![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক টুকরো হাসি ভুলিয়ে দিতে পারে জীবনের কষ্ট...
টমেটো প্রধানত শীতকালীন সবজি হলেও এখন সার বছর জুড়েই কাঁচা বাজারে পাওয়া যায়। আমাদের অনেকেরই ধারণা টমেটো হলো আমাদের বাংলা সিনেমার পার্শ্ব অভিনেতার মতোই, যার কোন নিজস্বতা থাকবে না। প্রধাণ চরিত্রের উপর তাকে নির্ভর করতে হয়, কিন্তু এই ধারণা ভুল। টমেটোকে চাইলে আপনি মূল ভূমিকাতেও অভিনয় করাতে পারেন। আপনার উপরই তা নির্ভর করছে, এবার তবে আমরা টমেটোকে দিয়ে কেন্দ্রীয় চরিত্রে কাজে লাগিয়ে ঝটপট তৈরী করে নেবো ক্রিম অব টমেটো স্যুপ, আপনিও তৈরী হয়ে নিন কোমরে গামছা বেঁধে, রাঁধতে!
উপাদানঃ
০১. চিকেন স্টক ১লিঃ
০২. টমেটো (ব্লেন্ডেড) আধা কাপ
০৩. রসুন (ভাঁজা) ১টেঃ চাঃ
০৪. বাটার ৫০ গ্রাম
০৫. ময়দা ১০০ গ্রাম
০৬. লবণ পরিমান মতো
০৭. চিনি ২টেঃ চাঃ
০৮. গুল মরিচ ২চিমটি
০৯. মিল্ক ১০০মিলি.
১০. মিল্ক ক্রিম ৫০গ্রাম
এবার তবে মূল প্রণালী জানতে দয়া করে এখানে ক্লিক করুন।
নিত্য নতুন খাবারের আপডেট পেতে ফেসবুকের ফ্যান পেজে লাইক দিন।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৪
ধরো মারো কাটো বলেছেন: টমেটোর চা এখনো টেস্ট করা হয়নি, আপনার টেষ্ট করা থাকলে রেসিপিটা দিয়ে রাখবেন...
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯
বাবু ইসলাম বলেছেন: রেসিপি তো বলতে পারবনা,তবে মর্ডান হারবাল গ্রুপের টমেটো চা(টি ব্যগ) আছে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪
ধরো মারো কাটো বলেছেন: ওহ, ধন্যবাদ সুন্দর তথ্যের জন্য। খোজ নিয়ে দেখবো।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
বাবু ইসলাম বলেছেন: আপনাকে ধইনাপাতা। টমেটো চা খেয়েছেন.