![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের সমুদ্র সীমানায় দেশের সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করার উদ্দেশ্যে বাংলাদেশ নৌ বাহিনীর জন্য চীন থেকে দুটি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ ক্রয় করেছে বাংলাদেশ সরকার। পাশাপাশি চোরাচালান ও সন্ত্রাস দমন, জাটকা নিধন প্রতিরোধসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জাহাজ দুটি দক্ষতার সঙ্গে কাজ করবে। বাংলাদেশের সমুদ্রসীমানা ও বর্ধিত মহিসোপান এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করতেও জাহাজদুটির ভূমিকা থাকবে। গতকাল চট্টগ্রাম বন্দরে জাহাজ দুটি এসে পৌঁছায়। জিয়াংহু-৩ ক্লাসের মিসাইল ফ্রিগেট দুটি দৈর্ঘ্যে ১০৩ দশমিক ২২ মিটার এবং প্রস্থে ১০ দশমিক ৮৩ মিটার। জাহাজ দুটি ঘণ্টায় সর্বোচ্চ ২৬ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। আধুনিক ক্ষমতাসম্পন্ন জাহাজ দুটি বিমান বিধ্বংসী কামান, জাহাজ বিধ্বংসী মিসাইল এবং সমুদ্র তলদেশে সাবমেরিনের অবস্থান শনাক্তকরণসহ সুনির্দিষ্ট টার্গেটে আঘাত হানতে সক্ষম। এর মাধ্যমে বিশাল সমুদ্র এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান রোধ, গভীর সমুদ্রে উদ্ধার তৎপরতা, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষার পাশাপাশি তেল, গ্যাস অনুসন্ধানের জন্য বরাদ্দকৃত ব্লকসমূহে অধিকতর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। মুলত ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনের অংশ হিসেবে আধুনিক মানের এসব জাহাজ কেনা হচ্ছে। জানা যায়, ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনের অংশ হিসেবে চীন থেকে দুটি অব দি সেলফ সাবমেরিন ও দুটি ফ্রিগেট শীঘ্রই কেনা হবে।
©somewhere in net ltd.