![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক টুকরো হাসি ভুলিয়ে দিতে পারে জীবনের কষ্ট...
খাবারের স্বাদ বাড়াতে আমরা কত কিছুই না যুক্ত করি খাবারের সাথে, সস হচ্ছে তেমনি একটি উপাদান যা খাবারের স্বাদকে কয়েক গুন বাড়িয়ে দেয়। এবার তবে আর কথা না বাড়িয়ে ঝটপট বানিয়ে নিই ককটেল সস। যা আমাদের খাবারকে করে তুলবে অতুলনীয়! যথারীতি প্রথমেই জানিয়ে দিচ্ছি কি কি লাগছে ককটেল সস তৈরীতে।
উপাদানঃ
০১. ম্যায়নাইজ সস ৫টেঃ চাঃ
০২. টমেটো সস ২ টেঃ চাঃ
০৩. টবাসকো সস কোয়ার্টার টেঃ চাঃ
০৪. লবণ পরিমাণ মতো
০৫. গুল মরিচের গুঁড়ো ২ চিমটি
০৬. লেবুর রস ১ টেঃ চামচ
০৭. অলিভ ওয়েল ১ টেঃ চামচ
০৮. চিনি পরিমান মতো
এবার তবে দয়া করে প্রাণালী জানার জন্য এখানে ক্লিক করুন।
নিত্য নতুন খাবারের আপডেট পেতে ফেসবুকের ফ্যান পেজে লাইক দিন।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪
ধরো মারো কাটো বলেছেন: আপনার পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনা করলাম। ধন্যবাদ ও শুভ কামনা।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩
স্বপনচারিণী বলেছেন: ও...... তাহলে এই হল ককটেল সস!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০১
ধরো মারো কাটো বলেছেন: হ... কিন্তু এইটা দিয়া (ককটেল) কাউকে ঘুষি (আঘাত) করতে পারবেন না, খুশি করতে পারবেন।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৮
আমিনুর রহমান বলেছেন:
আপনি প্রতিটি বেশ কয়েকটা করে রেসিপি দিয়ে যাচ্ছেন। চমৎকার কাজ করছেন। কিন্তু যদি একটা পোষ্ট অনেকগুলো রেসিপি দিলে এতগুলো পোষ্ট দেয়ার চেয়ে একটা দেয়া ভালো না ! তাতে সবারই জন্যই ভালো হতো।
শুভ কামনা।