![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক টুকরো হাসি ভুলিয়ে দিতে পারে জীবনের কষ্ট...
খাবারের স্বাদ বাড়াতে নানান পদের সস আমরা কিনে আনি কিন্তু সেগুলো যেমন দামী তেমনি গুণগত মান বা কতটুকু স্বাস্থ্যকর তাতে সন্দেহের বেশ অবকাশ আছে। কিন্তু আমরা চাইলেই খুব সহজে নিজের ঘরে তৈরী করতে পারি স্বাস্থ্যকর ম্যায়নাইস সস যা আপনার খাবারে পূর্ণ স্বাদ এনে দেবে। তাহলে জেনে নিন কি কি লাগছে এই সস তৈরী করতে।
উপাদানঃ
০১. সয়াবিন তেল ৫০০মিলি.
০২. ডিমের কুসুম ৪টি
০৩. ভিনেগার ৫০/৭৫ মিলি.
০৪. লেবুর রস ২মিলি.
০৫. ইংলিশ সরিষা ৫গ্রাম
০৬. লবণ পরিমাণ মতো
বিস্থারিত জানতে এখানে ক্লিক করুন।
নিত্যু নতুন খাবারের রেসিপি পেতে ফ্যাসবুক ফ্যান পেজে যোগ দিন।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩২
ধরো মারো কাটো বলেছেন: থ্যাংকুউউউ...
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫
স্বপনচারিণী বলেছেন: এটা খুবই কাজের জিনিস দিলেন। অনেক ধন্যবাদ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯
ধরো মারো কাটো বলেছেন: ধইন্য হইলাম...
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
আরজু পনি বলেছেন: