![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক নোবেলে ! ! ! ১০০ বছর ! ! ! !
বিশ্ব চলচ্চিত্রের প্রতিষ্ঠিত আইটেম যেমনঃ Full Length Films, Short Films, Documentary, TVC,Animated Films।
একটা পর্বে প্রত্যেকটা বিভাগের একটা করে চমৎকার সৃষ্টির সাথে পরিচয় করিয়ে দেয়া হবে। যেসব চলচ্চিত্রগুলো সমাজ বদলাতে পেরেছে, যেসব শর্ট ফিল্ম মানুষকে তাক লাগিয়ে দিয়েছে, যেসব টি ভি অ্যাডগুলো সকলকে ভাবিয়েছে যেসব এনিমেশন ছাড়িয়ে গেছে লাইভ একশনকে যেসব ডকুমেন্টারি দিয়েছে মাথা নষ্ট তথ্য সেসব নিয়ে আয়োজন স্টোরি বোর্ড নামের একটা অনুষ্ঠান।।
যেটা প্রচার করা প্রত্যেক শনিবার ৯.২০ এ SA TV তে। বাংলা ভাষায় এরকম অনুষ্ঠান আর নেই। সবরকমের, সব দেশের কমার্শিয়াল ফিল্মগুলোকে এড়িয়ে গিয়ে শুধুমাত্র অফ ট্রাকের ফিল্মগুলোকে নিয়ে সাজানো হয়েছে, স্টোরি বোর্ডের প্রত্যেকটি পর্ব।
এখন পর্যন্ত প্রচারিত হয়েছে ৫ টি পর্ব।
আজকে হবে আরেকটা পর্ব। ৬ নম্বর।
৫ টা পর্বই ইউটিউবে আছে।
নিচের লিঙ্ক দিলাম ঃঃ
১ম পর্বঃ
২য় পর্বঃ
৩য় পর্বঃ
৪র্থ পর্বঃ
৫ম পর্বঃ
১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৮
দিপ বলেছেন: ভাইয়া, আজকে দেখতে ভুলবেন না। আজকে আছে- Reservoir Dogs এবং Grave Of the Fireflies ।। আজকেরটা মিস কইরেন না।
২| ১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার উদ্যোগ । তবে বাংলাদেশের চলচ্চিত্র ,শর্টফিল্ম, এড কি দেখানো হবে ?
১১ ই মে, ২০১৪ সকাল ১১:০৩
দিপ বলেছেন: অবশ্যই। কেন হবে না।
আমার অস্তিত্ত্বের মুল্য আছে না।
বাংলা সিনেমা আগামী কাল থেকে আসবে
৩| ১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
কাফের বলেছেন: খুবই চমৎকার
তবে আমি টিভিতে সরাসরি দেখতে পারবো না
ইউটুবই ভরসা
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ
১১ ই মে, ২০১৪ সকাল ১১:০৩
দিপ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৪| ১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: চমতকার, সাবস্ক্রাইব করলাম। পোস্ট করতে থাকুন।
১১ ই মে, ২০১৪ সকাল ১১:০৫
দিপ বলেছেন: im on my way
৫| ১০ ই মে, ২০১৪ রাত ৮:০৯
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: আমেরিকা থেকে দেখা যায় না।
১১ ই মে, ২০১৪ সকাল ১১:০৬
দিপ বলেছেন: আচ্ছা, আমি দেখছি আপলোড করা যায় কিনা
৬| ২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৩
আমি সাদমান সাদিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ব্রো
৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৪
গেম চেঞ্জার বলেছেন: ব্লগে ফিরে আসার ঘোষণা দিছেন দেখলাম.......... ওয়েলকাম ব্যাক ব্রো......!!!!!!!!
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৫
দিপ বলেছেন: না এসে উপায় আছে কোন। এত ভালো ভালো মানুষ রেখে থাকা যায়।
যাইহোক, আমি বা আপনি থাকলেইতো স্বাদ মিটবে না ভাই। অন্য যারা এখন আর নেই, কিন্তু ফেসবুক আছেন তাদেরকে আনার একটা ব্যবস্থা করতে হবে।
সেইজন্য সৃজনশীল ভাবনার দরকার আছে- একটা সুনিদৃষ্ট পরিকল্পনার প্রয়োজন । আমার ফ্রেন্ডলিষ্টে যে ব্লগার আছেন তাদের সাথে কথা বলে দেখি। আমি জানি যে, আপনারা পাশে থাকবেন।
আরেকটা কথা শীতকালে শুধু যে বিয়ে করতে ইচ্ছে করে তাই নয়, ব্লগে ফিরতেও ইচ্ছে করে। শেষের তিনবার খুব ইচ্ছে হয়েছে। ২০১৬ তে চলেই এলাম।
৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৬
গেম চেঞ্জার বলেছেন: থ্যাংকস....
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:১০
হাসান মাহবুব বলেছেন: সাবাশ।