নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

ভারতীয় বাহিনীর সহযোগিতা চেয়ে ফ্যাক্স ম্যাসেজটি ভুয়া প্রমাণিত হয়েছে

১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩০

ভারতীয় বাহিনীর সহযোগিতা চেয়ে ফ্যাক্স ম্যাসেজটি যে ভুয়া তার প্রমাণ নিম্নরূপঃ

১। ফ্যাক্স বার্তায় কখনও fax Message লেখা থাকেনা।

২। ফ্যাক্স বার্তাটি ৭/১১/১৩ তারিখে স্বাক্ষরিত অথচ ফ্যাক্স বার্তায় date 06 November 2013 উল্লেখ রয়েছে।

৩। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মনোগ্রামটি এবং তার নীচের স্বাক্ষরটি কপি-পেস্ট করা হয়েছে যার ফলে কালির পরিমাণ অসামঞ্জস্যপূর্ণ।

৪। ফ্যাক্স বার্তায় page 1-2 উল্লেখ আছে যা ফ্যাক্স বার্তায় এভাবে থাকেনা।

৫। যদি page 2 আদৌ থাকত তাহলে সেটা কোথায়?

৬। Page 2 থাকলে স্বাক্ষর ও মনোগ্রামটি বার্তার শেষপ্রান্তে অর্থাৎ page 2 তে থাকার কথা। কিন্তু এটি page 1 এ আছে।

৭। ফ্যাক্স বার্তায় উপরের তথ্যগুলো এভাবে থাকেঃ-

FROM: XXXX FAX NO: XXXXXXXX 19 Jan.2014 01 : 42 P 1

কিন্তু ভুয়া ফ্যাক্স এ আছে এভাবেঃ-

07-11-2013 11 : 46 T-209 P.002/002 F-1256

৮। এর দ্বারা প্রমাণিত হয় ফ্যাক্স বার্তাটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত।

৯। ফ্যাক্সটি যে ভুয়া তা বুঝার সুবিধার্থে নিচে সংযুক্ত করা হলো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.