নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথহারা পথিকের মত আমি খুজে চলেছি স্বপ্নের গলি....স্বপ্নের গলির সন্ধান পেতে ছুটে চলেছি শহরের এ গলি থেকে ও গলি, এমন কি বাদ রাখিনি কানা গলি গুলোও। দিন শেষে বিষাদ আর ক্লান্ত দেহ নিয়ে ফিরে যাই আপন নীড়ে...

উন্মাদ বালক

মেতে আছি নষ্টামিতে....নষ্ট লোকেদের ভিড়ে।

উন্মাদ বালক › বিস্তারিত পোস্টঃ

স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী:P:P:P

১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০১

প্রতারণায় ক্ষুব্ধ স্ত্রী, স্বামীর পুরুষাঙ্গ দুইবার কেটে প্রতিশোধ নিয়েছেন। চীনের হুনান প্রদেশে এই ঘটনাটি ঘটেছে।


প্রথমবার স্ত্রী ফেং লাং এক জোড়া কাঁচি দিয়ে ঘুমন্ত স্বামী ফান লুংএর পুরুষাঙ্গ কেটে ফেলেন। ফান লুংকে হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা অপারেশন চালিয়ে বিচ্ছিন্ন পুরুষাঙ্গ শরীরের সাথে জোড়া দিলেও ক্ষুব্ধ স্ত্রী হাসপাতালেও হামলা চালান।


হাসপাতালে দ্বিতীয়বারের মত স্বামীর পুরুষাঙ্গ কেটে জানালা দিয়ে বাইরে ফেলে দেন ফেং লাং। রক্তাক্ত স্বামী সেই অবস্থায় হাসপাতাল থেকে বেরিয়ে স্ত্রীর সাথে মারামারিতে লিপ্ত হন।


এর পরই হাসপাতালের নিরাপত্তারক্ষীরা সেখানে গিয়ে দেখতে পান জোড়া দেয়া পুরুষাঙ্গ আবারো কেটে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। ডাক্তার ও পুলিশ মিলে হাসপাতালের বাইরে গিয়ে পুরুষাঙ্গের টুকরাটির খোঁজ করেন কিন্তু তা আর পাওয়া যায়নি।


হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা কোন কুকুর বা বিড়াল হয়তো টুকরাটি নিয়ে গেছে।
আক্রান্ত স্বামী তার স্ত্রীর মোবাইল থেকে তার এক প্রেমিকাকে ‘রসালো ই-মেইল’ পাঠিয়েছিলেন।


কিন্তু মেইল পাঠানোর পর তার ই-মেইল অ্যাকাউন্ট থেকে লগ-আউট করতে ভুলে গিয়েছিলেন স্বামী ফান লুং। ই-মেইলটি দেখার পর স্ত্রী ক্ষুব্ধ হয়ে এই কান্ডটি ঘটিয়ে বসেন।


ঘটনার পর স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২০

জকেট বলেছেন: সাবাস B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.