নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ফ্রিল্যান্সার। আমি ঘুরতে ও কন্টেন্ট বানাতে খুব পছন্দ করি। আর অন্যতম পছন্দ হল ব্লগ করতে।
একটা সময় ছিলো যখন একটা নির্দিষ্ট ফোন
নাম্বার সবসময়ই কল লিস্টের প্রথমেই থাকতো।
নাম্বারটা খুজতে কন্টাক্ট লিস্টে বা ফোন বুকে
যাওয়ার প্রয়োজন ছিলো না।
.
সেই একই নাম্বার একটা সময় চলে যায় yesterday
তে। তারপর চলে যায় আরো পেছনের
তারিখে। এভাবে একটা সময় আর ডায়াল, রিসিভ বা মিস
কল লিস্টেও নাম্বারটা থাকে না। নাম্বার টা কন্টাক্ট বা
ফোন বুকে ঘুমিয়ে থাকে।
.
হঠাৎ হঠাৎ নাম্বারটাতে কল দিতে ইচ্ছে করে।
খুঁজে বের করে কল দিবো-কি দিবো না, এই
নিয়ে দ্বিধা দ্বন্দ্বে কিছুক্ষণ সময় পার করে "না
থাক " এটা বলে আর কল দেওয়া হয় না। তারপর
একটা সময় আসে যখন হঠাৎ আর কল দিতেও
ইচ্ছে করেনা।
.
স্মৃতি তে ধুলো জমে,,, ঝাপসা হয়ে যায় সব
অতীত। তারও অনেক পরে একটা সময় আসে
যখন দেখা যায় সেই নাম্বারটা খুঁজেই পাওয়া যায় না,
যে নাম্বারটা এত ভালো করে মুখস্ত ছিলো,
সেই নাম্বারটার শেষের বা মাঝের এক-দুইটা সংখ্যা
মনেই পড়ছে না !
.
কোন এক সন্ধ্যায় হঠাৎ মন খারাপ হয়ে যায়,
হয়তোবা সেদিন একটু একটু বৃষ্টি পড়ে,
একঘেয়েমি ঝিরি ঝিরি বৃষ্টি ।
.
বুকের মধ্যে হঠাৎ মোচড় দিয়ে উঠে, একটা
হাহাকার জেগে উঠে । নাম্বারটা যে মানুষটার তার
ছবি মনে ভেসে উঠে। আচ্ছা,, মানুষটা এখন
কোথায় আছে,, কেমন আছে.? হাত বাড়ালেই
যাকে ছোঁয়া যেত,, চোখ মেললেই যাকে
দেখা যেত, সে এখন যোজন যোজন দূরে।
.
জীবনের ঘাত--প্রতিঘাতে বাস্তবতাকে আমরা
অস্বীকার করতে পারিনা। তবুও শত অধিকারের
অভিমান বুকে চেপে আমরা বেঁচে থাকি।
এভাবেই
একদিন সব লেনদেন শেষ করে হারিয়ে যাই
বিষন্ন মেঘমালার ভীড়ে.....
.
ভালো থাকুক হারিয়ে যাওয়া প্রিয় মানুষ গুলো ।
১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৮
ডিএনএ মনির বলেছেন: ধন্যবাদ
২| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৯
গাল্লু বলেছেন: ভাই কবিতার সাইজ টা একটু বকরী সাইজ করলে হয়না? হাতি সমান মহাকাব্য পড়ার অভ্যাস নাই তো , মনে কষ্ট পেয়ে থাকলে আমাকে বলবেন আপনার পুরো কবিতা টা পড়বো, ওটাই আমার শাস্তি হিসেবে বিবেচ্য হবে .।
১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৩
ডিএনএ মনির বলেছেন: ভাই আপনার কথা শুনে অনেক ভালো লাগলো । আশা করি আরও কিছু উপদেশ দিবেন।
৩| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৮
বর্ণিল হিমু বলেছেন: ভাই চোখে পানি আনায় দিলেন.........!
১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৪
ডিএনএ মনির বলেছেন: ভাই মনের সাথে মিলে গেলে পানি এমনই চলে আসে। তবে অনেক ভালো যে আপনি একমত ।
৪| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৫
গাল্লু বলেছেন: অরন্য রোদনে ক্ষয় বৈ জয় নেই বাছা
৫| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:০৩
ডিএনএ মনির বলেছেন: সবাই কে ধন্যবাদ।
৬| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৬
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর অনুভূতি ।
১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৭
ডিএনএ মনির বলেছেন: ধন্যবাদ
৭| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪০
সারাফাত রাজ বলেছেন: কলকাতা দিল্লী আগ্রা নিয়ে আমার লেখা আছে, আপনি পড়ে দেখতে পারেন।http://www.somewhereinblog.net/blog/sarafat/30039421
বেনাপোল দিয়ে গেলে বনগা ষ্টেশন থেকে ৯ঃ৫০ এর ট্রেনে উঠে বিবাদী বাগ ষ্টেশনে নামবেন, ওখানেই ফেয়ারলি প্লেস। এখান থেকে পাসপোর্ট দেখিয়ে ফরেন কোটায় ট্রেনের টিকিট কাটুন।
৮| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪০
সারাফাত রাজ বলেছেন: কলকাতা দিল্লী আগ্রা নিয়ে আমার লেখা আছে, আপনি পড়ে দেখতে পারেন।http://www.somewhereinblog.net/blog/sarafat/30039421
বেনাপোল দিয়ে গেলে বনগা ষ্টেশন থেকে ৯ঃ৫০ এর ট্রেনে উঠে বিবাদী বাগ ষ্টেশনে নামবেন, ওখানেই ফেয়ারলি প্লেস। এখান থেকে পাসপোর্ট দেখিয়ে ফরেন কোটায় ট্রেনের টিকিট কাটুন।
৯| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪১
সারাফাত রাজ বলেছেন: view this link
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৪
নান্দনিক নন্দিনী বলেছেন: ভাল লিখেছেন...