![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ নিজামীর পেট খারাপ বলে
তুমি ছাগমনে বসে আছো
ফাকিস্তানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্যে এনে দেবো
করাচী থেকে কাঁঠালগাছের চিকন পাতা
ছাগু তুমি ল্যাদাবে লেজের ভাঁজে।
আজ তোমার মুখের কোণে লোল
বিন্পিও অবিরাম কাঁদে
জামাতের সাথে সাথে
বাআলের ঘাঁটে ঘাঁটে
আমি তোমার জন্যে এনে দেবো
পোঁদেলা সে জোট
বিচারক হয়ে যাবে তোমার আপন ভোট
ছাগু তুমি হাসবে দাঁড়ির ফাঁকে।
আজ তোমার চেতনা হারায় আলো
শকুনেরই ডানায় হানাদার করে ভর
যখন তখন করে না কোন ডর
আমি তোমার জন্যে এনে দেবো
আন্তর্জাতিক আর স্বচ্ছ বিচারের রায়
ছাগু তুমি হাসবে স্থগিতাদেশে।
০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:৩৮
লিটল হামা বলেছেন: ব্যাপারটা আসলে দুঃখজনক।
২| ২৫ শে জুন, ২০১৪ সকাল ১১:৫৭
হেডস্যার বলেছেন:
০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:৩৯
লিটল হামা বলেছেন:
৩| ২৫ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩২
এইচ তালুকদার বলেছেন: চ্রম হইছে
০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:৩৯
লিটল হামা বলেছেন:
৪| ২৬ শে জুন, ২০১৪ সকাল ১০:২৮
কাফের বলেছেন: ভালো লাগছে
০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:৪১
লিটল হামা বলেছেন:
৫| ২৮ শে জুন, ২০১৪ সকাল ১১:৩০
মামুন রশিদ বলেছেন: প্যারডি ভালো হইছে ।
০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:৪১
লিটল হামা বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।
৬| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:২৪
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: হা হা হা ....
১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৪
লিটল হামা বলেছেন: ব্যাপারটা আসলে ফানি না, স্যাটায়ার।
৭| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩০
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: তা তো বটেই .. আপনার লেখনীর ধরন দেখেই হাসছি ।
২০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫০
লিটল হামা বলেছেন: হু।
৮| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৭
ফ্রাস্ট্রেটেড বলেছেন: কি ছিলো এইটা !! :O
হাজার রকমের এক্সপ্রেশন আমার চেহারায়।
০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৬
লিটল হামা বলেছেন: ইঠা রিমেখ।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৪ রাত ১২:২৮
আহসানের ব্লগ বলেছেন: হা হা হা