![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক টুকরো হাসি ভুলিয়ে দিতে পারে জীবনের কষ্ট...
মাশরুমের ঔষধী গুণা গুণ সম্পর্কে আমরা সবাই কম বেশি জ্ঞাত, আর স্বাদও অতুলনীয়। বিভিন্ন ফাস্ট ফুডের সাথে আজকাল মাশরুমের ব্যবহার অপরিহার্য্য হয়ে উঠেছে। ফাস্ট ফুডের বেলাতে মাশরুমের প্রয়োজনীতার পরিপ্রেক্ষিতে স্লোগান হতে পারে "মাশরুম ছাড়া আমার চলেই না।" এই মাশরুম দিয়ে নানান রকম মুখরোচক খাবার তৈরী করা হয়ে থাকে, তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম সুস্বাদু ক্রিম অব মাশরুম তৈরীর পুরো প্রক্রিয়া। তাহলে তৈরী হয়ে নিন, প্রথমে জেনে নিই কি কি লাগছে ক্রিম অব মাশরুম তৈরীতে।
উপাদানঃ
০১. মাশরুম ৪৫০ গ্রাম
০২. পেঁয়াজ (ফালি করে কাটা) ১টা (বড়)
০৩. রসুন (থেতলানো, ভাঁজা) আধা টেঃ চাঃ
০৪. বাটার ৫০ গ্রাম
০৫. ময়দা ৫০ গ্রাম
০৬. গুঁড়ো দুধ ৩০০ গ্রাম
০৭. চিকেন স্টক ৬০০ মিলি.
০৮. গুল মরিচের গুঁড়ো ১ চিমটি
০৯. লবণ পরিমান মতো
সাজানোর জন্য
০১. ক্রিম ১৫০মিলি.
০২. পার্সলি ১ টেঃ চাঃ
রান্নার পুরো প্রণালীটা জানার জন্য দয়া করে এখানে ক্লিক করুন।
নিত্য নতুন রেসিপির আপডেট পেতে ফেসবুকের ফ্যান পেজে লাইক দিন।
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭
ধরো মারো কাটো বলেছেন: ধন্যবাদ।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৮
নাসরীন খান বলেছেন: জানা ছিল তবুও পড়লাম।
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২
ধরো মারো কাটো বলেছেন: ধন্যবাদ আপনাকে...
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১২
বিচছু বলেছেন: কেন যে ভাই পুরা পোস্ট না লেইখ্যা দেন
রান্নার পুরো প্রণালীটা জানার জন্য দয়া করে এখানে ক্লিক করুন। এটা দিলে বল্গপোস্ট সাইটে ভিজিট করমু এতই যদি রান্না শিখানোর গরজ থাকে তাইলে দুআ কইরা পুরা অনুবাদ পোস্ট দেন আর যদি আংরেজিতে সমস্যা থাকে তয় ইংলিশে কাটপেস্ট করেন
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৮
ধরো মারো কাটো বলেছেন: সব এইখানে দিলে ব্লগের কি অবস্থা হবে ভাই? ব্লগটাও তো চালানো দরকার, তাইনা? ধন্যবাদ মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭
আমিনুর রহমান বলেছেন:
ভালো +++