![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক টুকরো হাসি ভুলিয়ে দিতে পারে জীবনের কষ্ট...
শুধু ইচ্ছে থাকলেই আপনি খুব সহজে চিকেন স্টক রেঁধে ফেলতে পারেন চোখের পলকে! চিকেন স্টক এমন একটা সুস্বাদু খাবার যা একাই একশ বা একশতে এক! মানে কেবল মাত্র চিকেন স্টক দিয়েই আপনি লাঞ্চ বা ডিনার সেরে ফেলতে পারেন আবার বিভিন্ন রকমের রান্নার সাথেও চিকেন স্টকের ব্যবহার করতে পারেন। গতকালকের চিকেন কর্ণ স্যুপে চিকেন স্টক ব্যবহার করেছিলাম উপাদান হিসেবে। যাহোক, এবার জেনে নিই কি কি লাগছে চিকেন স্টকে।
উপাদানঃ
০১. মুরগীর হাড় মাংশ ৫০০ গ্রাম
০২. পেঁয়াজ ১টা (মাঝারী)
০২. গাজর ১টা মাঝারী
০৪. তেজপাতা ১টি
০৫. রসুন ২/৩ কোয়া
০৬. ব্ল্যাক পিপার ৪/৫ টি
০৭. আদা কুচি করে কাটা ১ চা চাঃ
০৮. লবণ পরিমান মতো
০৯. পানি ২ লিঃ
এবার তবে প্রস্তুত প্রণালী জানার জন্য দয়া করে এখানে ক্লিক করুন।
নিত্য নতুন রেসিপির আপডেট পেতে ফেসবুকের ফ্যান পেজে লাইক দিন।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৬
ধরো মারো কাটো বলেছেন: আশা করি এতক্ষণে আপনার ক্ষিধে মিটেছে, আর যদি না মিটে তবে আপনার ইমেইল এড্রেস দিন পাঠানোর ব্যবস্থা নিচ্ছি! ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
রাতুল_শাহ বলেছেন: হুম
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৬
ধরো মারো কাটো বলেছেন:
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩১
স্বপনচারিণী বলেছেন: ছবিতে স্টকে তেল ভাসে কেন? বাড়তি তেল দেননাই তো? আচ্ছা বুঝলাম, ওইটা মুরগীর নিজের তেল। রান্ধুমনে একসময়।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
ধরো মারো কাটো বলেছেন: হা হা হা, বুঝচ্ছেন...
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
সাদা মনের মানুষ বলেছেন: ভাই কাটাকুটি, আগেই কইছি আমি রান্না জানিনা, পারলে রান্না কইরা দাওয়াত দেন, আমি খাইতে ভালোবাসি, এমন কি খাবারের ছবি দেখলেও আমার ক্ষিদা লাগে, যেমন এখন লাগছে