নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছুট্ট দুষ্টু!

http://www.somewhereinblog.net/blog/Paranoid

লিটল হামা

হাসান মাহবুব

লিটল হামা › বিস্তারিত পোস্টঃ

শীতের রাত্রি

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫০



শীতের রাত্রি, নরম কম্বল,

ঘুমোনোর তাড়া নেই

কুয়াশার যাত্রী, তারাদল সম্বল,

হিমহাওয়ায় হারাই খেই।

পাশে কারা যেন খুব আমোদে মেতেছে,

আগুনের ওমে গান

ভালোবেসে দিয়ে ডুব, নক্ষত্রের রোদে

কাব্যি করার ফরমান।

এই শীতের রাতে, নস্টালজিয়া,

কারে যেন খুঁজে ফিরি

জানি সুপ্রভাতে, বাজবে প্রাণহিয়া,

জয় করবে হিমগিরি।

এই শীতের রাতে, স্বপ্নপ্রহর

কিছুতেই কাটছে না

কেউ নেই সাথে, স্মৃতির বহর

পিছুতো ছাড়ছে না।

আমি জানি এই ঋতু, ঘোরলগনে

স্বপ্নের রাজধানী,

আমি জানি এই হেতু, ধোঁয়াশাযজ্ঞে

তুমি দিয়ে যাবে হাতছানি।

সেই হাতছানি হোক যতই অলীক,

আমি তো খুঁজে যাবো,

নেই হারাবার গ্লানি, ঘুম অবলিক-

শীতবনেতে হারাবো।

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:


এই শীতের রাতে, স্বপ্নপ্রহর কিছুতেই কাটছে না
কেউ নেই সাথে, স্মৃতির বহর পিছুতো ছাড়ছে না।



দারুণ ছন্দ লিটল হামা ভাই।

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০০

লিটল হামা বলেছেন: ধন্যবাদ কান্ডারি ভ্রাতা। শুভেচ্ছা।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০২

শাকিল ১৭০৫ বলেছেন: কবিতা পাঠে পুলকিত হইলাম হামা ভাই

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৮

লিটল হামা বলেছেন: ধন্যবাদ শাকিল।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: তাড়া নেই

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৮

লিটল হামা বলেছেন: আমারও।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৭

নোমান নমি বলেছেন: ফেসবুকে কোবতে বললেন, আমি আরো ভাবলাম প্যারডি কিছু। হতাশ হইলাম

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৯

লিটল হামা বলেছেন: আমি কোবি। তাই এটা কোবতে।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৮

মাহমুদ০০৭ বলেছেন: ভাল লাগল কবিতার আমেজ ।
ভাল থাকুন হাসান ভাই ।

শুভকামনা রইল ।

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৯

লিটল হামা বলেছেন: থ্যাংকস মাহমুদ।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৯

সুমন কর বলেছেন: শীত শীত কোবতে, পড়তে লাগল ভাল!

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৩

লিটল হামা বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা।

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৪

নাহুয়াল মিথ বলেছেন: স্বপ্নপ্রহর কাটছে না কবি

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩১

লিটল হামা বলেছেন: সে তো বেশ ভালো ব্যাপার!

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৩

ইমরাজ কবির মুন বলেছেন:
নাহুয়াল মিথ বলেছেন: স্বপ্নপ্রহর কাটছে না
ঠান্ডা ||

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৪

লিটল হামা বলেছেন: হয়!

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩০

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: কোবতে ভালো হয়েছে

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৭

লিটল হামা বলেছেন: ধন্যবাদ সিফাত।

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০২

মামুন রশিদ বলেছেন: ছন্দ মিলেছে, কিন্তু 'মাত্রা' হারিয়েছে । শীতের রাতের নস্টালজিক কাব্য মোটামুটি লেগেছে ।

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৮

লিটল হামা বলেছেন: লাইনগুলা ভেঙে দিলাম। এবার দেখেন তো মামুন ভাই।

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: শীত লাগতেসে। :-& :-&

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৯

লিটল হামা বলেছেন: আমারও!

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ ! বেশ ছান্দিক কবিতা হামা ভাই !

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৯

লিটল হামা বলেছেন: থ্যাংকস অভি।

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কোবতে কিন্তু নিখাদ কবিতা।
আর কবিতা বলতে আপত্তি থাকলে বলতে হবে, কবিতা বুঝি না :)

এমন ভাবে মাঝে মাঝে কবিতা দিলে, ভালোলাগা বাড়ে :)

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪০

লিটল হামা বলেছেন: চেষ্টা করবো দূর্জয়।

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪

সাদরিল বলেছেন: শিতে কাপ্তে কাপ্তে আপনার কোবতে পড়লাম। ঠান্নডা গরম মিশিয়ে ভালোই ছিলো। অবলিক শব্দটি ভালো ছিলো।

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪১

লিটল হামা বলেছেন: থেঙ্কু।

১৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৭

অনাহূত বলেছেন: শীতবন
শীতবন

কবিতা অতোটা ভাল্লাগেনাই কয়েকটা লাইন ছাড়া। তবে ‘শীতবন’ শব্দটা পছন্দ হইসে।

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪১

লিটল হামা বলেছেন: থেংকু।

১৬| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৭

সায়েম মুন বলেছেন: শীতের রাত্রি, নরম কম্বল, ঘুমোনোর তাড়া নেই
-------আমার কথা কেমনে জানলেন। #:-S
কবিতা বেশ ভাল লেগেছে।

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪২

লিটল হামা বলেছেন: আরে আপনে ইনসম্নিয়াক ক্লাবের মেম্বার না! তেম্নে জানসি।

১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮

জাফরিন বলেছেন: কবিতাও লিখেন। কোনো দিক ছাড়াছাড়ি নাই!! ভালই :) :P

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪১

লিটল হামা বলেছেন: হ কুনো ছাড়াছাড়ি নাই। সামনে সিনেমায় পার্ট করুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.