নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছুট্ট দুষ্টু!

http://www.somewhereinblog.net/blog/Paranoid

লিটল হামা

হাসান মাহবুব

লিটল হামা › বিস্তারিত পোস্টঃ

বিকল্প

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৩



তুমি নেশার মত ভালো হলে,

ছলে বলে সুকৌশলে

আমাকে রেখো কুশলে

আমার কী আর ভাগ্যি লেখা

নৃত্যরতা চাঁদ কন্যায়?

আমি ওসবে ভুলছি না

খালি এ্যাশট্রেটা জানে

আমার সকল অন্যায়।

দেহের সাথে মিললে দেহ

আগুন জ্বলে নেই সন্দেহ

এই শীতে আর ওম পাবো কই

কার কাছে যাবো?

হস্তশিল্প চর্চা করে

চামড়ানলে জ্বলবে অনল

দেখ, মৃত টিয়া পাখির মুখে

ফুটছে কেমন বোল!

তুমি ধোঁয়ার মত আবছা হলে

এসো বরং মিথ্যে বলে

বাসার সবাই মৃত গরলে

আমার বাসায় কেউ থাকে না

ধোঁয়া এবং অগ্নিতরল

আমার মতো কেউ চেনে না

ওরা ভীষণ দিচ্ছে বাঁধা

তুমি এলে পরে নাকি

থাকবে না আর কিছু বাকি

এইটুকু রহস্য আমার থাক-

চাঁদপনা মেয়ে যাওগে তুমি

ছেড়ে আমার ধুম্রভূমি

তোমার অভিশাপেই আমি

হচ্ছি পুড়ে খাক!









মন্তব্য ৫৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
তুমি ধোঁয়ার মত আবছা হলে
এসো বরং মিথ্যে বলে



এটা গেয়ে ফেলেন হা-মা ভাই। সুর বসালেই নেচে উঠবে...

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫২

লিটল হামা বলেছেন: টেরাই দিয়া দেখি।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৫

মশিকুর বলেছেন:
চমৎকার! ছন্দময়।

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৩

লিটল হামা বলেছেন: ধন্যবাদ!

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: তুমি নেশার মত ভালো হলে,
ছলে বলে সুকৌশলে
আমাকে রেখো কুশলে

এইটুকুও বেশ হইছে। #:-S

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৪

লিটল হামা বলেছেন: জানি আসবে না তু্মি... ও মিরাবাই :((

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভাল্লাগলো। :)

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৫

লিটল হামা বলেছেন: থেংকু!

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৫

এম এ কাশেম বলেছেন: তুমি নেশার মত ভালো হলে,
ছলে বলে সুকৌশলে
আমাকে রেখো কুশলে
আমার কী আর ভাগ্যি লেখা
নৃত্যরতা চাঁদ কন্যায়?

দারুণ হইছে কবি ................
শুভ কামনা।

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৫

লিটল হামা বলেছেন: আমি কোবি। শুভকামনা।

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০

সকাল রয় বলেছেন:

তোমার অভিশাপেই আমি
হচ্ছি পুড়ে খাক!

.................................

ছন্দে ছন্দে.....

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৪

লিটল হামা বলেছেন: ধন্যবাদ সকাল।

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১২

ইমরাজ কবির মুন বলেছেন:
কঠিন ব্যাপারগুলা চমৎকার রিদমের আড়ালে ঢেকে গেসে, নাইস !

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৫

লিটল হামা বলেছেন: ইউ গট ইট!

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৬

মামুন রশিদ বলেছেন: অসাধারণ! খুব ভালো লেগেছে :)

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৫

লিটল হামা বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই!

৯| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আমার কী আর ভাগ্যি লেখা
নৃত্যরতা চাঁদ কন্যায়?
আমি ওসবে ভুলছি না
খালি এ্যাশট্রেটা জানে
আমার সকল অন্যায়। সুন্দর লাইনগুলো

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৫

লিটল হামা বলেছেন: থ্যাংকস।

১০| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: এখন একটা সুর দরকার :)

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৬

লিটল হামা বলেছেন: সুর পাচ্ছি না।

১১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:২০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হাসান ভাই. গান, ছন্দ ভালোলেগেছে... শুভকামনা...

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৬

লিটল হামা বলেছেন: ধন্যবাদ তুহিন।

১২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৩৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: হস্তশিল্প চর্চা করে
চামড়ানলে জ্বলবে অনল
দেখ, মৃত টিয়া পাখির মুখে
ফুটছে কেমন বোল!


ভালো লাগলো হাসান ভাই

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৬

লিটল হামা বলেছেন: ধন্যবাদ রাসেল।

১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: তুমি নেশার মত ভালো হলে,
ছলে বলে সুকৌশলে
আমাকে রেখো কুশলে

চমৎকার শুরু ।

কবিতা ভাল হয়েছে ভাই ।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৭

লিটল হামা বলেছেন: অনেক ধন্যবাদ।

১৪| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৭

ইখতামিন বলেছেন:
সুন্দর।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৭

লিটল হামা বলেছেন: অনেক ধন্যবাদ!

১৫| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

নাজিম-উদ-দৌলা বলেছেন: জটিল।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৭

লিটল হামা বলেছেন: তাই!

১৬| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগা রেখে গেলাম

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৮

লিটল হামা বলেছেন: রেখে দিলাম সযত্নে।

১৭| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৯

কয়েস সামী বলেছেন: ভাল্লাগা থাকলো!

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৮

লিটল হামা বলেছেন: থ্যাংকস!

১৮| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৯

সায়েম মুন বলেছেন: বাহ! বেশ সুরেলা।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৮

লিটল হামা বলেছেন: থেংকু।

১৯| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৮

বৃতি বলেছেন: মিরাবাঈ ইন্সপায়ার্ড লিরিক। ভাল লাগলো :)

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৯

লিটল হামা বলেছেন: এক্সাকটলি!

২০| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: লিটল হামার ছন্দ খেলা!
ঘুরতে থাকা প্লাস!! ....

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৯

লিটল হামা বলেছেন: থ্যাংকস অভি।

২১| ১৮ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৩

সোনালী ডানার চিল বলেছেন:
'দেহের সাথে মিললে দেহ
আগুন জ্বলে নেই সন্দেহ'

-- দারুন!! (পুরোটাই)

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৯

লিটল হামা বলেছেন: ধন্যবাদ কবি।

২২| ১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৩

মাহমুদ০০৭ বলেছেন: ছন্দটা ভাল লাগছে । সেই সাথে কবিতা ।
শুভেচ্ছা ।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১০

লিটল হামা বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদ।

২৩| ১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪

আমি ইহতিব বলেছেন: চাঁদপনা মেয়ে টার্মটা খুব ভালো লাগলো আর কবিতাটাও।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১০

লিটল হামা বলেছেন: থেংকু বিথী।

২৪| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৭

মোঃ আনারুল ইসলাম বলেছেন: খুব সুন্দর হয়েছে ভাই ।

মনে ছোট একটা জিজ্ঞাসা এটাও নাকি আপনি :-B :-B

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১০

লিটল হামা বলেছেন: লিখেই তো রাখসি ব্লগের ওপর।

২৫| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৫

সোমহেপি বলেছেন: দেহের সাথে মিললে দেহ
আগুন জ্বলে নেই সন্দেহ
এই শীতে আর ওম পাবো কই
কার কাছে যাবো?






=++++

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১১

লিটল হামা বলেছেন: থেংকু।

২৬| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৩

এহসান সাবির বলেছেন: তুমি নেশার মত ভালো হলে.......


প্রথমেই বাজীমাত...!!

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১১

লিটল হামা বলেছেন: থেংকিউ।

২৭| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৬

টুম্পা মনি বলেছেন: অনেক চমৎকার লেখা। অজস্র শুভকামনা। :D :D

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১১

লিটল হামা বলেছেন: থেংকু টুম্পা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.