![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। দেশে বিদেশে আমাদের পোশাক বাণিজ্য যথেষ্ট সুনাম অর্জন করেছে। বর্তমানে সারা বিশ্বে তৈরী পোশাক রপ্তানিতে বাংলাদের অবস্থান দ্বিতীয়। ২০১৩-২০১৪ অর্থবছরে রপ্তানিতে সরকারের লক্ষ্যমাত্রা ৩০ কোটি ৫০ লাখ বিলিয়ন মার্কিন ডলার। আগামী ৫ বছরে রপ্তানির টার্গেট ৫০ বিলিয়নে পৌঁছাবে বলে আশাবাদী বর্তমান সরকার। কিন্তু বিরোধী দলের মতপার্থক্য থাকার কারনে তারা হরতাল অবরোধ করে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙ্গে দিচ্ছে। বর্তমান সরকার তার সিদ্ধান্তে অনড়। সরকার দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে রপ্তানির টার্গেট ৫০ বিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছে। আর সে উপলক্ষ্যে সরকার গার্মেন্টস সেক্টরের উন্নয়নকল্পে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। কোন কুচক্রিমহল গার্মেন্টস শিল্পকে নিয়ে আর যেন কোন রাজনীতি করতে না পারে সেদিকে সরকারের সাথে সাথে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বর্তমান সরকার যদি দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে তবে আগামী ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হবো তাতে কোন সন্দেহ নেই।
©somewhere in net ltd.