![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা কিছু শিখেছি আমি সব কিছু বই
বোধ বুদ্ধি শিক্ষা জ্ঞানে সে আমার সই,
কালো অক্ষরেই তার ভরা আছে আলো
আমার জীবন দিশা উজ্জ্বল সাজালো।
জ্ঞানের উত্তাল ঢেউ চুপ করে আছে
পৃষ্ঠা উল্টালেই প্রাণ জগতের মাঝে,
লেখা আছে গতিপথ বেঁচে থাকা মর্ম
বাঁচিয়ে রাখা বন্দনা বই বই ধর্ম।
আসুক অনলাইন অ্যাপ্স ফেসবুক
বই ছাড়া বুঝবে না কোন ভুলচুক,
দু মলাটে ভরা আছে মহাজাগতিক
যত পারো বই পড়ো বুঝবে সার্বিক।
বই তাই আমাদের জীবনের পথ
নিশ্চুপ থেকেও বই দেয় তার মত।
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।