নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রাণ ভরে হাসুন, মন দিয়ে রাঁধুন।

হাসি কান্না, রান্না এই তিন নিয়েই এই সংসার। আসুন, হা হা হাসুন(কাঁদুন) আর রাঁধুন...

ধরো মারো কাটো

এক টুকরো হাসি ভুলিয়ে দিতে পারে জীবনের কষ্ট...

ধরো মারো কাটো › বিস্তারিত পোস্টঃ

এই সন্ধ্যায় শামি কাবাব খাবেন? খেতে চাইলে আসুন, নিজ হাতে রাঁধুন...

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৭

খাবারটার নামের মধ্যেই একটা পুরুষোচিত ভাব আছে, অবশ্য শুধু নামে নয় স্বাদেও! আমার কাছে ভীষণ পছন্দের একটা খাবার হলো শামি কাবাব। আমি এখানে বীফ দিয়ে তৈরী করেছি, কিন্তু অনেকেই হয়তো বিবিধ কারণে বীফ পছন্দ করেন না বা খান না, তারা ইচ্ছে করলে বীফ এর পরিবর্তে মাটন দিয়েও তৈরী করে নিতে পারেন সুস্বাদু শামি কাবাব। তাহলে কথা না বাড়িয়ে তৈরী করে ফেলি এখুনি।



উপাদানঃ

০১. বীফ (কিমা) - ৫০০গ্রাম

০২. বুটের ডাল (বাটা)- ২টেঃ চাঃ

০৩. পেঁয়াজ (ফালি করে কাটা) - ১টি বড়

০৪. গরম মশলা গুঁড়ো - ১চা চাঃ

০৫. এলাচ (সবুজ) - ২টি

০৬. দারচিনি ২ইঞ্চি স্টিক - ১টি

০৭. লবঙ্গ - ৩টি

০৮. রসুন (ফালি করে কাটা) - ১টেঃ চাঃ

০৯. আদা (ফালি করে কাটা) - ১টেঃ চাঃ

১০. গুল মরিচ - ৫/৬টি

১১. গুঁড়ো মরিচ - ১চা চাঃ

১২. জৈত্রী গুঁড়ো - আধা চা চাঃ

১৩. ডিম (ফাটানো) - ১টি

১৪. ধনিয়া গুঁড়ো আধা চা চাঃ

১৫. লেবুর রস - ১ চা চাঃ

১৬. ধনে পাতা - কয়েকটি

১৭. মিন্ট পাতা - কয়েকটি

১৮. ঘি - প্রয়োজন মতো (শ্যালো ফ্রাইয়ের জন্য)

১৯. লবণ - পরিমান মতো



এবার তবে দয়া করে প্রস্তুত প্রণালী জানতে এখানে ক্লিক করুন।

নিত্য নতুন রেসিপির আপডেট পেতে ফেসবুকের ফ্যান পেজে লাইক দিন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫৫

ঢাকাবাসী বলেছেন: ১৯ পদের র মেটেরিয়াল!! খাইছে, কাবাব খাওনের কাম নাই।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

ধরো মারো কাটো বলেছেন: ১৯ দেখে করিসনে ভয় আড়ালে তা একটা'ই (কাবাব) ভাসে! হা হা হা। ধন্যবাদ ভাই, মন্তব্যের জন্য...

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৬

স্বপনচারিণী বলেছেন: আমি একবার বানিয়েছিলাম। এতো মসলার ঝামেলা এড়াতে কেনা কাবাব মসলা দিয়েছিলাম। নাস্তায় পরিবেশন করেছিলাম। মন্দ হয়নি।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৪

ধরো মারো কাটো বলেছেন: কাবাব মশলা কিন্তু এই সব মশলার সংমিশ্রণ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.