টিনেজ বালকেরা তাদের টিন জিএফদের ব্যাপারে আশ্বস্ত হয়েছে!
১৯ শে জুন, ২০১৩ রাত ২:১১
লিটল হামা বলেছেন: চেরম্যান সাব ভালা মানুষ।
২৭| ১৯ শে জুন, ২০১৩ রাত ২:০৯
স্বপ্নবাজ অভি বলেছেন: ব্যাপক পোষ্ট !
১৯ শে জুন, ২০১৩ রাত ২:১১
লিটল হামা বলেছেন: শিক্ষণীয় পুস্ট!
২৮| ১৯ শে জুন, ২০১৩ রাত ২:২১
অনাহূত বলেছেন: দারুণ হাসান ভাই।
১৯ শে জুন, ২০১৩ রাত ২:২৮
লিটল হামা বলেছেন: থ্যাংকস।
আমার মেইন নিকের লেখাগুলা পড়না। আফসুস!
২৯| ১৯ শে জুন, ২০১৩ রাত ২:২১
দলছুট শুভ বলেছেন: শিক্ষক কেডা কেডা ??? সদ্য শিক্ষক নিয়োগ নিলে খবর দিয়েন। সিভি দিমু।
১৯ শে জুন, ২০১৩ রাত ২:৩০
লিটল হামা বলেছেন: আহা কী মজা! ডোনেশন দিয়া নার্সারিতে ভর্তি হন!
৩০| ১৯ শে জুন, ২০১৩ রাত ২:২৭
আদনান০৫০৫ বলেছেন: মজা পাইলাম... মন্তব্যে নোমান ভাই আর কাল্পনিক ভাইয়ের পাল্টাপাল্টি দেইখাও মজা পাইলাম।
১৯ শে জুন, ২০১৩ রাত ২:৩০
লিটল হামা বলেছেন: অনেকদিন পর একটু মজাক!
৩১| ১৯ শে জুন, ২০১৩ রাত ২:৪৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাকিরা কই!!!! সব স্কুল ফাঁকি দিসে!!!!!!!!!!
১৯ শে জুন, ২০১৩ রাত ২:৪৯
লিটল হামা বলেছেন: আপনি কি নিবন্ধীকৃত এক লাখ ব্লগারদের সবার কথা লিপিবদ্ধ করতে বলছেন? বেছে বেছে করলেও তো শুরু হবে শেষ হবে না
সেকেন্ড পার্ট অন্য কেউ লিখুক না!
৩২| ১৯ শে জুন, ২০১৩ রাত ৩:০৬
জোকার৬৬৬ বলেছেন: কেউ কেউ স্কুল ছেড়ে, মাঠ ছেড়ে দিয়ে চলে গেছে। মাস্টারেররা তো দূরের কথা, বন্ধুরাই মনে রাখেনি।
কেউ কেউ চলে যায়, শুধু যাবার সময় নিজের দাগটুকু মুছে দিয়ে।
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৮
লিটল হামা বলেছেন: ক্লাশরুমে আবেগী কথা বলা নিষিদ্ধ!
৩৩| ১৯ শে জুন, ২০১৩ রাত ৩:২১
দমকল৮৬ বলেছেন: আওয়ামী রহমান পিয়াল
অতি উগ্র মাত্রায় আওয়ামী লীগ করা একটা প্রথম শ্রেণীর রাম ছাগল । আমি পূর্ণ দায়িত্ব নিয়ে বলতেছি “ রাম ছাগল“ ।
এই রাম ছাগলটার কাছে সে এবং আওয়ামী লীগ ছাড়া দুনিয়ার বাকি সব মিথ্যা ।
আর এই রামছাগলটা সব সময় চেষ্টা করে সামু ব্লগকে পচানোর । এই ব্লগের নামে কুৎসা রটানোর ।
এই রাম ছাগলটাকে স্কুলে ভর্তি রাখা তো দুরের কথা কানে ধরে টিসি দিয়ে বের করে দেয়া উচিত ।
আমরা হাম্বা নামের গোয়ালঘরটা এই রাম ছাগলের উপযুক্ত স্থান ।
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:২৭
লিটল হামা বলেছেন: আজ্ঞে আপনি নিজেও এই কমেন্টের সমোপুযুক্ত। অরপির কাছে যামনে আম্বালীগের কোন দোষ ধরা পড়ে না, তেমনি আপনার কাছেও বিনপির কোন দোষ ধরা পড়ে না। তবে অরপি শত দোষ স্বত্ত্বেও লিজেন্ড। কারণ তার মুক্তিযুদ্ধ বিষয়ক লেখাগুলো রেফারেন্স হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু আপনি? দলকানা। তারেক জিয়া আপনার কাছে মহাপুরুষ। আপনার ব্লগিংয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক কোন প্রামাণ্য দলিল পাওয়া যায় না। অরপির সাথে আপনার তুলনাও চলেনা। কারণ, সে দলকানা হলেও কিছু কাজ করে গেছে গুরুত্বপূর্ণ। আর আপনি শুধু দলের লেজুড়বৃত্তি করেই গেছেন।
বাই দ্যা ওয়ে, অরপির ফেবুতে আমি ব্লকড। সে আমাকে ছাগু ভাবে কী না কে জানে
৩৪| ১৯ শে জুন, ২০১৩ রাত ৩:২৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহা! হাহাহা!
না ইয়ে মানে যাদের গুনকীর্তন করা হইল!! তাহারা কোথায়!!! সেইটা বললাম আর কি!!
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:২৮
লিটল হামা বলেছেন: তারা আসবে...আসবে... চুপিচুপি!
৩৫| ১৯ শে জুন, ২০১৩ রাত ৩:৩৭
জ্যাক রুশো বলেছেন: এত্ত রাতে সবাই জেগে?
ব্যাপুক বিনোদন
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:২৯
লিটল হামা বলেছেন: দিনের বেলাতেও তারা আসবে আশা করি।
৩৬| ১৯ শে জুন, ২০১৩ ভোর ৪:১৮
নোমান নমি বলেছেন: মাঝরাত্রে ক্লাসে ঘুরতে আসলাম। কেউ নাই কেউ নাই!
একটা প্রশ্ন সামু হেডমাষ্টার বরাবর "স্কুলে নারী এত কম কেন? নারী শিক্ষার দিকে নজর দিন প্লিজ। এভাবে নারীরা পিছিয়ে পড়ছে, তাই আমরা নারীর পিছে পড়তে পারছি না"
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:২৯
লিটল হামা বলেছেন: তুমি লুল!
৩৭| ১৯ শে জুন, ২০১৩ ভোর ৫:২৬
সোনালী ডানার চিল বলেছেন:
গবেষনায় ++++++++
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৩০
লিটল হামা বলেছেন: ধন্যবাদ কবি!
৩৮| ১৯ শে জুন, ২০১৩ ভোর ৬:২৪
স্বপ্নসমুদ্র বলেছেন: কেডা জানি আমারে কলম দিয়া শার্টে আঁইকা দিছে।
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৩০
লিটল হামা বলেছেন: তাগোরে আইক্যাঅলা বাঁশ দেন!
৩৯| ১৯ শে জুন, ২০১৩ ভোর ৬:৪৬
ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ।হাসতে হাসতে হামাগুড়ি খাচ্ছি ||
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৩১
লিটল হামা বলেছেন: গ্রো আপ বয়!
৪০| ১৯ শে জুন, ২০১৩ ভোর ৬:৪৯
ইমরাজ কবির মুন বলেছেন:
কি বলি! হামাগুড়ি দিয়ে হাসতেসি ||
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৩২
লিটল হামা বলেছেন: শিক্ষণীয় পোস্টে হাসার লিগা তীব্র ধিক্কার শতাধিকবার!
৪১| ১৯ শে জুন, ২০১৩ সকাল ৮:০২
দেহঘড়ির মিস্তিরি বলেছেন:
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৩২
লিটল হামা বলেছেন: হাসেন কেন?
৪২| ১৯ শে জুন, ২০১৩ সকাল ৮:০৭
অচিন্ত্য বলেছেন: কি সাংঘাতিক ! এত কম ইস্টুডেন অথচ এত বেশি ধরণের ! এদের নিয়া ইশকুল ক্যামনে চালায় মাস্টাররা ?
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৩
লিটল হামা বলেছেন: এইটা জাস্ট একটা স্যাম্পল!
৪৩| ১৯ শে জুন, ২০১৩ সকাল ৮:১৪
কালোপরী বলেছেন:
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৪
লিটল হামা বলেছেন: আপনার হাসির বিবর্তন আশাব্যঞ্জক।
৪৪| ১৯ শে জুন, ২০১৩ সকাল ৮:১৯
রাজসোহান বলেছেন: ভালো হয়েছে, সুন্দর হয়েছে, অতীব মিষ্টি হয়েছে।
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৪
লিটল হামা বলেছেন: এহন ডায়াবেটিস না হৈলেই হয়!
৪৫| ১৯ শে জুন, ২০১৩ সকাল ৮:৩৭
আরমিন বলেছেন: দারুন দারুন!
ইয়ে মানে যারা ক্লাস পালিয়ে ঘোরাঘুরি করে তাদের সম্পর্কে কিছু বললেন না?
১২ নং ভালোলাগা!
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৬
লিটল হামা বলেছেন: আপনি তো এখন নিয়মিত ক্লাশ করেন!
৪৬| ১৯ শে জুন, ২০১৩ সকাল ৮:৪০
বটের ফল বলেছেন: ব্যাপক হাসলাম আজকে। দারুন লিখেছেন।
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৯
লিটল হামা বলেছেন: ধন্যবাদ!
৪৭| ১৯ শে জুন, ২০১৩ সকাল ৯:২০
অন্ধ আগন্তুক বলেছেন: একদিন আম্মো ছিলাম এই ইশকুলে !
পুরান ছাত্রদের বয়ান , আর নতুনগো কান্ডকারখানা উডানোর লেইগা আপনারে ধইন্যা !
ইয়ে এই ইশকুলের রাত্তিরের ক্লাস পালানো একদল পুলাপান ছিলো , সবডি ভাগছে !
তাই না ?
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৪০
লিটল হামা বলেছেন: আপনি কে? অচেনা অচেনা লাগে!
৪৮| ১৯ শে জুন, ২০১৩ সকাল ৯:৩১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ইশশরে রাইতের কিলাশ মিস কইরা ফালাইছি!! হা হা হা ত্রিভুজ ছাড়া কেউ মাইন্ডও খায় নাই! চ্রম পুস্ট।
তা হাসান মাহবুব বাদ গেল ক্যান?
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৫
লিটল হামা বলেছেন: হাসান মাহবুব এক্সপেইলড!
৪৯| ১৯ শে জুন, ২০১৩ সকাল ৯:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
হাসান মাহবুব বাদ পরল কেন হইত না ।
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৭
লিটল হামা বলেছেন: সে বাদে আজম!
৫০| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৪
পলক শাহরিয়ার বলেছেন: চরম ফাঁকিবাজ পুলাপানের মইদ্যে আছি আমি।
মজা পাইলাম ব্যাপক।
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৫০
লিটল হামা বলেছেন: ফাঁকিবাজেরা তো মজাই পাইবেক! পরে রেজাল্ট দেইখা উল্লাসনৃত্ত নাচতে পারবে না
৫১| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:১৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা হা হা! চরম
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৫১
লিটল হামা বলেছেন: যত হাসি তত কান্না। বলে গেছেন ...কেডা জানি নাম মনে পড়তেসে না!
৫২| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:২৭
বটবৃক্ষ~ বলেছেন: ব্যাপক মজা পেলাম!! আপনার এই নিক আজি আবিষ্কার করে আনন্দিত বোধ করছি!!
ইশকুলে ভর্তি হইবার চাই!!
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৯
লিটল হামা বলেছেন: স্কুলে ভর্তি হওয়া এত সহজ? ডোনেশন লাকপে।
৫৩| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৬
হাসান তাজদিক বলেছেন: অসাধারণ।
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৬
লিটল হামা বলেছেন: অসির চেয়ে এখানে মসি বেশি ধারণ করা হয়!
৫৪| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৪
লেখোয়াড় বলেছেন:
এ পারফেক্ট সেন্স অফ হিউমার।
আপনি সহ যাদের নাম উল্লেখ করেছেন তারা আসলেই এই ব্লগের প্রাণ।
অনেক প্রতিভার অধিকারী সবাই। আরো নাম আসতে পারতো।
যেহেতু এই স্কুলে অনেক নামী-দামী, জ্ঞানী-গুণী ছাত্র-শিক্ষক রয়েছেন, সেহেতু
আমাকে অনেকদিন এখানে থাকতে হবে।
অনেকদিন পর অনেক মজা পেলাম।
ধন্যবাদ লিটল হামা।
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৪১
লিটল হামা বলেছেন: ধন্যবাদ!
৫৫| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৪
রোহান বলেছেন:
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৪২
লিটল হামা বলেছেন: গোরো গোরি মুখরেতো সাদা সাদা চুশ্মা!
৫৬| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৯
আমিনুর রহমান বলেছেন: সবচেয়ে নিয়মিত ছাত্র বড় হামা কেমতে বাদ পড়লো :p
অসাধারন +++
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৮
লিটল হামা বলেছেন: সে কেডা?
৫৭| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:২৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বাহ..........টিচাররা তাইলে কই??????
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৭
লিটল হামা বলেছেন: টিচাররা হুমাইতেসে!
৫৮| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:২৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বাহ..........টিচাররা তাইলে কই??????
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৫
লিটল হামা বলেছেন: টিচাররা হুমাইতেসে!
৫৯| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৪১
রেজোওয়ানা বলেছেন: না ভাইয়া তেমন আর দুষ্টুমী করলাম কোথায়! কত ভাবনা জানেন?
এই যেমন নস্টালজিক কেন তেতুঁল খায়, নোমান কেন পারসোনা জেন্টসে যায়, কাল্পনিক কেন সিক্স প্যাক বানানোর ধান্দা করে, পাইলটের কেন এত এত মোবাইলের সিম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি .....এসব ভেবে ভেবে ক্লাসেও তেমন মনোযোগ দিতে পারছি না, আর দুষ্টুমিও করা হচ্ছে না!
এই জন্য আমার গত তিনটা শ্রেনী পরীক্ষায় নাম্বার কম পেয়েছি জানেন, আমার এত মন খারাপ হয়েছে না, খুব কান্না পাচ্ছে :-<
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৪
লিটল হামা বলেছেন: খারাপ ছাত্রীদের একমাত্র অবলম্বন কান্না। ভালোমত পড়াশুনা করুন। আপনিও পারবেন!
৬০| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ২:০৯
রেজোওয়ানা বলেছেন: ভাবছি হাসান স্যারের কাছে পড়বো
১৯ শে জুন, ২০১৩ দুপুর ২:১৪
লিটল হামা বলেছেন: বাজে সিদ্ধান্ত
৬১| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ২:১০
অপর্ণা মম্ময় বলেছেন: বিনোদিত হইলাম
নস্টালজিক ভাইয়ারটা মজার হইছে।
শরৎ এর স্কুলের যেকোন কম্পিটিশনে তার কর্ম "নির্বাচিত' হয়! -- সুপার্ব
১৯ শে জুন, ২০১৩ দুপুর ২:১৫
লিটল হামা বলেছেন: ভালো ছাত্রদের প্রশংসা করবেন এ আর নতুন কী!
৬২| ১৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৭
ত্রিনিত্রি বলেছেন: চরম হইছে! বিশেষ করে আমার কাছে নোমান নমিরটা খুবই মজার লাগছে, পরিপাটি করে অন্য স্কুলে পড়ায়!!!!
ভালো লাগা এবং পিলাচ।
১৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৪
লিটল হামা বলেছেন: থেংকু ত্রিনিত্রি!
৬৩| ১৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:০০
নুর ফ্য়জুর রেজা বলেছেন: জোশ !! +++
১৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৫
লিটল হামা বলেছেন: থেংকু!
৬৪| ১৯ শে জুন, ২০১৩ রাত ৯:৪৯
সায়েম মুন বলেছেন: হাসির জন্য মাস্টারপিস একটা পোস্ট। মডু এবং মডুদের নিয়ে লেখা কয়টাতে বেশী মজাক পাইছি। কয়েক বছর ধরে স্কুল গেটে ঘুরঘুর করেও মনে হইলো স্কুলটা আমারে চিনলো না। সামু নাম নিয়েও লাভ হইলো না।
১৯ শে জুন, ২০১৩ রাত ১১:১৪
লিটল হামা বলেছেন: আপনার লগে একবার দেখা হইসিল। ভাবসিলাম যে জুনিয়র পুলা। তাই তুমি কৈরা কৈসিলাম। তারপর সে কী বিব্রতকর অবস্থা!
৬৫| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৫২
তামিম ইবনে আমান বলেছেন: ছাগুটারে পচাইলেন দেখে ভালো লাগলো
১৯ শে জুন, ২০১৩ রাত ১১:১৫
লিটল হামা বলেছেন: ছাগুদের পচামু এ আর নতুন কী!
৬৬| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:১৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: মজা পাইছি পড়ে
রাজসোহান'রে মিসাই
১৯ শে জুন, ২০১৩ রাত ১১:১৬
লিটল হামা বলেছেন: ধন্যবাদ। আমিও মিসাই।
৬৭| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:৩১
নাজিম-উদ-দৌলা বলেছেন: হাসান মাহবুব কি হইত? সেইটা তো বললেন না!
৬৮| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:৪৪
হাসান মাহবুব বলেছেন: পরিশ্রম করত প্রচুর। কিন্তু কখনও দশের মধ্যে আসতে পারতো না।
৬৯| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:৪৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ২ নাম্বার কমেন্টের উত্তরে প্লাস !
২০ শে জুন, ২০১৩ রাত ১:০৬
লিটল হামা বলেছেন:
৭০| ২০ শে জুন, ২০১৩ রাত ২:০৪
দুরন্ত-পথিক বলেছেন: অসাধারন গবেষনা,ফলাফল ও ভাল দিয়েছে।তাই চালিয়ে যান। পোষ্টে প্লাস
২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫১
লিটল হামা বলেছেন: ধন্যবাদ। আপনারাও চালিয়ে যান!
৭১| ২০ শে জুন, ২০১৩ ভোর ৪:২৫
বাংলাদেশী দালাল বলেছেন:
আজিব এক ইস্কুল। সব ছাত্রই মাসটর।
আর মাসটর রুপি বাউন্সাররা কোনো কামের না।
ভালো ছাত্ররাও অলস হয়ে গেছে কিছু শিখাইবার চায়না।
এইরকম পোস্ট ভালো ছাত্ররাই দিতে পারে, দেয় না। দিলেও কয় বাকিটা অন্য কেও লেখুক
কৃতজ্ঞতা স্বরূপ একটা + দিলাম।
২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫২
লিটল হামা বলেছেন: ধন্যবাদ প্লাসের জন্যে!
৭২| ২০ শে জুন, ২০১৩ ভোর ৬:০৭
গিরিনদী বলেছেন: সবাইকে সেরকম ভাবে জানা নেই। তবে পড়তে মজা পেয়েছি।
২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৩
লিটল হামা বলেছেন: ধন্যবাদ গিরিনদী! সবাইকে চিনা ফালান। লিংক তো দেয়াই আছে।
৭৩| ২০ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৯
মামুন রশিদ বলেছেন: ব্যাপক ঝামেলায় ছিলাম তিনদিন । অফিসিয়াল ট্যুরে বি.বাড়িয়া গিয়েছিলাম, ঐখানে জুম আল্ট্রা কাজ করেনা । বাধ্য হয়ে সামুবিহীন তিনটা দিন..
আজকে দুপুর তিনটায় সিলেটের হুমায়ুন রশিদ স্কয়ারে বাস থেকে নামলাম । সামনে বিশাল বিলবোর্ডে 'পোড়ামন' এর পোস্টার ঝুলছে । বাসায় ফিরলাম সাড়ে তিনটায় । বৌকে কানে ফিসফিস করে বললাম 'পোড়ামন' দেখবা ? বৌ বলল কোথায়, অডিটরিয়ামে ? (ঐখানেই মুলত আমরা সিনেমা দেখি) আমি বললাম, না নন্দিতা হলে । শুনে বৌ ঠোঁঠ বাঁকা করে ।
আমি বললাম, আচ্ছা ঠিক আছে । তোমার যাওয়ার দরকার নাই, আমি একাই দেখে আসি । তারপর ভাত খেতে বসেছি, আমার মেয়ে কানে ফিসফিস করে বললো, মা রেডি হচ্ছে সাথে আমরাও..
সাড়ে চারটায় বেরুচ্ছি, দুই মেয়ে আর বউ নিয়ে সিনেমা হলে 'পোড়ামন' দেখতে । আর হ্যাঁ, ধন্যবাদ অবশ্যই, সিনেমা পোস্টের সাথে আমাকে স্মরন করার জন্য+++++++
২০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৭
লিটল হামা বলেছেন: পোড়ামনের একটা রিভিউ লিখে ফেলেন মামুন ভাই! খানিকটা তো এখানেই হয়ে গেল
৭৪| ২০ শে জুন, ২০১৩ বিকাল ৫:১৪
শাওণ_পাগলা বলেছেন: হে হে ভালো হইছে
২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
লিটল হামা বলেছেন: ধৈন্যা!
৭৫| ২০ শে জুন, ২০১৩ রাত ১১:২৭
মামুন রশিদ বলেছেন: পোড়ামনের ফার্স্ট হাফ উপরের কমেন্টে দিয়েছিলাম । রেস্ট হাফ সিনেমা দেখা শেষ করেই নগদ নগদ দিয়ে দিয়েছি, এখানে ।
২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
লিটল হামা বলেছেন: দুইয়ে মিলে তো বেশ ভালোই হল! লাইকড!
৭৬| ২০ শে জুন, ২০১৩ রাত ১১:৩২
তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক দিন পর লিটল হামার ফান পোস্ট। সেইরকম হইসে হামা ভাই , তোমার নিজের কথা তো কইলা না।
মামুন রশিদ ভাইঃ পোড়ামন সহ জাজ মাল্টিমিডিয়ার আপকামিং সমস্ত মুভির ব্রান্ডিং আমাদের করা
২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
লিটল হামা বলেছেন: থেংকু তন্ময়!
ওয়াও!
৭৭| ২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০১
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হা হা হা... এই পোস্ট টা পড়া হয়নি আগে হাসান ভাই... মজা পাইলাম ব্যাপক..
২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
লিটল হামা বলেছেন: থ্যাংকস তুহিন। ভালো থাকবেন।
৭৮| ২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
মনিরা সুলতানা বলেছেন: কত অজানারে পোস্ট ...
ভাল লাগলো ...।
২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
লিটল হামা বলেছেন: অনেক ধন্যবাদ!
৭৯| ২১ শে জুন, ২০১৩ রাত ৮:০০
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মজা পেলাম ব্যাপক । ত্রিভুজের টা একটু বেশী জোছ হইছে
২৩ শে জুন, ২০১৩ সকাল ৯:০৪
লিটল হামা বলেছেন: থেংকু!
৮০| ২১ শে জুন, ২০১৩ রাত ৯:৫৪
মামুন রশিদ বলেছেন: তথ্যটা জেনে অনেক ভালো লাগছে, @তন্ময় ।
আমার কাছেও ওয়াও
২৩ শে জুন, ২০১৩ সকাল ৯:০৫
লিটল হামা বলেছেন: আরো ওয়াও উপহার দেবে তন্ময় এই বিশ্বাস করি।
৮১| ২১ শে জুন, ২০১৩ রাত ১০:০১
অন্ধ আগন্তুক বলেছেন: সেইটাই , স্কুল পালায়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না, আবার মাস্টারেরাও মনে রাখে না !
দুইন্যার নিয়ম।
ইশকুল জম্পেশ চলুক ! আদিওস।
২৩ শে জুন, ২০১৩ সকাল ৯:০৬
লিটল হামা বলেছেন: চলছে চলবে। রবীন্দ্রনাথ হবার দরকার নাই বি ইয়োরসেল্ফ।
৮২| ২২ শে জুন, ২০১৩ রাত ১:২২
আমি তুমি আমরা বলেছেন: ভাল আইডিয়া। ভাল লাগল।
২৩ শে জুন, ২০১৩ সকাল ৯:০৬
লিটল হামা বলেছেন: থ্যাংকস!
৮৩| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:০২
মামুন রশিদ বলেছেন: ভালোলাগা কথামালা
অন্যমনস্ক শরৎঃ স্কুলের যেকোন কম্পিটিশনে তার কর্ম "নির্বাচিত' হয়!
রেজোওয়ানাঃ জুনিয়র থেকে হাই স্কুলে উঠলেও দুষ্টুমি করার স্বভাব যায় নাই।
ঘুড্ডির পাইলটঃ তুমুল জনপ্রিয় এক ব্যাকবেঞ্চার। বানান ভুলের কারণে নিয়মিত ঝাড়ি খায় টিচারদের কাছে।
কাল্পনিক_ভালোবাসাঃ পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, আর লুলামির সময় লুলামি।
নোমান নমিঃ বাড়তি রোজগার করতে সে অন্য একটা স্কুলে পড়ায়। সেখানে সে 'চেহারা' পরিপাটি রেখে 'বই' পড়ায়।
চেয়ারম্যান০০৭: টিন চুরি করবে না এই নির্বাচনী ওয়াদা দেয়াতে টিনেজ বালকেরা তাদের টিন জিএফদের ব্যাপারে আশ্বস্ত হয়েছে!
নস্টালজিকঃ তবে সে তেঁতুল খেয়েছে। এবং ভালোই আছে!
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:০০
লিটল হামা বলেছেন: থেংকিউ মামুন ভাই
৮৪| ২৪ শে জুন, ২০১৩ ভোর ৪:৫২
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: মজারু
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:০০
লিটল হামা বলেছেন: থ্যাংকস ইমরান!
৮৫| ২৭ শে জুন, ২০১৩ রাত ১২:১১
রুন বলেছেন: পড়ে মজা পেলাম
৮৬| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:০৬
হাসান মাহবুব বলেছেন: থিংকু রুন! ভালাচেন আশা করি।
৮৭| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:১৯
লেডি বার্ড বলেছেন:
চরম হইছে!
মাস্টার হামা।
২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:৪২
লিটল হামা বলেছেন: থেংকু ভালু পুকা
৮৮| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:২১
ক্ষুদ্র খাদেম বলেছেন: বাই, মাইরাহালবেন নি ???
ব্যাপক হইছে
আমার কয়েকজন বন্ধু আছে ওদের কে এটা দেখালে ওদের ভাষায় ওরা বলবে সেরা ভাই, সেরা
আমিও তাই বলে গেলাম
৮৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ২:৪৭
হাসান মাহবুব বলেছেন: হাহা! ধন্যবাদ ক্ষুদ্র খাদেম!
৯০| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৫
টুম্পা মনি বলেছেন: ও এম জি!!!!!! দুইটা হামা!!!!!
০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৮
লিটল হামা বলেছেন: হু হু দুইটা হামা!
৯১| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০২
মহামহোপাধ্যায় বলেছেন: এই জিনিষ এতদিন পর দেখলাম?? আমার উপস্থিতির হার তো সন্তোষজনক নয়
০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৭
লিটল হামা বলেছেন: হু। খালি ফেসবুক!
৯২| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৯
হাসি .. বলেছেন: আজ ব্লগে এসেই বেশ কয়েকটি মজার পোষ্ট পড়লাম। তার মধ্যে এটাও
+
০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৮
লিটল হামা বলেছেন: ধন্যবাদ। হাসতে থাকুন।
৯৩| ০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
আম্মানসুরা বলেছেন: দারুণ মজার পোষ্ট!!!! এত জটিল আইডিয়া মাথায় আসল কিভাবে?
৯৪| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৫
লিটল হামা বলেছেন: অনেকদিন আগে, প্রায় আঠার বছর আগে উন্মাদের একটা ফিচার ছাপাইসলো এই নামে। এটা সেখান থেকে বায়াসড কিছুটা! তবে কোন উন্মাদীয় প্রভাব নাই।
৯৫| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩২
জানা বলেছেন:
সর্বনাশ! সেই কবেকার পোস্ট, এখন চোখে পড়লো। চোখে যে কম দেখি তাতে সন্দেহ নেই, কালে কালে বয়সতো আর কম হলোনা !
তাই বলে আমাকে এভাবে পুরু চশমা পরা, কপাল ভাঁজ করা, রক্তচক্ষু খটমটে বিরক্তিকর ক্লাশ মনিটর বানাতে হবে? জীবনে কোনদিনও আর যাই হোক এই মনিটর পদে জায়গা পাইনি একেবারেই শান্ত, লো পাওয়ার চশমা পরিহিত
, গোবেচারা পড়ুয়া ছাত্রী হওয়ার কারণে। পাশাপাশি আমাকে কোনদিন কোন ক্লাশ মনিটরের নজরেও থাকতে হয়নি।
সেসব যাক, কিন্তু ব্লগার 'নস্টালজিক' যে বিয়েসাদী করে ভালই আছেন তা আমরা বুঝতে পারি। তবে তার পরিচয়ে বয়াতির তেঁতুলের গান পড়েতো আমার চক্ষু চড়ক্গাছ । তেঁতুল আমারও খুব পছন্দের এবং এই জিনিস খেয়ে আমিও খুব ভাল আছি। কিন্তু এই 'তেঁতুল' শব্দটাই এখন শুনলে কেমন জানি গা গুলিয়ে ওঠে। কোন একজন 'বিশিষ্ট' সমাজ পরিবর্তকের নারীর পরিচয় ব্যখ্যায় সাম্প্রতিক 'তেঁতুল' বক্তব্য পড়ে বিষময় হয়ে উঠিছি। হাততো বটেই, পা দুটোও নিশপিষ করছে
....... এমন সভ্যতা বিবর্জিত অনুভূতি বড় যন্ত্রনার।
যাহোক, পোস্ট পড়ে কিন্ত মজা পেয়েছি। ।
ভাল থাকবেন।
১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৯
লিটল হামা বলেছেন: লেখক বলেছেন: সর্বনাশ! সেই কবেকার কমেক্ট, এখন চোখে পড়লো। ধিক্কার আমাকে।
আপনাকে কিন্তু খটমটে, বিরক্তিকর বলা হয় নাই! সবাই তাকে সমীহ করে, আবার ভালোওবাসে বয়সে আসলেই কমে চোখ দেখেন মনে হয়
হ্যাঁ, আপু ওসব দেখলাম তো। কিছুটা কমিক রিলিফের জন্যে এই পোস্ট।
ভালো থাকবেন। শুভরাত্রি।
৯৬| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৮
প্রত্যাবর্তন@ বলেছেন: আন্ধাগুন্ধি মন্তব্য বা ইমু দিতেসি । পব'র কারণে আজ নিজের করা মন্তব্য নিজে দেখতে পাইতেসি না ।
(ত্রিভুজ ছাড়া অন্য কেউ মাইন্ড খাইলে লেখককে দায়ী করা যাইবেক না।)
০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:০৯
লিটল হামা বলেছেন:
৯৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২১
তাসজিদ বলেছেন: তবে সামুতে আমি আরিফ জেবতিক ও অমি পিয়াল কে খুব মিস করি।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০
লিটল হামা বলেছেন: আমিও।
৯৮| ১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১২
চেয়ারম্যান০০৭ বলেছেন: রীতিমত সন্মানিত বোধ করছি হামা ভাই।সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ।শুভকামনা।
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৯
লিটল হামা বলেছেন: শুভকামনা।
৯৯| ০৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৯
দুঃখীনি বলেছেন: আমার কথা কেউ লেখেনাই
১০০| ০৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
দুঃখীনি বলেছেন: আমার কথা কেউ লেখে নাই কষ্ট পাইলাম :'(
২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪০
লিটল হামা বলেছেন: আপনারে তো তখন চিনতামনা!
১০১| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২৯
বাকের ভাই রিটার্ন বলেছেন: এই রকম একটা স্কুল হওয়া দরকার ।
২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪০
লিটল হামা বলেছেন: আজ্ঞে।
১০২| ২২ শে মে, ২০১৯ দুপুর ১:৩২
আর্কিওপটেরিক্স বলেছেন: হামা ভাই সেইরাম পোস্ট
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৩ রাত ১২:২২
শ্রীঘর বলেছেন: আমার রোল কত?