![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অর্থনীতির কালো মেঘ কাটতে শুরু করেছে। হরতাল-অবরোধের মতো ধ্বংসাত্মক কর্মসূচী না থাকায় ফের ঘুরতে শুরু করেছে স্থবির অর্থনীতির চাকা। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর স্বস্তিতে আছেন ব্যবসায়ী-শিল্পপতিরা। এবার উদ্যোক্তারা স্বপ্ন দেখছেন নতুন ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের। রপ্তানিকারকদের চোখে এখন আশার আলো। ক্ষুদ্র ব্যবসায়ীরা নতুন উদ্যমে তাদের কর্মকাণ্ড শুরু করেছেন। রাজধানীর ফুটপাথের হকারদের হাঁকডাকই বলে দিচ্ছে তাদের কর্মব্যস্ততা আবার বেড়েছে। পণ্য সরবরাহ স্বাভাবিক হয়ে আসায় কমছে সবজি ও পেঁয়াজের দাম। বাজারের উত্তাপ কমে আসায় স্বস্তির নিশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। এই বাস্তবতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে যাচ্ছে এফবিসিসিআই। শীঘ্রই ব্যবসায়ীদের এ সংগঠন থেকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হবে। একই সঙ্গে তাঁর সরকারকে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নতুন সরকারের কর্ম তৎপরতা অব্যাহত থাকুক এটাই জনগণের প্রত্যাশা।
©somewhere in net ltd.