নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে সরকারের ব্যাপক প্রয়াস। এপ্রিলের মধ্যেই স্থগিত জিএসপি সুবিধা ফিরে পাবে বাংলাদেশ

২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৪

যুক্তরাষ্ট্রের স্থগিত জিএসপি সুবিধা আগামী এপ্রিল মাসের মধ্যে পুনর্বহাল হবে বলে জানা গেছে। এর জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বর্তমান সরকার যুক্তরাষ্ট্রের দেয়া শর্তগুলো বাস্তবায়নের শেষ পর্যায়ে রয়েছে। আশা করা হচ্ছে, শর্তপূরণ করে আগামী এপ্রিলের মধ্যে জিএসপি সুবিধা ফেরত পাওয়া যাবে। এ ছাড়া গত ৬ মাসের রাজনৈতিক সহিংসতার কারণে ব্যবসায়ীদের মধ্যে আস্থার সঙ্কট তৈরি হয়েছে। শেয়ার বাজার থেকে শুরু করে সব ক্ষেত্রে আস্থার ঘাটতি তৈরি হয়েছে। সরকার চেষ্টা করছে, আস্থা ফিরিয়ে আনতে। সরকার ব্যবসায়ীদের আস্থা তৈরি করতে দৃঢ় প্রতিজ্ঞ। রাজনীতি ও ব্যবসা বাণিজ্য এক নয়। ব্যবসা-বাণিজ্যকে রাজনীতির বাইরে রাখতে হবে। হরতাল-অবরোধে ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব পড়ে। তাই সেটি খেয়াল রেখে রাজনৈতিক কর্মসূচী দেওয়া উচিত। গত কয়েক মাসে দেশের ব্যবসা-বাণিজ্যের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে সবার মধ্যে আস্থা ফিরিয়ে আনতেই সরকার কাজ করে যাচ্ছে। দেশের জনগণ রাজনৈতিক স্থিতিশীলতা চায়। আশা করি বিরোধীদল সেদিকে নজর রাখবে, আর তাহলেই দেশে আস্থা ফিরে আসবে। দেশ হবে সুখী ও সমৃদ্ধ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.