![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শামসুর
আজ হয়েছে অসুর
জিয়াউর
তাতে মিলিয়েছে সুর
মমিনুল
করেছে কমই ভুল
মুশফিকুর
যেতে পারেনি যে দূর
নাঈম
বল তার কাছে ডাইম!
নাসির
উচু করে ছিলো শির
রিয়াদ
জয়টা ছিলোই ইয়াদ
গাজী
জিতালো শেষ বাজী!
বাঘের গর্জন শুনছে বিশ্ব
নিউজিল্যান্ড আজ হয়েছে নিঃস্ব
কালো জার্সিতে লেপে দিলো চুন
বাঘের কাছে কিউই হলো খুন!
জয় বাংলা!
০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
লিটল হামা বলেছেন:
২| ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
নস্টালজিক বলেছেন: পুরাই মার ঘুরিয়ে! বেসম্ভব মজা হইসে লেখা!
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৯
লিটল হামা বলেছেন:
৩| ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
ইমরাজ কবির মুন বলেছেন:
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪০
লিটল হামা বলেছেন:
৪| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:০৭
এফ এম-৯৭ বলেছেন: অনেক মজা পেলুম,
মাগার, একটা জিনিস দেইখা কষ্ট পেলুম- হয়ত খেয়াল করেছেন আজকের খেলায় যখন ১৩ বলে বাংলাদেশের আরো ১৬ রান লাগবে, তখনই পরের ধাপে বল গড়িয়ে গেলো বাউন্ডারীতে, জয়ের আশা আরো এগিয়ে গেলো, উল্লাসিত গ্যালারী, ঠিক তখনই উত্তেজিত এক দর্শকের পোষ্টার দেখে অবাক হলাম-, তাতে লেখাঃ- "SEXY SHOT"।
কি পরিমাণ নির্লজ্জতা! একটা শব্দ শিখেছে "SEXY", আর তার অর্থ না বুঝেই যত্রতত্র ব্যবহার?
shame...... shame......
জয়ের খুশিতে হোক নির্মল আনন্দ, নির্লজ্জতা নয়।
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১
লিটল হামা বলেছেন: এটা কুনো ব্যাফার না।
৫| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:২৮
মামুন রশিদ বলেছেন: বাঘের কাছে কিউই হলো খুন!
বাংলাওয়াশ পদ্য দুর্দান্ত হৈছে
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১
লিটল হামা বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।
৬| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: বাংলাওয়াশ! বাংলাওয়াশ!!
কিউই পাখি তো শেষ। এবারে বাঘের ডেরায় কাকে ডাকা যায়?
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১
লিটল হামা বলেছেন: আপনি কই হারালেন?
৭| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:০৫
স্বপ্নবাজ অভি বলেছেন:
কিউই পাখিগুলার জন্য খাটি সহানূভুতি !
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪২
লিটল হামা বলেছেন: হাহাহা! জোস!
৮| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:১৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
টাইগার!
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪২
লিটল হামা বলেছেন: গর্জন!
৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১০:০১
অপর্ণা মম্ময় বলেছেন: বাঘের গর্জন শুনছে বিশ্ব
নিউজিল্যান্ড আজ হয়েছে নিঃস্ব
কালো জার্সিতে লেপে দিলো চুন
বাঘের কাছে কিউই হলো খুন!
==== সুন্দর ছড়া। জয়ের আনন্দটা আসলে ভাষায় প্রকাশের মতো না
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৩
লিটল হামা বলেছেন: ঠিকই। তবে একসময় জিততে জিততে আমাদের অভ্যাস হয়ে যাবে।
১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১০:২২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চ্রম হইছে!!!
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৩
লিটল হামা বলেছেন: থ্যাংকু!
১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:২০
ৎঁৎঁৎঁ বলেছেন: বাংলা ওয়াশ!
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৩
লিটল হামা বলেছেন: ইয়েস!
১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৭
অদৃশ্য বলেছেন:
মুহাহাহা... শান্তি আর শান্তি...
হামা ভায়ের জন্য
শুভকামনা...
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪
লিটল হামা বলেছেন: আপনার জন্যেও শুভকামনা কবি।
১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫
সোনালী ডানার চিল বলেছেন:
নাইস!!
আপনার জন্য শুভেচ্ছা!!
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪
লিটল হামা বলেছেন: শুভেচ্ছা কবি।
১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৪
জেনারেশন সুপারস্টার বলেছেন: টি-২০ তেও ধোলাই হবে
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪
লিটল হামা বলেছেন: হয় নাই
১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৩
টুম্পা মনি বলেছেন:
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫
লিটল হামা বলেছেন: প্রফেসরের মতো আপনিও কই হারাইসেন?
১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা হা হা!
নাইস।
জয় বাংলা।
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫
লিটল হামা বলেছেন: জয় বাংলা!
১৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪
মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫
লিটল হামা বলেছেন: থ্যাংকু!
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
সাদা মনের মানুষ বলেছেন:
সাবাস বাংলাদেশ