নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছুট্ট দুষ্টু!

http://www.somewhereinblog.net/blog/Paranoid

লিটল হামা

হাসান মাহবুব

লিটল হামা › বিস্তারিত পোস্টঃ

অসময়ে আউট'ল

১৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:২২



চুপদুপুরে ভাতঘুম ভাঙিয়ে দিয়ে বুনোপশ্চিম থেকে ধেয়ে আসে আউট ল। বিষের গেলাসে চুবিয়ে রাখে ক্যাকটাস কার্তূজ। এই ফুল বড় দ্রুত ফোটে। হয়তো বিকেলেই ফুটবে ফট ফট করে। তখন আমি পুষ্প আর বুলেটের তাত্ত্বিক পরম্পরা নিয়ে আলোচনা করব তার সাথে, গোধূলীর বিমর্ষতাকে ধাওয়া করে ধূলি উড়িয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন থেকে দামদর করে কিনে নেব লবস্টার। অনাষাঢ়ে বৃষ্টিস্নাত যুগলদের মুখে ঠেসে চেপে ধরব ধূলিময় চিঙড়িপিস্তল। তারা বৃষ্টিতে ভিজতে শেখেনি, তারা ধূলিজর্জর পৃথিবীর পলায়নপ্রবৃত্তি জেনেছে। আমার ভাতঘুম নষ্ট করা ওয়ান্টেড তকমাওলা আউটলয়ে'র চোখে তখন রাজ্যের ক্লান্তি। মারণঘাতী কোল্ট পিস্তল দেখে টোকাইরা এসে হাস্যোচ্ছলে হাওয়াই মিঠাই গুলি ছুড়ছে।



আমার ভাতঘুম আর বেপরোয়া পশ্চিমা অভিসন্ধিৎসু দস্যু হতাশ হয়ে ধানমন্ডির লেকে লাফ দিয়ে হাবুডুবু খেতে খেতে চিৎকার করবে, "রঙ চা! চিনি ছাড়া এক কাপ!"



রঙমিশ্রিত চায়ের প্যারাট্রুপারে আশ্রয় নিয়ে আমরা উড্ডীন হব পূর্ব-পশ্চিমের জীর্ণ মেঘসরাইয়ে!

মন্তব্য ৪৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩০

ইমরাজ কবির মুন বলেছেন:
জোস।এ ধরনের লেখা মারাত্মক ভাল্লাগে ||

১৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৬

লিটল হামা বলেছেন: থ্যাংকস মুন!

২| ১৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
রঙমিশ্রিত চায়ের প্যারাট্রুপারে আশ্রয় নিয়ে আমরা উড্ডীন হব পূর্ব-পশ্চিমের জীর্ণ মেঘসরাইয়ে!



মেঘসরাই!
মেঘসরাই!
মেঘসরাই!

মেঘসরাই মাথায় গেঁথে গেলো! ভালা লাগলো হা-মা ভাই।

১৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৭

লিটল হামা বলেছেন: থ্যাংকস! ম্যালাদিন পর কবিতা লিখলাম!

৩| ১৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সেদিন ফেবুতে আপনার একটা কবিতা পড়লাম। সেটা পোষ্ট করবেন কবে??

১৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৮

লিটল হামা বলেছেন: ওটাতো বহু আগেই পোস্ট করা! Click This Link

৪| ১৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৫

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: চখাম লাগিল হামা ভাই

১৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:০০

লিটল হামা বলেছেন: অনেক ধন্যবাদ!

৫| ১৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা-মা ভাই, বৃষ্টি হইতাসে! মেঘের সরাইখানায় যাইতে মুঞ্চায়। একটা শর্টকাট পথ বলে দ্যান তো! একটু পিনিক হইয়া আসি!

১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

লিটল হামা বলেছেন: বৃষ্টি বৃষ্টি বৃষ্টি! বৃষ্টি হল আকাশ থেকে নির্গত শ্যাম্পেন!

৬| ১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: /:) /:) কবিতাও লেখেন আপনে। খেলতাম না।


প্লাস দিয়া গেছি। :) ভালো লেছে কবিতা। যদিও লিখতে পারি না কখনও।

১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

লিটল হামা বলেছেন: খেলবেন না কেন! একটু খেললে কী হয়!

৭| ১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
৫ম ভালো লাগা।

বিকেলের বৃষ্টিস্নাত ঢাকার মতই সুখপাঠ্য।

১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

লিটল হামা বলেছেন: অনেক ধন্যবাদ দূর্জয়!

৮| ১৯ শে জুন, ২০১৩ রাত ৮:০৭

মুনসী১৬১২ বলেছেন: :)

১৯ শে জুন, ২০১৩ রাত ৮:২০

লিটল হামা বলেছেন: হাসির কারণটা কী?

৯| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:

চায়ের নেশা পেয়ে গেল। যাই একটু চা খেয়ে আসি। :)

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:১৭

লিটল হামা বলেছেন: খান। আমি চা খাই না।

১০| ২০ শে জুন, ২০১৩ রাত ১:৫৫

অচিন্ত্য বলেছেন: +

২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৮

লিটল হামা বলেছেন: ধন্যবাদ অচিন্ত্য!

১১| ২০ শে জুন, ২০১৩ ভোর ৫:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। হাসান ভাই এক কাজ করেন, এই নিকে এখন থেকে কবিতা বা গদ্য কবিতা বা ইচ্ছের খেরোখাতার লেখা গুলো প্রকাশ করেন। লেখাগুলোও প্রকাশ পাবে, আমরা আরো বেশি কিছু পড়তে পারব আর কি B-) :)

২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৮

লিটল হামা বলেছেন: হ্যাঁ, ইচ্ছা আছে এই নিকটাকে আবারও এ্যাকটিভেট করার। ধন্যবাদ কাভা!

১২| ২০ শে জুন, ২০১৩ সকাল ১১:১৫

ইমরাজ কবির মুন বলেছেন:
প্রথম দর্শনে চুপদুপুর কে চুদুরবুদুর ভাবসিলাম।

জয়, নির্বাচিত পাতার জয় ||

২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৯

লিটল হামা বলেছেন: হাহা! নির্বাচিত পাটা নিয়া চুদুরবুদুর চইলত ন!

১৩| ২০ শে জুন, ২০১৩ সকাল ১১:৪৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আর কইয়েন না! গতবিকেলের বৃষ্টিতে আমার আচরন ছিলো ব্যাঙের মতো! কি করমু বঝতে পারছিলাম না! মাথায় কবিতার লাইন আসছিলো, ভাবলাম কবিতা লিখি। দুইলাইন লেখার পর মনে হলো সাহিত্য-ফাহিত্য লাথি মেরে চলে যাব শুভা! যাই বৃষ্টিতে ভিজে আসি! যখন বৃষ্টিতে ভিজতে গেলাম তখন মনে হলো আরে জানালার পাশে আমার সব বই ভিজে যাবে, দৌড়ে এলাম, এসে দেখি বইগুলোও বৃষ্টির জলে নিজেদের নাইয়ে নিয়েছে!

আসলে শেষমেষ কিছুই করা হলো না। :|

২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫১

লিটল হামা বলেছেন: হাহা! এরকমই হয়। আজকের বৃষ্টিতে আমি একটা ছাপড়া দোকানে চুপসায়ে দাঁড়ায়া ছিলাম। কীসের ভিজাভিজি, কীসের পিনিক! কখন বৃষ্টি থামবে এই অপেক্ষায় ছিলাম। অফিসের দেরী হয়া যাইতেসিলো! :|

১৪| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১:১৯

নাসরীন খান বলেছেন: বেশ জমালো লেখা।বেচারা আলাউদ্দীন ,আপনার জন্য আফসোস হচ্ছে।যাক পরে কখনো কবতে লিখে নিয়েন।

২০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৪

লিটল হামা বলেছেন: ধন্যবাদ! শুভবিকেল।

১৫| ২০ শে জুন, ২০১৩ দুপুর ২:২০

অপর্ণা মম্ময় বলেছেন: শঙ্খ ঘোষের কবিতার চার লাইন দিচ্ছি --

খুব অল্প ভালো লাগে এইসব বহু বিচ্ছুরণ
খান খান হতে থাকা রঙ করা সামাজিকতায়।
মাটির ভিতরে শস্য নিভৃত আশ্বাস নিয়ে বাড়ে
বুকে ঈথারের ভারে নিশ্চল হয়েছি একেবারে।

---------
ভালো হয়েছে লেখা !

২০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৪

লিটল হামা বলেছেন: খুব সুন্দর লাইনগুলো।

অনেক ধন্যবাদ!

১৬| ২০ শে জুন, ২০১৩ বিকাল ৪:২১

নস্টালজিক বলেছেন: খুব সুন্দর!

উপমা আর দৃশ্যকল্প-মিলেমিশে জম্পেশ!

শুভেচ্ছা নিরন্তর!

২০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৫

লিটল হামা বলেছেন: থেংকু! শুভবিকেল।

১৭| ২০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩২

আমি ময়ূরাক্ষী বলেছেন: অপূর্ব

২০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৫

লিটল হামা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১৮| ২১ শে জুন, ২০১৩ রাত ২:২৮

তন্ময় ফেরদৌস বলেছেন: মারাত্মক লাগসে ভাইয়া

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

লিটল হামা বলেছেন: থ্যাংকস তন্ময়! অনেকদিন পর কবিতা লিখলাম।

১৯| ২১ শে জুন, ২০১৩ সকাল ১০:১৬

মামুন রশিদ বলেছেন: লবস্টার একটু ভেজে নিলে ভালো হত না ;)


হাওয়াই মিঠাই গুলি আর রঙ মিশ্রিত চায়ের প্যারাট্রুপারে উড্ডীন হয়ে মেঘসরাই পারি ।

কবিতায় ফ্যান্টাসি..

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

লিটল হামা বলেছেন: লবস্টার একদম কড়া ভাজা ছিলো। আমার ফ্যান্টাসিতে ;)

ধন্যবাদ মামুন ভাই!

২০| ২৪ শে জুন, ২০১৩ রাত ৩:৫৩

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: গেলাম! দৃশ্যকল্পের ভারে চাপা পড়লাম।

মুগ্ধকর! মন বসালাম না, অইটা আজকাল খুঁজে পাচ্ছিনা ঠিকমত!

২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:০১

লিটল হামা বলেছেন: ওয়েলকাম ব্যাক!

২১| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩১

অদৃশ্য বলেছেন:




হাসান ভাই

সত্য বলতে কি হেডলাইন দেখে ভাবলাম একটা ওয়েষ্টার্ন বুঝি লিখেই ফেলেছেন... ওটা আমি অসম্ভব পছন্দ করি...

কিন্তু ভেতরে ঢুকে অন্যরূপ দেখলাম... আর তাতে একটুও হতাশ হলাম না... ইষ্টার্ন ও ওয়েষ্টার্নের কল্পদৃশ্যে দারুন আরেকটি দৃশ্যপট তৈরী হলো...

যার পাঠ ও দৃশ্য অত্যন্ত সুন্দর...

ঠিক আছে কবিতা লিখে যান... আপনার যা আছে তাতে দুটোই ঠিকঠাক চালাতে পারবেন...

শুভকামনা...

২২| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৫:০২

হাসান মাহবুব বলেছেন: সর্বদা আপনাদের শুভকামনা এবং উৎসাহপ্রার্থী। অনেক ধন্যবাদ কবি!

২৩| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:২২

নুসরাতসুলতানা বলেছেন: কবিতা চমৎকার লাগলো।

অনেকদিন ভেবেছি আপনাকে অনেকে হামা বলছে কেন ? আজ এ পোষ্টে দেখলাম আপনি নিজেও নামটা সেভাবে লিখেছেন। কেন ?

২৪| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:০০

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ নুসরাত সুলতানা। হাসান মাহবুব'কে সংক্ষেপে হামা বলে অনেকেই।

শুভদুপুর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.