নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রাণ ভরে হাসুন, মন দিয়ে রাঁধুন।

হাসি কান্না, রান্না এই তিন নিয়েই এই সংসার। আসুন, হা হা হাসুন(কাঁদুন) আর রাঁধুন...

ধরো মারো কাটো

এক টুকরো হাসি ভুলিয়ে দিতে পারে জীবনের কষ্ট...

ধরো মারো কাটো › বিস্তারিত পোস্টঃ

সন্ধ্যার আড্ডায় ভেজিটেবল পাকুরা এবার তৈরী করুন নিজে নিজে, নিজের ঘরে!

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৬

সন্ধ্যায় বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেবেন আর মুখে কিছু দেবেন না এমনটি হয় কখনো? তাই মজাদার কোন খাবার হাতের কাছে পেলে আড্ডাটাও জমে উঠে সিরাম! :P তেলে ভাঁজা যেকোন কিছু সন্ধ্যার আড্ডাকে প্রাণবন্ত করে তুলে তাই এবার হাজির হলাম মুখরোচক ভেজিটেবল পাকুরা নিয়ে। ঝটপট নিজ হাতে তৈরী করুন ভেজিটেবল পাকুরা আর আড্ডাকে আরো প্রাণবন্ত করে তুলুন। তাহলে প্রথমে জেনে নেয়া যাক কি কি লাগছে ভেজিটেবল পাকুরা তৈরীতে।



উপাদানঃ

০১. আলু (পাতলা ফালি করে কাটা) ২৫০গ্রাম

০২. গাজর (পাতলা ফালি করে কাটা) ২৫০গ্রাম

০৩. বাঁধা কপি ২৫০গ্রাম

০৪. ফ্রেঞ্চ বীন ১০০ গ্রাম

০৫. লাল মচিরের গুঁড়ো ৩টেঃ চামচ

০৬. ময়দা দেড় কাপ

০৭. কেরম সীড ৪টেঃ চামচ

০৮. আদা ও রসুন বাটা কোয়ার্টার টেঃ চামচ

০৯. তেল ৫০০মিলি (ডীপ ফ্রাইয়ের জন্য)

১০. লবণ পরিমান মতো



এবার প্রস্তুত প্রণালীর জন্য দয়া করে এখানে ক্লিক করুন।

নিত্য নতুন খাবারে আপডেট পেতে ফেসবুকের ফ্যান পেজে লাইক দিন।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

আরজু পনি বলেছেন:

নাহ্, আপনি মনে হচ্ছে রান্নার প্রতি আমার আলসেমী ছুটিয়েই ছাড়বেন ! #:-S

ছবি সহ এমন করে বর্ণনা করলে চর্চা না করে উপায় থাকে বলুন !


আমার একটা পোস্ট দেখতে দা্ওয়াত দিলাম ;)

পোস্টটা আমার নিজস্ব ব্লগ সাইটে

Click This Link

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৩

ধরো মারো কাটো বলেছেন: বাপরে! আপনার রসনা বিলাস দেখে আমার জিভের জলে বন্যা হবার উপক্রম... :( আপনার কাছে আমার এগুলো তো কিছুই না! অসাধারণ। সব মিলিয়ে ব্লগটাকেও দারুন সাজিয়েছেন। সময় করে আবারো ঢুকবো, বুকমার্ক করে রেখে দিলাম।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

আরজু পনি বলেছেন:

ফেসবুকে ছবি সহ নিলাম, আপনার রেফারেন্স দিয়ে ।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৮

আরজু পনি বলেছেন:

রেফারেন্স হিসেবে ব্লগসাইটটার হিট বাড়াতে লিঙ্ক দিয়ে দিয়েছি । :D

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৪

ধরো মারো কাটো বলেছেন: অশেষ কৃতজ্ঞতায় কৃতজ্ঞ হয়ে রইলাম... :)

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৫

স্বপনচারিণী বলেছেন: চালের গুড়া অথবা কর্ণ ফ্লাওয়ার এড করলে বেশি মচমচে হবে।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৭

স্বপনচারিণী বলেছেন: একটা ডিমও এড করতে পারেন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৫

ধরো মারো কাটো বলেছেন: আমি যে উপাদান দিয়েছি, এগুলোকে বেসিক বলতে পারেন। স্বাদ বাড়ানোর জন্য অনেক কিছুই এড করা যেতে পারে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.