নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রাণ ভরে হাসুন, মন দিয়ে রাঁধুন।

হাসি কান্না, রান্না এই তিন নিয়েই এই সংসার। আসুন, হা হা হাসুন(কাঁদুন) আর রাঁধুন...

ধরো মারো কাটো

এক টুকরো হাসি ভুলিয়ে দিতে পারে জীবনের কষ্ট...

ধরো মারো কাটো › বিস্তারিত পোস্টঃ

কসাই কাদেরের ফাঁসির রায় হয়েছে আর এই খুশিতে ভালো কিছু রাঁধবেন না তা কি হয়? রাঁধুন আপেল পাই...

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

কসাই কাদেরের ফাঁসির রায় হয়েছে আর এই খুশিতে ভালো কিছু রাঁধবেন না তা কি হয়? রাঁধুন আপেল পাই, নিজের হাতে, প্রিয়জনদের দাওয়াত করে খাওয়ান! আমাকেও দাওয়াত করতে ভুলবেন না কিন্তু!



উপাদানঃ

প্রথম পার্টঃ


০১. ময়দা - ১৭৫গ্রাম

০২. লবণ - পরিমান মতো

০৩. মার্গারিন - ১০০গ্রাম

০৪. চিনি - ২৫গ্রাম

০৫. লেবুর রস - ১টেঃ চাঃ

০৬. ডিমের কুসুম - প্রয়োজন মতো



দ্বিতীয় পার্টঃ

০১. আপেল সিদ্ধ - ১ কেজি

০২. চিনি - ৭৫গ্রাম

০৩. দারচিনি - ১টেঃ চাঃ



এবার তবে দয়া করে প্রণালী জানতে এখানে ক্লিক করুন।

নিত্য নতুন রেসিপি পেতে ফেসবুকের ফ্যান পেজে লাইক দিন।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৩

নতুন বলেছেন: আপনিতো বিএনপির মতন কাজ করলেন.... প্রেস ব্রিফিংএ বইসা রইলেন কিন্তু কিছুই কইলেন না...

রেসিপি দিয়ে লিংক ধরাইয়া দিলৈন... ;)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

ধরো মারো কাটো বলেছেন: লিংক ধৈরা হাঁটেন আরো অনেক কিছুই পাবেন... :)

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১১

ডরোথী সুমী বলেছেন: রেসিপি পড়িনি। যেদিন বানানোর প্রস্তুতি নেব সেদিন ডিটেইলস পড়বো। ধন্যবাদ, সুন্দর একটি রেসিপির জন্য

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৬

ধরো মারো কাটো বলেছেন: ধন্যবাদ আপনাকে... আশা করি কোন একদিন তৈরী করে নেবেন।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

স্বপনচারিণী বলেছেন: আমিও তাই করবো। বানানোর আগে দেখে নেবো।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৭

ধরো মারো কাটো বলেছেন: ঠিকাছে... :)

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২২

লিঙ্কনহুসাইন বলেছেন: রায়ে রায়ে দিন ফুরালো লাভ কী হলো তাতে?
কাজ কী হলো পড়ে থেকে ঐ ছলাকলার পাতে?
চলে গেল কিছু সময় আন্দোলনের ছলে পার,
ভাবতে পারো সময়গুলো পাবে না ফিরে আর !!
মন কী বলে এটাই .... শেষ বিকেলের আলোয়
পারলে এ মাসেই কাদের মোল্লার ফাসি দিয়ে ফেলো ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৮

ধরো মারো কাটো বলেছেন: শেষ বিকেলের আলোয়
পারলে এ মাসেই কাদের মোল্লার ফাসি দিয়ে ফেলো ।
দাবী এখন একটা ফাসির রায় দ্রুত কার্যকর করা হোক।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৫

আমি ব্লগার হইছি! বলেছেন: লিন্কন হুসাইনের কবিতার পর নতুন করে কোন কথা হবে না!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৯

ধরো মারো কাটো বলেছেন: হুম...

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৮

দুঃস্বপ্০০৭ বলেছেন: ছাগুদের গদাম দিলে জাতীয়তাবাদী পরিচয় দেওয়া হেফাজতি ছাগুর জ্বলে কেন

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩০

ধরো মারো কাটো বলেছেন: দুটাই যে এক ঘাটে জল খায়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.