নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছুট্ট দুষ্টু!

http://www.somewhereinblog.net/blog/Paranoid

লিটল হামা

হাসান মাহবুব

লিটল হামা › বিস্তারিত পোস্টঃ

বিরহকাল

২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৫

কেমন আছিস আমায় ছাড়া?

একাকী খুব, ছন্নছাড়া?

চোখের জলে ঝাঁপসা বালিস,

শুনছে কি তোর সকল নালিশ?

কেমন আছে ঠোঁট দুটো তোর?

সিক্ত ছোঁয়ার স্বপ্নে বিভোর?

আমারও যে কাঁদছে এ বুক,

ফুটবে কবে অধর শালুক?

কেমনে থাকি তোকে ছাড়া?

নিজকে দিই দোষ, 'হতচ্ছারা!'

আর একটিবার সুযোগ পেলে

স্বপ্নডানা পেখম মেলে,

উড়বে নাচবে গাইবে যে গান,

আমার বুকে মুখটি গুঁজে

শুভ্র সকাল পাবি খুঁজে,

ভুলে যাবি সকল অভিমান।

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩১

লেখোয়াড় বলেছেন:
আছি ভাল আছি খারাপ।
ভুল হলে করিস মাপ।

+++++++++++++++++++++++++

২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৫

লিটল হামা বলেছেন: এত্তগুলা প্লাসের জন্যে ধৈন্না!

২| ২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:০২

লিন্‌কিন পার্ক বলেছেন:
কবিটা কপি করে চাইছিলাম একজনের ইনবক্সে দিব সে দেখি আগেই আমারে আনফ্রেন্ড করে দিছে ! :|

২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৫

লিটল হামা বলেছেন: জেবনে কি আছে? খালি টেরাজেডি। যাই হোক, বেটার লাক নেক্সট টাইম। এই কোবতে দিয়া যদি কিছু করতে পারো, তাহলে আমাকে খাওয়াইতে হবে।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: দেখি আমি কাউরে ইনবক্সে দিতে পারি কিনা !
আপনি কিন্তু চাইলেই নিয়মিত ছন্দ কবিতা লেখার চর্চা টা করতে পারেন হামা ভাই !

৪| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৩

হাসান মাহবুব বলেছেন: আমার শুরুটাইতো ছন্দকবিতা নিয়ে। দেখি আরেকবার চেষ্টা করে , কিছু হয় নাকি!

৫| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

হামা ভাই ভালো লাগলো।

সুর দিলে শেয়ার করবেন আশারাখি।

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৬

লিটল হামা বলেছেন: সুর দিলে অবশ্যই শেয়ার দিবো।

৬| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আর একটিবার সুযোগ পেলে
স্বপ্নডানা পেখম মেলে,
উড়বে নাচবে গাইবে যে গান,
আমার বুকে মুখটি গুঁজে
শুভ্র সকাল পাবি খুঁজে,
ভুলে যাবি সকল অভিমান।

ছন্দময় কবিতায় ২য় লাইক, আর ++++

অনেক অনেক শুভকামনা লিটল হামা'র জন্য। (বিগ হামা কি মাইন্ড করবে? ;) :P )

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৮

লিটল হামা বলেছেন: অনেক ধন্যবাদ! বিগ হামা মাইন্ড খায়ালাইচে!

৭| ২৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

মামুন রশিদ বলেছেন: দারুণ! ছন্দ এবং বিষাদরস দুটোই আছে :)

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৮

লিটল হামা বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

৮| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০৬

অপূর্ণ রায়হান বলেছেন: ছন্দে ছন্দে দারুন ++++++++++++++

ভালো থাকবেন ভ্রাতা :)

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৯

লিটল হামা বলেছেন: আপনিও ভালো থাকবেন। শুভকামনা।

৯| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫২

এহসান সাবির বলেছেন: বাহ্‌ !

৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৭

লিটল হামা বলেছেন: থিংকু।

১০| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৪

আমিনুর রহমান বলেছেন:



আহা ! বেশ !!

৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৮

লিটল হামা বলেছেন: থেংস।

১১| ৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৫

নস্টালজিক বলেছেন: লিরিকটা সুন্দর। ছিমছাম সুন্দর। তোমার লিরিক লেখার হাত ভালো।

নস্টালজিকের সেকেন্ড এ্যালবামের কাজে যদি হাত দেই, তোমার লিরিক নিবো।

শুভেচ্ছা নিও।

১২| ৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৬

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস ব্রো! আই এ্যাম ইন্সপায়ার্ড!

১৩| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৩

টুম্পা মনি বলেছেন: ছন্দ ব্যাপারটা আমার সব সময়ই খুব পছন্দ। কুড়মুড় করে পড়া যায়।

০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০১

লিটল হামা বলেছেন: থেংকু টুম্পামনি।

১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪১

সায়েম মুন বলেছেন: সুরেলা গানের মত।

০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০২

লিটল হামা বলেছেন: অনেক ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.