নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছুট্ট দুষ্টু!

http://www.somewhereinblog.net/blog/Paranoid

লিটল হামা

হাসান মাহবুব

লিটল হামা › বিস্তারিত পোস্টঃ

বিখ্যাত ব্যক্তিদের উক্তি এবং ফেসবুকারদের প্রতিক্রিয়া

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৭



যুগে যুগে জ্ঞানী ব্যক্তিরা নানারকম জ্ঞানের কথা বলে আমাদের পথপ্রদর্শক হয়েছেন। জ্ঞানোক্তি শ্বাশ্বত। সেই খ্রীষ্টপূর্ব যুগের বিখ্যাত উক্তি আজও মেনে চলি আমরা। তবে ফেসবুকারদের ক্ষেত্রে মানা না মানার তরিকা এবং প্রতিক্রিয়া খানিকটা ভিন্ন। কিরকম সেটা? উদাহরণ নিচে দেয়া হল।

*মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়! একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও। আর দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া॥ ”-মারিও কুওমো

-বলা সহজ, কিন্তু করা কঠিন। কতদিন ধইরা চেষ্টা করতেসি ফেবু সেলিব্রেটি হওনের, কিন্তু যেই লাউ সেই কদু!



*“ অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন॥ ”-ডেল কার্নেগী

—বুঝলাম না আপনার কথা। আপনি কি বলতে চাচ্ছেন নিজের নাম লিখে সার্চ দিব? আর অনুসরণ, মানে ফলো করলে সমস্যা কী? আমি কার ফলোয়ার হব সেটা নিয়ে আপনাকে মাথা না ঘামালেও চলবে!



*হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট।

কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়॥ ”—পীথাগোরাস।

-হ্যাঁ আর না এর দিন শেষ বস! এখন লাইক আর কমেন্টের যুগ। আর ভাবাভাবিরই বা কী আছে! আপনের স্ট্যাটাসে আমি লাইক দিমু, আমারটায় আপনে!



*“ ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও॥ ”—হযরত সোলায়মান (আঃ)।

-ঠিকাছে, তয় তারপর দলবল নিয়া আইসা লাইক আর কমেন্টগান দিয়া আবার নতুন উদ্যমে শুরু করুম!



*“ তুমি যদি কোনো লোককে জানতে চাও, তা হলে তাকে প্রথমে ভালবাসতে শেখো॥ ”—লেলিন।

-এবং ভালোবাসিয়া কনফেশন পেইজে পোস্ট কর।

*“ একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না॥—জর্জ লিললো।

-ঠিকই। মাইয়াডা ব্লক করলে করত, কিন্তু আনফ্রেন্ড করল ক্যান?

*“ দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই॥ ”—অ্যারিস্টটল।

-প্রকৃত বন্ধু আবার কী? তয় আমার ফেসবুকে মেলা বন্ধু আছে। এ্যারিস্টটল আপু, আপনি কি সিঙ্গল? আমার ফ্রেন্ড রিকুশটা গ্রহণ করবেন? আপনার নামটা খুব সুইট।

*“ এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে॥ ”—আইনস্টাইন।

-বাঁশের কেল্লায় এত রিপোর্ট করলাম কোন লাভ হইল না। ওড়না পেইজেও না। উপরন্তু ফ্রেন্ডলিস্টে পেইজগুলার লাইকার দিয়া ভরা। কিন্তু ধ্বংসের কোন আলামত তো দেখতেসি না বস!

*“ যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যেও বিপদজনক এবং অন্য সবার জন্যেও॥ ”—থেলিস।

-আর বইলেন না! আমার দোস্ত সারাদিন ক্রিমিনাল কেস খেলে, নিজেরে দমন করতে তো পারেই না, আমগোরেও ইনভাইটেশন পাঠাইতে পাঠাইতে ত্যক্ত কইরা ফেলসে।

*“তুমি সবসময় কিছু লোককে বোকা বানাতে পারো, কিছু সময় সবলোককে বোকা বানাতে পারো, কিন্তু সব সময় সব লোককে বোকা বানাতে পারো না” ।--আব্রাহাম লিংকন

-একটা ফেইক ফিমেল আইডি খুলসিলাম। হাজার দশেক ফলোয়ারও জুটে গেসিলো। পরে নিক ম্যালফাংশন করে সে কি লজ্জা! নিজেই বুকা হয়ে গেসিলাম!



সুতরাং... সাবধান!

মন্তব্য ৭৮ টি রেটিং +২০/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুতরাং... সাবধান :)

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:২১

লিটল হামা বলেছেন: খুব সাবধান! :-/

২| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩২

খাটাস বলেছেন: আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুতরাং... সাবধান :)

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৭

লিটল হামা বলেছেন: হু, সাবধান!

৩| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫০

*কুনোব্যাঙ* বলেছেন: হ্যাঁ আর না এর দিন শেষ বস! এখন লাইক আর কমেন্টের যুগ। আর ভাবাভাবিরই বা কী আছে! আপনের স্ট্যাটাসে আমি লাইক দিমু, আমারটায় আপনে!

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫২

লিটল হামা বলেছেন: যাই আপনার ব্লগে যায়া একটা লাইক আর কমেন্ট দিয়াহি!

৪| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫২

মামুন রশিদ বলেছেন: 'বাণী চিরন্তনী' এখন ব্যাকডেটেড বস ! নাউ টাইম ফর 'ফেবু বাণী' বাই সেলিব্রেটি !! /:)

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৩

লিটল হামা বলেছেন: যুগের সাথে তাল মিলিয়ে আমাদের এভাবেই টালমাটাল হতে হবে!

৫| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:০০

অপর্ণা মম্ময় বলেছেন: থার্স ডে নাইট বিনুদুন ব্যাপক হইছে পিচ্চি হামা !

মাইয়াডা ব্লক করলে করত, কিন্তু আনফ্রেন্ড করল ক্যান?
-- মইরা গেছি সমস্যা নাই , চোখ টা আরেকটু হইলে গেছিল আর কি !!! :P

সব গুলাই জটিল ! দেইখেন আস্তিক নাস্তিক কেইসে ফাইসেন না হযরত সোলায়মান (আঃ) নিয়ে কতা বলেন ! এতু সাহস ! B-)

--- সত্যিই বেশ মজা পাইলাম পড়ে

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:০২

লিটল হামা বলেছেন: কিছু করার ছিলো না, লিখে ফেললাম! ফানপুস্ট নিয়মিত দিমু ভাবতেসি! কিন্তু তাইলে আবার লেখালেখির মেইন ট্র‌্যাক থিকা বিচ্যুত না হই!

৬| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:০৭

অপর্ণা মম্ময় বলেছেন: মাসে ফান পুষ্ট একটা দিয়েন। তাইলে অন্য লেখালেখির জন্যও ওয়ার্ম আপ হইবেন। ভালু থাকেন।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:০৯

লিটল হামা বলেছেন: হু দেখি। আপনেও দিয়েন! শুভরাত্রি।

৭| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:১৫

মামুন রশিদ বলেছেন: আমি কিন্তু ডরাইছি । একবার যদি আপনারে ফেবু'র নেশায় পাইয়া বসে, সেলিব্রেটি হওয়া ঠেকায় কে :| B:-/


০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:১৮

লিটল হামা বলেছেন: আমার কিন্তু ফেবুর নেশ ভালোই আছে। আমি মূলত বিভিন্ন মজার এবং ট্রোলিং পেইজ ব্রাউজ করি। তবে ঘনঘন স্ট্যাটাস দিয়ে মানুষকে বিরক্ত করার নেশা নাই!

৮| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৫

বিষন্ন একা বলেছেন: ++

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৯

লিটল হামা বলেছেন: থেংকু থেংকু!

৯| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ২:১১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ফেবুতে পড়েছিলাম , এখানেও পড়লাম ।

মজা পাইছি :D

০৫ ই জুলাই, ২০১৩ রাত ২:১৮

লিটল হামা বলেছেন: ফেবুতে লাইক, এখানে কমেন্ট। যাই আপনার ব্লগে যায়া প্রতিদান দিয়া আসি ;)

১০| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ২:১৬

মাক্স বলেছেন: এরিস্টটল আপু, আপনি কি সিঙ্গেল? :P :P
এইটা পৈড়া হাসি আটকাইতে পারি নাই।

জর্জ লিললোর বাণী পৈড়া পুরান কথা মনে পড়সে,
এক মেয়ে বন্ধু(নট গার্লফ্রেন্ড) আমার উপ্রে ভয়াবহ ক্ষেপসে। ক্ষেইপ্যা ঝাল ঝাড়সে ফেবুতে আনফ্রেন্ড কৈরা। ক্ষেপবি ভালা কথা, সামনেই ক, ফেসবুকে গিয়ে চুদুরবুদুর ক্যান?
মেসেজ দিলাম, ব্লক করতি, আনফ্রেন্ড কর্লি ক্যা?

০৫ ই জুলাই, ২০১৩ রাত ২:২০

লিটল হামা বলেছেন: হার্ডকোর চ্যাংড়া প্যাংড়া ফেসবুক জেনারেশন এরিস্টটলকে আপু বলতেই পারে। এঞ্জেল এরিস্টটল নাম দিয়া আইডিও খুলতে পারে। কিছুই অসম্ভব না!

১১| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৭

সাদরিল বলেছেন: ভালো লাগসে খুউব

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২৯

লিটল হামা বলেছেন: থ্যাংকস সাদরিল!

১২| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৩:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: জোস !

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২৯

লিটল হামা বলেছেন: থ্যাংকস অভি!

১৩| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩৯

আরজু পনি বলেছেন:

মজা পাইছি । হাহাহাহাহা

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪২

লিটল হামা বলেছেন: :#)
সুপ্রভাত পনি আপা।

১৪| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪২

সায়েদা সোহেলী বলেছেন: লাইক সহজ কমেন্ট কঠিন -- এস এস :)

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪৪

লিটল হামা বলেছেন: হ। লাইক দিবেন একেবারে স্টেনগানের মত ঠা ঠা করে!

১৫| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪২

না পারভীন বলেছেন: কালই পড়েছি । অনেক মজার ।

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪৫

লিটল হামা বলেছেন: মজা পেয়েছেন জেনে আনন্দিত। শুভ সকাল!

১৬| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৩

সোহাগ সকাল বলেছেন: হামা ভাইয়ের এই নিকটাও অনুসরনে নিলাম। বিয়াফুক গবেষনা! :)

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৪

লিটল হামা বলেছেন: এই নিক থেকে এখুন্থিকা নিয়মিত হমু ভাবতাসি! বেপুক গবেষণা করুম :-B

১৭| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৪

একজন আরমান বলেছেন:
*“ একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না॥—জর্জ লিললো।
-ঠিকই। মাইয়াডা ব্লক করলে করত, কিন্তু আনফ্রেন্ড করল ক্যান?


কথা সত্যি !!! =p~ =p~ =p~

হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট।
কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়॥
”—পীথাগোরাস।
এই উক্তিটা সব থেকে ভালো লেগেছে।

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১০

লিটল হামা বলেছেন: এই উক্তিটার ফেসবুক প্রতিক্রিয়াটাও কিন্তু স্যাড বাট ট্রু ;)

১৮| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: *“ তুমি যদি কোনো লোককে জানতে চাও, তা হলে তাকে প্রথমে ভালবাসতে শেখো॥ ”—লেলিন।
-এবং ভালোবাসিয়া কনফেশন পেইজে পোস্ট কর।[/sb

=p~ =p~ =p~

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৮

লিটল হামা বলেছেন: তুমি কয়টা কনফেশন পোস্ট করিয়াছ? B:-/

১৯| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৯

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ পিচ্চি হামা :P
সকালবেলাটা দারুন হল আপনার এই পোষ্টের কারনে ...
হাসতে হাসতে পেট ব্যথা করতেছে এখন ...

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২০

লিটল হামা বলেছেন: হাসতে হাসতে পেট ব্যথা সংক্রান্ত কোন সমাধান জ্ঞানীরা দেন নাই। সম্ভবত তারা হাসতেন না :|

২০| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৩

গ্রাম্যবালিকা বলেছেন: *“ অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন॥ ”-ডেল কার্নেগী
—বুঝলাম না আপনার কথা। আপনি কি বলতে চাচ্ছেন নিজের নাম লিখে সার্চ দিব?


হাহাহাহাহা =p~ =p~

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৪

লিটল হামা বলেছেন: হ্যাঁ, উনি তো নিজেকে খোঁজ দ্যা সার্চ করার কথাই বলেছেন :-B

২১| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৮

সোহাগ সকাল বলেছেন: এই নিকে দেখতে পেলে তো চরম হবে। তবে আপনার গল্পের প্রতি যেন অবহেলা না চলে আসে। গল্প এদিক-সেদিক হলে আমাদের এই নিকের দরকার নাই! :|

০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০১

লিটল হামা বলেছেন: তা তো অবশ্যই! আমার চিন্তা-চেতনা জুড়ে গল্প। এটাকে কোনভাবেই অন্যকিছুর সাথে ভাগাভাগি করা যাবে না। যদি দুইটা একসাথে চালাইতে পারি, তো ভালো। কিন্তু এইটার কারণে মেইন নিক ক্ষতিগ্রস্থ হলে স্টপ!

২২| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৬

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: :)

০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৯

লিটল হামা বলেছেন: ধন্যবাদ! শুভদুপুর।

২৩| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৬

টুম্পা মনি বলেছেন: :D :D :D :#) :#) :#) :#)

০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৯

লিটল হামা বলেছেন: দুইটা দাঁত থেকে একপাটি দাঁত বেরুল কীভাবে? :-/

২৪| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪

ইমরাজ কবির মুন বলেছেন:
খেক খেক।
সাবধানের মাইর নাই ||

০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০০

লিটল হামা বলেছেন: হু, মাল্টি হ্যান্ডলিংয়ে সাবধান!

২৫| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৩

মো: আতিকুর রহমান বলেছেন: #:-S :) :) :)

০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৪

লিটল হামা বলেছেন: আচ্ছা আপনার ওয়েবসাইটটা ডাউন খায়া গেল কেন? ক্রিকেট গেমটার নেশায় পায়া বসছিলো। না খেলতে পাইরা পেরেশানিতে আছি!

২৬| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৯

টুম্পা মনি বলেছেন: পড়ার শুরুতে দুইটা দন্ত বের হয়েছিল, শেষ করতে করতে সবগুলোই বিকশিত হয়ে বেরিয়ে পড়েছে। =p~ =p~

০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৯

লিটল হামা বলেছেন: হাহা! ভালো ব্যাখ্যা! :-B

২৭| ০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

কালোপরী বলেছেন: মাইয়াডা ব্লক করলে করত, কিন্তু আনফ্রেন্ড করল ক্যান?

:-P :-P :-P


০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২১

লিটল হামা বলেছেন: আপনি আবার এরম করেন না তো? /:)

২৮| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট । আনফ্রেন্ড করার এক মাত্র কারণ ছ্যাকা খাওয়া হতে পারে। অন্যকোন কারণ খুজে পাই না ।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:২১

লিটল হামা বলেছেন: ধন্যবাদ। হতে পারে!

২৯| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪০

সায়েম মুন বলেছেন: সাবধান হয়ে গেলাম। পোস্টটা ফেবুতেও পড়েছিলাম। ডাবল লাইক লন। একটা অবশ্য পরাবাস্তব #:-S

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৬

লিটল হামা বলেছেন: একটা পরাবাস্তব আরেকটা না পড়াবাস্তব :-B

৩০| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: *“ অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন॥ ”-ডেল কার্নেগ

—বুঝলাম না আপনার কথা। আপনি কি বলতে চাচ্ছেন নিজের নাম লিখে সার্চ দিব?

জটিল হইছে ম্যান!!!! এই ধরনের রস ভালা পাই!!

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:২১

লিটল হামা বলেছেন: থেংকু ম্যান!

৩১| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৮

মহামহোপাধ্যায় বলেছেন: -এবং ভালোবাসিয়া কনফেশন পেইজে পোস্ট কর।


ব্যপক বিনুদুন পেলুম =p~ =p~ =p~ =p~

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:২২

লিটল হামা বলেছেন: B-))

৩২| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:০১

অগ্নি দগ্ধ বলেছেন: *“ যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যেও বিপদজনক এবং অন্য সবার জন্যেও॥ ”—থেলিস।
-আর বইলেন না! আমার দোস্ত সারাদিন ক্রিমিনাল কেস খেলে, নিজেরে দমন করতে তো পারেই না, আমগোরেও ইনভাইটেশন পাঠাইতে পাঠাইতে ত্যক্ত কইরা ফেলসে।

এই ইনভাইটেশন এর চোটে আমিও মহা ত্যক্ত।

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:২২

লিটল হামা বলেছেন: আমি ব্লক কৈরা দিছি।

৩৩| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫০

আরমিন বলেছেন: হি হি ! লাইক আর কমেন্ট দিয়ে গেলাম! B-) B-)

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৪

লিটল হামা বলেছেন: ;)

৩৪| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৫

অনাহূত বলেছেন:
বিনোদন প্যাকেজ ভালো লেগেছে হাসান ভাই।

মোটকথা হইল, যাই লিখেন না কেন লেখালেখির মধ্যেই থাকেন। আপনার লেখা মানে একটু অন্যরকম স্বাদ থাকবেই।

:)

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৫

লিটল হামা বলেছেন: লিখা যামু। লগে থাকো। তুমিও লেখ।

৩৫| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:


*কুনোব্যাঙ* বলেছেন: হ্যাঁ আর না এর দিন শেষ বস! এখন লাইক আর কমেন্টের যুগ। আর ভাবাভাবিরই বা কী আছে! আপনের স্ট্যাটাসে আমি লাইক দিমু, আমারটায় আপনে!


সহমত :P

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৬

লিটল হামা বলেছেন: পুরাই ছহমত।

৩৬| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৭

মাইরের উপ্রে ঔষধ নাই বলেছেন: যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যেও বিপদজনক এবং অন্য সবার জন্যেও॥ ”—থেলিস।
-আর বইলেন না! আমার দোস্ত সারাদিন ক্রিমিনাল কেস খেলে, নিজেরে দমন করতে তো পারেই না, আমগোরেও ইনভাইটেশন পাঠাইতে পাঠাইতে ত্যক্ত কইরা ফেলসে।

=p~

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৬

লিটল হামা বলেছেন: গেমটা ব্লক কৈরা দেন।

৩৭| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুতরাং... সাবধান! ;)

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৭

লিটল হামা বলেছেন: আছে নাকি? ;)

৩৮| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৮

স্বাধীন বিদ্রোহী বলেছেন:

তুমি যদি কোনো লোককে জানতে চাও, তা হলে তাকে প্রথমে ভালবাসতে শেখো॥ ”—লেলিন।
-এবং ভালোবাসিয়া কনফেশন পেইজে পোস্ট কর।


কথাটি খুব ভেবে দেখার মত। লিটল হামা ভাই। চমৎকার একটি কালেকশন করেছেন।

০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩০

লিটল হামা বলেছেন: থেংকু!

৩৯| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কিচ্ছু নাই! আমি ভালা মানুষ :#)

০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩১

লিটল হামা বলেছেন: হাসিটা সন্দেহজনক ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.