নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

বেকারত্ব ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে নতুন কর্মসূচী নিতে যাচ্ছে সরকার

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১

বেকারত্ব দূরীকরণে উৎপাদনমুখী কর্মসংস্থান সৃষ্টিতে নতুন সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দেশের অদক্ষ জনগোষ্ঠীকে আধাদক্ষ এবং দক্ষ জনশক্তিতে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের। এ লক্ষ্য অর্জনে কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বয়ে সরকার সাতটি কর্মসূচী গ্রহণ করতে যাচ্ছে। এ ছাড়া প্রচ্ছন্ন বেকারত্ব ও দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে অপ্রাতিষ্ঠানিক খাতকে আরও গতিশীল ও উৎপাদনশীল করার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। অবসরকালীন আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে আগামী ২০১৮ সালের মধ্যে বেসরকারী সব প্রতিষ্ঠানে পেনশন ব্যবস্থা প্রচলন করা হবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি জাতীয় পেনশন ব্যবস্থা চূড়ান্ত করবে সরকার। কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের নেয়া সাত কর্মসূচীর মধ্যে রয়েছেঃ

(১) মানবসম্পদ উন্নয়নের জন্য বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো।

(২) বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার।

(৩) গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও পূর্তকাজকে গতিশীল করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি।

(৪) মাঝারি ও ক্ষুদ্র শিল্পখাত উৎসাহিত, প্রশিক্ষিত যুবক, যুব মহিলাদের সহজ শর্তে ঋণ দিয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা।

(৫) দুই বছরের কর্মসংস্থানের লক্ষ্যে ইতোমধ্যে প্রচলিত ন্যাশনাল সার্ভিস কর্মসূচীকে পর্যায়ক্রমে সব জেলায় সম্প্রসারণ।

(৬) কর্মসংস্থানের জন্য বিদেশে জনশক্তি রপ্তানি।

(৭) কৃষি ও সেবাখাতে কর্মসংস্থানের বিদ্যমান সুযোগ-সুবিধা আরও সম্প্রসারিত করা।



বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার হচ্ছে আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যাওয়া। বিভিন্ন উদ্যোগের ফলে চলতি অর্থবছরে ৬ কোটি ১২ লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে সরকার, যা গত অর্থবছরের চেয়ে বেশি। বিগত বছরগুলোর মতো ভবিষ্যতেও বেকার জনগোষ্ঠীর জন্য নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্র উন্মোচিত করে দারিদ্র বিমোচনের অগ্রযাত্রা অব্যাহত রাখা হবে। বিদেশে দক্ষ ও অদক্ষ শ্রমশক্তি প্রেরণে সরকারের গৃহীত নীতি-কৌশলের সুফল ইতিমধ্যে ব্যাপকভাবে দৃশ্যমাণ হয়েছে। পুরান শ্রমবাজারে জনশক্তির চাহিদা বৃদ্ধির পাশাপাশি নতুন নতুন শ্রমবাজারে জনশক্তি প্রবেশাধিকার মিলছে। সরকারের এ উদ্যোগে বিশেষ করে দেশের বেসরকারি প্রতিষ্ঠান ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিযুক্ত কর্মচারী কর্মকর্তা সহ সর্বমহলে বর্তমান সরকারের প্রতি আস্থা অর্জন বেড়ে চলেছে।







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.