![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রায় দেড় যুগ আগের লেখা। একটা কম্পিটিশন এর জন্যে। তবে পুরাই বিফল হৈসি
(১)
অতুলের বাবা
নিধুরাম সেন।
খুব বেশি বড় নিজেকে ভাবেন।
অতুলের কাকা
ঝাঁকা ভরা আছে তার
বইয়ের ডিবা!
চাইলেই বলে, ফেরত কি দিবা?
অতুলের মামা
আব্দুল খালেক
বড় ডিমপ্রিয়
যত বেশি চাই, কাউন্টডাউন ৩,২১
অবশেষে আমাকে
দেয় আদ্ধেক!
এত বড় জ্বালা!
কাকা, মামা, বাবা!
অতুলটা ভাবে সব্বাই বোকা!
(২)
কাক আর কোকিলের ভাব ছিলো বেশ,
তাই দেখে হিংসায় ফাঁদ আতে মেষ
কাকের বাসায় গিয়ে বলে ওহে ভায়া!
কোকিলটা বলে তুমি নাকি বেহায়া!
কূচক্রী হেসে কোকিলের কাছে যায়
কোকিলের কথা শুনে কপাল চাঁপড়ায়!
কালোরাই ভালো আছে ডেমোক্রেসি সাক্স।'
এ মিশন বাদ দিলে আমি পরে নেব মাক্স।
আমি শুকুন আর হায়েনার সম্মিলিত ত্রাস
সবুজ বনানীর পাড়ে কাদের যেন বাস?
গুরু, কোনদিন তুমি কি সে দাম দিবে ইহলোকে?
কাক- আর কোকিল উড়ে যাবে ভয়ে দ্বিকবিদিকে!
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৬
লিটল হামা বলেছেন: থ্যাংকস! শুভদুপুর।
২| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৩
অপু তানভীর বলেছেন: আমাদের হাসান ভাই
সাথে লিটল হামা !
জব্বর একখান কবিতা লিখছে
হেব্বি হইছে মামা !
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৬
লিটল হামা বলেছেন: হ আসলেই জব্বর হৈসে!
৩| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৯
টুম্পা মনি বলেছেন: কার এত্ত বড় সাহস লিটল হামা কে জিতায় নাই এত ভালো কুবিতা লেখার পরও?
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৮
লিটল হামা বলেছেন: কার এত সাহস!
৪| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪০
সেলিম আনোয়ার বলেছেন: অতুলের ডারলিং
বনলতা সেন
বৃন্দাবনে গেলে
তারে খুজে পাবেন।
হাজার খানেক বয়ফ্রেন্ড বনলতার বৃন্দাবনে আছে
অতুল সেথা মহানন্দে পেখম তুলে নাচে।
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৮
লিটল হামা বলেছেন:
৫| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন মজা পেলাম
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৯
লিটল হামা বলেছেন: ধন্যবাদ দূর্জয়!
৬| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:০১
ইমরাজ কবির মুন বলেছেন:
১মটায় বেশ মজা পাইসি।
আপনার কয়েকটা টাইপো হৈসে !!
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩০
লিটল হামা বলেছেন: থ্যাংকস। টাইপোগুলো ঠিক করার চেষ্টা করলাম।
৭| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩০
আমিনুর রহমান বলেছেন:
ব্যফুক মজা পাইছি +++
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩০
লিটল হামা বলেছেন: প্রীত হলাম শুনে!
৮| ১০ ই জুলাই, ২০১৩ রাত ২:২৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খাইছে আমারে!!!!!!!!! ১৮ বছর আগে লেখা কবিতা!!!!!!!!!!!
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩১
লিটল হামা বলেছেন: কেন, আপনি ১৮+ লেখা ভাবসিলেন নাকি?
৯| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৫৯
একজন আরমান বলেছেন:
কালোরাই ভালো আছে ডেমোক্রেসি সাক্স।'
দুটোই সেই রকম হয়েছে।
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩১
লিটল হামা বলেছেন: থ্যাংকস আরমান!
১০| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১৭
অদৃশ্য বলেছেন:
হাসান ভাই
ভালো লাগছে লিখা দুইটা... ১৮ বছর, যে খাতাটায় লিখছিলেন তা যত্ন করে রেখে দিয়েন...
শুভকামনা...
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৩
লিটল হামা বলেছেন: খুঁজে দেখি পাওয়া যায় কী না! ওখানে অনেক পুরোনো লেখা আছে।
১১| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২১
মামুন রশিদ বলেছেন: দ্বিতীয় ছড়া টি খুব সুন্দর । প্রথমে ভাবছিলাম নির্মল শিশু ছড়া, শেষে দেখি পলিটিক্যাল স্যাটেয়ার সুন্দরভাবে ঢুকিয়ে দিয়েছেন । দেড় যুগ আগেই আপনি এত কিছু ভাবতেন
শেষের দিকে বানান গুলো ইচ্ছেকৃত ভুল নাকি টাইপো বুঝতে পারছি না ।
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৪
লিটল হামা বলেছেন: বানান ভুলগুলো ইচ্ছাকৃত না। অনেক ধন্যবাদ মামুন ভাই!
১২| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩১
সায়েম মুন বলেছেন: শিশু হয়ে মনে হয় পাঠ্যপুস্তকের জন্য শিশুতোষ ছড়া লিখেছিলেন। বেশ মজার। দু'য়েকটা টাইপো আছে
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৬
লিটল হামা বলেছেন: হ! টাইপো ঠিক করলাম। কালকে রাতে ঘুমঘুম চোখে কী যে লিখসি!
১৩| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২২
অপর্ণা মম্ময় বলেছেন: অতুলের কাকারে ভাল্লাগছে ! জ্ঞানি কাকা ।
মাম্মায় তো মিল্ল না ছন্দে ছন্দে !
২ নাম্বারটাও ভালো হইছে। মাস্ক !
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৭
লিটল হামা বলেছেন: ছন্দ মেলানোর চেষ্টা করসিলাম। হল না! হল না!
১৪| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৯
েমঘপরী শীলা বলেছেন: মজার তো কবিতাগুলো!
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৭
লিটল হামা বলেছেন: ধন্যবাদ শীলা।
১৫| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২০
বটের ফল বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৮
লিটল হামা বলেছেন: অনেক ধন্যবাদ!
১৬| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: মজা পাইছি!!!
আঠারো বছর আগের কবিতা!! :-& :-&
১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৭
লিটল হামা বলেছেন: হ। ১৮+ কবিতা কী না!
১৭| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
স্বপ্নবাজ অভি বলেছেন: এত বড় জ্বালা!
কাকা, মামা, বাবা!
অতুলটা ভাবে সব্বাই বোকা! +++++
১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৫০
লিটল হামা বলেছেন: কিন্তু সবাই মিলে খাওয়ার পেছনে খরচ করি, তা থেকে অনেক কিছুই তাদের কল্যাণে আসবে।
শুভেচ্ছা
১৮| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩০
সাদরিল বলেছেন: কোন কম্পিটিশনের জন্য লিখছিলেন? বিফল হবার তো কোন কারণ দেখছি না
১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৩
লিটল হামা বলেছেন: নাহ আপাতত মাছ খাচ্ছি। আইজকা খাইলাম টাটকিনি মাছ
১৯| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: পিলাচ দিছি।
১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৩
লিটল হামা বলেছেন: ধৈইন্যা লন!
২০| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫১
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো হইসে ++++++++++
১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৪
লিটল হামা বলেছেন: থ্যাংকস অপূর্ণ।
২১| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৫১
সুপান্থ সুরাহী বলেছেন:
আমাদের হামা ভাই
পুরষ্কার জুটে নাই...
১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৮
লিটল হামা বলেছেন: সামু অফিস থিকা ষন্ডাগুন্ডা বের হচ্ছে, তারাই যথেষ্ট@
২২| ১১ ই জুলাই, ২০১৩ রাত ২:০৩
সুপান্থ সুরাহী বলেছেন:
লেখক বলেছেন: সামু অফিস থিকা ষন্ডাগুন্ডা বের হচ্ছে, তারাই যথেষ্ট@
কার জন্য?
আমারে সাইজ দিবে নাকি?
ভয় পাইতাছি কিন্তুক!!!!!
১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৪
লিটল হামা বলেছেন: আরে ভয়ের কিছু নাই। ষন্ডাগুন্ডারা নিয়ে আসবে মিঠাই মন্ডা!
২৩| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: ২ টা বেশি ভালা লাগছে
১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৫
লিটল হামা বলেছেন: আমারও। তয় চামে চিকনে হাল্কায় এডিট মাইরা দিছি!
২৪| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৯
নাজিম-উদ-দৌলা বলেছেন:
১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৬
লিটল হামা বলেছেন:
২৫| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৮
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: দ্বিতীয়টা বোঝার চেষ্টা করতেসি!
১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৭
লিটল হামা বলেছেন: এটা এমনে হবে না। সেমনে যায়া তেমনে কৈরা একটা কাঁঠাল গাছের নিচে আনমোনে বসে থাকতে হবে। এমনে।
২৬| ১২ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১৫
রোমেন রুমি বলেছেন: ছড়া পড়ে মজা হল ।
সুন্দর ছড়া ।
১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৮
লিটল হামা বলেছেন: ধন্যবাদ রুমি। শুভবিকেল।
২৭| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
১৮-- পড়লাম তাহলে!
১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫০
লিটল হামা বলেছেন: না ১৭+
২৮| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৫
অলওয়েজ ড্রিম বলেছেন: অতুলের বাবা/ নিধুরাম সেন।
খুব বেশি বড়/ নিজেকে ভাবেন।
শুরুটা চমৎকার। ৬ মাত্রার কলাবৃত্ত ছন্দে লেখার চেষ্টা। কিন্তু মাঝেমাঝেই ছন্দ পতন। বোঝা যায় কবি ছন্দ সচেতন নন। তিনি যদি ছন্দের অংক জানতেন তবে খুব ভাল একটি ছড়া হিসাবে এটাকে প্রতিষ্ঠিত করতে পারতেন।
১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৩
লিটল হামা বলেছেন: এটা আসলে অনেক আগের লেখা। তখন ছন্দ সম্পর্কে সচেতনতার অভাব ছিলো। আপনাকে ধন্যবাদ সুচিন্তিত মন্তব্যের জন্যে।
২৯| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১২
কালোপরী বলেছেন:
১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১২
লিটল হামা বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো লাগল ++++ প্রথম প্লাস রইল।