নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

সরকারী উদ্যোগে শীঘ্রই সৌর বিদ্যুতের সাত প্রকল্প থেকে ৩৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যোগ

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫০

সৌরবিদ্যুতের সাত প্রকল্প থেকে পাওয়া যাবে ৩৬ মেগাওয়াট বিদ্যুৎ। এর মধ্যে ৩৩ মেগাওয়াটের দুটি প্রকল্প সরাসরি জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেবে। সৌরবিদ্যুতের এক গুচ্ছ প্রকল্পের মধ্যে সাতটির অগ্রগতিকে সন্তোষজনক বিবেচনা করছে বিদ্যুৎ বিভাগ। চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে ২০০ একর জমির ওপর ৬০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ প্রকল্প স্থাপনের পরিকল্পনাও রয়েছে সরকারের। সরকার নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের ওপর জোর দিচ্ছে। আগামী বছরের মধ্যে সৌরশক্তি থেকে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটি পরিকল্পনাও রয়েছে সরকারের। সাত প্রকল্পের মধ্যে সব থেকে বড় প্রকল্পটি হবে কুড়িগ্রাম সদর উপজেলায়। বিদ্যুৎ প্রকল্পটি হবে ৩০ মেগাওয়াটের। জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেবে এ রকম অন্য প্রকল্পটি জামালপুরের সরিষাবাড়িতে স্থাপন করা হবে। তিন মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করবে জার্মানির আইএফই (এরিকসেন) এবং বাংলাদেশের কনকর্ড প্রগতি কনসোর্টিয়াম (সিপিসি) ও জুপিটার এনার্জি লিমিটেডের (জেইএল) যৌথ কনসোর্টিয়াম। পিডিবির নিজস্ব জমিতে কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। শীগ্রই দেশবাসী এর সুফল পাবে বলে আশা করা যাচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.