![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক টুকরো হাসি ভুলিয়ে দিতে পারে জীবনের কষ্ট...
বেশির ভাগ মানুষেরই পছন্দ স্যুপ জাতীয় খাবার, স্যুপের ব্যাপারটাই আলাদা নামের সাথে কেমন যেন একটা আভিজাত্য জড়িয়ে আছে। আর অভিজাত যে কোন কিছুর জন্যই আমাদের চড়া মূল্য দিতে হয়! কিন্তু নিজেই যদি এই স্যুপ রাঁধতে পারেন তাহলে সেটা দামে যেমন সাশ্রয়ী হবে তেমনি ভাবে এটা হবে মান সম্পন্ন ও স্বাস্থ্যকর। তাহলে দেখে নেয়া যাক চিকেন স্যুপ তৈরীতে উপাদান হিসেবে কি কি থাকছে।
উপাদানঃ
০১. চিকেন স্টক ১লিঃ
০২. চিকেন (বোনলেস) ২০০ গ্রাম
০৩. রসুন (ফালি করে কাটা) ১টেঃ চাঃ
০৪. বাটার ৫০০ গ্রাম
০৫. ময়দা ১০০গ্রাম
০৬. লবণ পরিমান মতো
০৭. চিনি ২ টেঃ চাঃ
০৮. মিল্ক ক্রিম ৫০ গ্রাম
১০. মিল্ক/দুধ ১০০মিলি.
এবার তবে রান্নার প্রক্রিয়া জানার জন্য দয়া করে এখানে ক্লিক করুন।
নিত্য নতুন খাবারের রেসিপি পেতে ফেসবুকের ফ্যান পেজে লাইক দিন।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০২
ধরো মারো কাটো বলেছেন: অর্ধেক পোষ্ট সামুতে পড়ে বাকি অর্ধেক আমার নিজস্ব ব্লগে গিয়ে পড়ার ধৈর্য্য থাকলে আমার রেসিপির পোষ্টগুলো পড়তে আসবেন আদারওয়াইজ এই দিকে পা মাড়াবেন না... থ্যাংকুউ।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১২
দি সুফি বলেছেন: প্রতিদিন আপনার ব্লগের লিঙ্কসহ ৩টা অর্ধ পোষ্ট প্রসব করা বন্ধ করেন, তাহলে আর রিপোর্ট করার জন্য পা মাড়াতে হবে না।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪
দি সুফি বলেছেন: সংযোজনঃ আপনি আপনার ব্লগের প্রচারনাটা আরো সুন্দরভাবে করতে পারতেন যদি পুরো পোষ্টটাই এখানে দিতেন, এবং পোষ্ট শেষে আপনার ব্লগের লিঙ্ক দিতেন, এবং দৈনিট ৩টা করে পোষ্ট প্রসব না করে, এক পোষ্টেই ৩-৪ টা রেসিপি দিতেন!
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
দি সুফি বলেছেন: পুরোটা ব্লগে দিতে পারলে পোষ্ট করেন। নয়ত পোষ্ট করা বন্ধ রাখেন।