![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামী অর্থবছরের জন্য জাতীয় রাজস্ব বোর্ড বিশাল রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে। দেশকে মধ্য আয়ের দেশের কাতারে নিয়ে যাওয়ার লক্ষ্যে আগামী পাঁচ বছরের জন্য পরিকল্পনা নিয়ে এগুচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। রাজস্ব আয় বাড়াতে নেয়া হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এ লক্ষ্যে বাস্তবায়নযোগ্য উচ্চাভিলাসী বাজেট প্রণয়ন করতে যাচ্ছে সরকার। বাড়ানো হবে বাজেটের আকারও। আর তাই ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে এনবিআরের রাজস্ব প্রাপ্তির সম্ভাব্য আকার হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি টাকা। যা বর্তমান বাজেটের চেয়ে ১৪ হাজার কোটি টাকা বেশি। গত কয়েক মাসের রাজনৈতিক সহিংসতার কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী এনবিআর রাজস্ব আদায় করতে সক্ষম হয়নি। তবে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি এখন ইতিবাচক ধারায় রয়েছে। রাজনৈতিক পরিস্থিতি এখন ভাল হওয়ার কারণে আগামী বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হবে। আসছে বাজেটে অভ্যন্তরীণ সম্পদ আহরণে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। একই সঙ্গে বাজেট প্রণয়ন ও বাস্তবায়নে বৈদেশিক সাহায্য এবং ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। প্রত্যক্ষ ও পরোক্ষ কর আদায়ের নতুন নতুন খাত বের হয়ে আসায় রাজস্ব আদায় বাড়বে। রাজস্ব আয় বাড়লে দেশ অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধিশালী হবে এতে কোন সন্দেহ নেই।
©somewhere in net ltd.