নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রাণ ভরে হাসুন, মন দিয়ে রাঁধুন।

হাসি কান্না, রান্না এই তিন নিয়েই এই সংসার। আসুন, হা হা হাসুন(কাঁদুন) আর রাঁধুন...

ধরো মারো কাটো

এক টুকরো হাসি ভুলিয়ে দিতে পারে জীবনের কষ্ট...

ধরো মারো কাটো › বিস্তারিত পোস্টঃ

শেষ রাতের শেষ রেসিপি, চটকদার রেসিপি ভিনাইগ্রেট! ইটস গ্রেট!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১২

নামটার মধ্যেই গ্রেট আছে! ভাবেও গ্রেট, কাজেও গ্রেট, এবারের রেসিপির নাম ভিনাইগ্রেট। স্বাদ এবং কাজে বুরহানীর সমমান, কিংবা যারা টেষ্ট করছেন তারা বুরহানীর চেয়েও ভিনাইগ্রেটকে এগিয়ে রাখবেন। তাহলে শুরু হয়ে যাক ভিনাইগ্রেট তৈরীর মিশন! বরাবরের মতোই জেনে নেয়া যাক কি কি থাকছে ভিনাইগ্রেট তৈরীর তালিকায়।



উপাদানঃ

০১. অলিভ ওয়েল ১০মিলি.

০২. ভিনেগার ২৫মিলি.

০৩. লবণ ১ চিমটি

০৪. গুল মরিচ গুঁড়ো ১ চিমটি

০৫. ফ্রেঞ্চ মাস্টার্ড ৫০গ্রাম

০৬. চিনি পরিমান মতো



এবার তবে দয়া করে প্রণালী জানার জন্য এখানে ক্লিক করুন। (মাইন্ড কইরেন না ভাই বোনেরা, সাইট'টা ও যে চালাতে হবে, সব এখানে দিয়ে দিলে সাইটের কি হবে?)

নিত্য নতুন রেসিপি পেতে ফেসবুকের ফ্যান পেজে লাইক দিন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

আরজু পনি বলেছেন:

অফ টপিক :
আগে বলেন 'কেরম সিড' কোনটা / ছবি দিলে ভালো হয়, অথবা নেট থেকে পাওয়া কোন লিংক দিলে ভালো হয় ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯

ধরো মারো কাটো বলেছেন:

ক্যারম সীডের বাংলাটা আমার ঠিক জানা নেই বা এই মুহুর্তে মনে পড়ছেনা। ছবি দিলাম, দেখুন চিনতে পারেন কিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.