নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রাণ ভরে হাসুন, মন দিয়ে রাঁধুন।

হাসি কান্না, রান্না এই তিন নিয়েই এই সংসার। আসুন, হা হা হাসুন(কাঁদুন) আর রাঁধুন...

ধরো মারো কাটো

এক টুকরো হাসি ভুলিয়ে দিতে পারে জীবনের কষ্ট...

ধরো মারো কাটো › বিস্তারিত পোস্টঃ

সুস্বাদু চিকেন দোপেয়াজা রাঁধুন, নিজের হাতে, নিজের ঘরে!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১১

চিকেন দিয়ে যে কয়েকটি স্পেশাল রেসিপি আছে ব্যক্তিগত ভাবে আমার কাছে চিকেন দোপেয়াজা অন্যতম। অসাধারণ স্বাদ আর সুগন্ধ! আমার মতো নিশ্চয় আরোও অনেকের প্রিয় তালিকায় আছে চিকেন দোপেয়াজার নাম? যাহোক এবার তবে তৈরী হয়ে নিন চিকেন দোপেয়াজা তৈরী করার জন্য।



উপাদানঃ

০১. চিকেন - আধা কেজি

০২. তেল - আধা কাপ

০৩. পেঁয়াজ স্লাইসড - ১ কাপ

০৪. রসুন বাটা - ১টেঃ চাঃ

০৫. আদা বাটা - ১টেঃ চাঃ

০৬. কাঠ বাদাম ও নারকেল - ৩টেঃ চাঃ

০৭. গুঁড়ো মরিচ - ২টেঃ চাঃ

০৮. হলুদ গুঁড়ো - আধা টেঃ চাঃ

০৯. এলাচ - ৩/৪টা

১০. দারচিনি ১ইঞ্চি মাপের - ৩/৪টি

১১. টমেটো কেচাপ - আধা কাপ

১২. কাঁচা মরিচ - ৪/৫টা

১৩. ক্যাপসিকাম (কিউব কাট) - ৫০গ্রাম

১৪. টমেটো (কিউব কাট) - ১০০গ্রাম

১৫. লবণ - পরিমান মতো

১৬. ধনে পাতা( চোপড) ১টেঃ চাঃ

১৭. পেঁয়াজ (কিউব কাট) দেড় কাপ



এবার তবে দয়া করে প্রস্তুত প্রণালী জানতে এখানে ক্লিক করুন।

নিত্য নতুন রেসিপির আপডেট পেতে ফেসবুকের ফ্যান পেজে লাইক দিন।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৫

সাজিদ ঢাকা বলেছেন: স্লাকুম স্লাকুম , , দাওয়াত চাই :P

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

ধরো মারো কাটো বলেছেন: ওয়ালাইকুম সালাম ভাই... দাওয়াত দিলাম। :)

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৭

পরোবাশি২০১৩ বলেছেন: Apni to ghono ghono recipe dichhen! eta na khetei ar ek ta...Give me some time to eat...Thanks

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫১

ধরো মারো কাটো বলেছেন: ভাই, আমার তো ইচ্ছে ছিলো প্রত্যেক দিন তিন বেলা তিনটা রেসিপি দিবো কিন্তু দুইটা রেসিপি দিয়ে আর কুলিয়ে উঠতে পারছিনা... :(

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১২

েবনিটগ বলেছেন: =

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

ধরো মারো কাটো বলেছেন: হুম...

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

স্বপনচারিণী বলেছেন: চালাকি করেন তাই না! মুরগীতো এমনিই মজা। সেদ্ধ হোক আর ভাজা। তারপরও কিঞ্চিৎ আগ্রহ অনুভব করলাম। তাই......পোস্টে আসলাম।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৫

ধরো মারো কাটো বলেছেন: চালাকি কৈরা কোন লাভ হৈলো মনু? হেইয়া তো মুই ধরা পৈরা গ্যালাম! :(

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬

ডরোথী সুমী বলেছেন: হুম! খেতে মজাই হবে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

ধরো মারো কাটো বলেছেন: অবশ্যই মজা হবে, মজা না হলে রেসিপি ফেরত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.