![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
1. বুয়েটে ভর্তির পরীক্ষা দেবার সময়
– তুমি মোর জীবনের সাধনা হৃদয়েরসুখের দোলা
2. চান্স পাবার পর
-- অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন
পেলাম খুজে এভূবনে আমার আপনজন
3. প্রথম ক্লাশের দিন –
আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে
4. প্রথম সেই ক্লাশমেটকে দেখবার পর –
বড় আশা করে এসেছি গো
কাছে ডেকে লও
ফিরাইও না
5. .বুয়েটে ক্লাশ ও পরীক্ষার পর
-- কি দেখারকথা কি দেখছি?
কি শোনার কথা কি শুনছি?
কি ভাবার কথা কি ভাবছি?
কি বলার কথা কি বলছি?
6. বুয়েটে ক্লাশ শুরু হবার কিছু দিন পর অনুভুতি
- শোন বন্ধু শোন
প্রাণহীন এইশহরের ইতিকথা
7. বুয়েটে প্রতিদিন ক্লাশ করতে যাওয়া নিয়ে আপনার মতামত
– আমি কষ্ট পেতেভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি
8. বুয়েটের ম্যাথ কোর্সের পর
-- সেই তুমি কেন এতো অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
9. বুয়েটের সেশনাল ও কুইজ নিয়ে মতামত
-- তুমি কী দেখেছ কভু
জীবনের পরাজয়?
দুঃখের দহনে, করুন রোদনে,
তিলে তিলে তার ক্ষয়।
10. বুধবার রাত নিয়ে আপনার মতামত
-- এই রাত তোমার আমার, ঐ চাঁদ তোমার আমার…শুধু দুজনে
11. PL ও টার্ম ভ্যাকেশনের ঠিক আগে
-- একদিন ছুটি হবে অনেক দূরে যাবো
নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো।।
যেখানে থাকবে না কোন বাধন
থাকবে না নিয়মের কোন শাসন।
12. PL ও টার্ম ভ্যাকেশনে
-- কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে।
মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে।
13. বুয়েটে থাকাকালে মা বাবাকে আমরা যা জানাই
--- আমাকে আমার মতো থাকতে দাও. আমি নিজেকে নিজের মতোগুছিয়ে নিয়েছি
14. বুয়েটে পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে
-- একপুরুষে গড়ে ধন
এক পুরুষে খায়
আর এক পুরুষ এসে দেখে
খাওয়ার কিছু নাই ( চোথা/নোট তৈরি ও আদান প্রদান)
15. টার্মফাইনালের সময়
-- ভুল সবই ভুল
এই জীবনের পাতায় পাতায়
যা লেখা, সে ভুল।
16.বুয়েট ভর্তি ও ১ টার্ম ক্লাশ করার পরমতামত
-- সত্য কি তেতো
সেকি জীবনের মত
বেচেও মোরা নাকি বিভেদের ক্ষত
17.বুয়েটের ১-১ এর রেজাল্টের পর অনুভূতি
-- কি আশায়বাঁধি খেলাঘর
বেদনার বালুচরে
18.যখন আপনার পছন্দের মানুষের CG আপনারচাইতে বেশি হয়
-- আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে
19.রেজাল্টেরপর আপনার সাথী চলে যাবার সময়
-- যেও না সাথী, ও ………
যেও না সাথী,
20.ছ্যাকা খাওয়ার পর অনুভূতি
-- মেয়ে তুমি কি দুঃখ চেনো,চেনো না
মেয়ে তুমি কি আকাশ চেনো, চেনো না
তবে চিনবে কেমন করে এই আমাকে।।
21.প্রজেক্ট ও অনলাইন অফলাইনের সময়
-- ডাকদিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
22.অফলাইনের ব্যাপারে আপনারমতামত
-- আমার একটা নির্ঘুম রাত
তোমার হাতে তুলে দিলেই
বুঝতেই তুমি কষ্ট কাকে বলে
23.যখন অনেকের কাছে কোডচাইবার পরেও কোড পাওয়া যায় না তখন
--- যদি তোর ডাক শুনে কেউনা আসে
তবে একলা চলো রে।
একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে।।
24.2-1 2-2 বুয়েট লাইফকে নিয়ে
-- আমিফাইসা গেছি, আমি ফাইসা গেছি,
আমি ফাইসা গেছি, মাইনকার চিপায়।
25.আপনার সেলিব্রেটি বন্ধুদের নিয়ে মন্তব্য
-- এতে নেই কোনো বিস্ময়
যার যত বেশী প্রচারণা
তারই এখন জয়।।
26.৩-১ ও ৩-২ এর সময়
--- জেনেশুনে বিষ করেছি পান
আমি জেনে শুনে বিষ করেছি পান
প্রাণেরও আশা ছেড়ে সপেঁছি প্রাণ।।
27.বুয়েট 4-1 এর শেষ দিকে
-- সখী, ভাবনা কাহারে বলে। সখী,যাতনা কাহারে বলে ।
তোমরা যে বলো দিবস-রজনী ‘ভালোবাসা’‘ভালোবাসা’—
সখী, ভালোবাসা কারে কয় ! সে কি কেবলই যাতনাময় ।
28.৪-২ এ আসার পর
-- কেনপিড়িতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
29.বুয়েটের একদম শেষ প্রান্তে এসে মতামত
-- আমার যাবার সময় হল দাও বিদায়
মোছ আঁখি দুয়ার খোল দাও বিদায়।।
30.বুয়েটের শেষ পরীক্ষাদেবার পর
-- আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি তোমায়
দেখতে আমি পাইনি
31.বুয়েটে৪-২ এর রেজাল্টের পর
-- শেষবলে কিছু নেই
সে শুধুশুরুর আরেক রং
32.বুয়েট লাইফ সম্প্রতি শেষ করার পর
-- যেখানে শুরুর কথা বলার আগেই শেষ
সেখানেই মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারি অভ্যেস।
ও যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছ
33. বুয়েটজীবন শেষ হবার পর অনুভূতি
-- মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
34.বুয়েট লাইফের পর চাকরী জীবনে অনুভূতি
-- আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি
আমায় আর কান্নার ভয় দেখিয়ে কোন লাভ নেই
আমি অগ্নিগিরির কাছে জ্বলতে শিখেছি
আমায় আর জ্বালানোর ভয় দেখিয়ে কোন লাভ নেই
35.প্রবাস জীবনে আপনার অনুভূতি
– হয়ত কিছুই নাহি পাব তবু দূর থেকেভালবেসে যাবো
36.বুয়েট থেকে বের হবার ১০ বছর পর
-- সে যেন আমার পাশে আজও বসে আছে
চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে
37.১০ বছর পর বুয়েটে এসে
-- পৃথিবী বদলে গেছে
যা দেখি নতুন লাগে।
তুমি আমি একই আছি
দুজনে যা ছিলাম আগে।।
38.বুয়েট লাইফে হারানো বন্ধুদের নিয়ে
-- কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোনফোন
কিছু কিছু এসএমএস পড়ে আর হাসবে না এ মন।
২| ১৬ ই মে, ২০১৫ দুপুর ১২:৩২
কাবিল বলেছেন: তোমারে লেগেছে এত যে ভাল চাঁদ বুঝি তা জানে
https://www.youtube.com/watch?v=9mtsuaXzxP8
৩| ১৬ ই মে, ২০১৫ দুপুর ১:১৬
মেশকাত মাহমুদ বলেছেন: অনেক কষ্ট করছেন ভাই। ধন্যবাদ।।
৪| ১৭ ই মে, ২০১৫ সকাল ১১:২৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: চরম ভাবে বিনোদিত হইলাম।
৫| ১৭ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৪
আরজু পনি বলেছেন:
হাহাহাহা
আমার কয়েকজন বন্ধুর অভিজ্ঞতার সাথে মিলিয়ে দেখছিলাম ....হাহাহাহাহাহা
সবারই কি তবে এক অবস্থা নাকি ?
অনেক মজার পোস্ট।
১৮ ই মে, ২০১৫ দুপুর ১২:১০
প্যারাডক্স123 বলেছেন: চেষ্টা করবো আরো ভালো কিছু পরবর্তীতে দেবার জন্য
৬| ১৭ ই মে, ২০১৫ বিকাল ৩:১৩
হাসান মাহবুব বলেছেন: দারুণ! শুধু বুয়েট না, অন্যান্য সরকারী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সাথেও ভালো মিলে যায়।
৭| ১৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
মনিরা সুলতানা বলেছেন: আহা
হাহাহাহা হ্যাব্বি লাইফ
সব কিছুর পর ও এক বাক্যে আমার সেই লাইফে ফিরে যেতে চাই .।
১৮ ই মে, ২০১৫ দুপুর ১২:১১
প্যারাডক্স123 বলেছেন: এই লাইফ সবাই বার বার ফিরে পেতে চায়
৮| ১৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:২১
অন্তু নীল বলেছেন: চমৎকার, অসাধারণ ।
৯| ২১ শে আগস্ট, ২০১৫ ভোর ৫:১৭
আমার বন্ধু রাশেদ বলেছেন: সামনের বুধবার শেষ টার্ম ফাইনাল দিবো ইনশা আল্লাহ্। বুয়েটের এই একটা জিনিসকে কখনো মিস করবো বলে মনে হয়নি। কিন্তু ৩০ নম্বর গানে এসে মনটা একটু উদাস হয়েই গেল। নির্ঘুম রাতগুলো মিস করবো
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৫ দুপুর ১২:১৪
সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !! ১ম ভালো লাগা রইলো।