![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি দেশের অর্থনৈতিক উন্নতির পূর্বশর্ত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। তৃতীয় বিশ্বের দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে খুবই সফলভাবে এগিয়ে চলছে। দশম জাতীয় সংসদ নির্বাচন শেষ হলো, সরকার গঠিত হলো, সংসদ অধিবেশন অনুষ্ঠিত হলো, তার পরও বিরোধী দলগুলোর সেই স্বভাবের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। পূর্বের ন্যায় কার্যে নয় কথার ফুলঝুরিতে তারা যে কতটুকু বেগবান তা জনগণকে বুঝাতে চাচ্ছে। আসলে তাদের পায়ের নীচে মাটি নেই। তারা রাজনৈতিক সহিংসতা সমস্যার কোনও সমাধান তো সৃষ্টি করছেই না বরং যার ফসল হচ্ছে—লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের জানমালের নিরাপত্তাহীনতা, আইনশৃঙ্খলার অবনতি। তাই বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের অনুরোধ, দেশ ও জাতির স্বার্থে এসব সহিংসতা পরিহার করে সরকারের সাথে সংলাপের মাধ্যমে সমঝোতায় এসে একটি গ্রহণযোগ্য সমাধানে আসুন এবং বাংলাদেশকে অর্থনীতির রোল মডেল হিসেবে দাঁড় করাতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন।
©somewhere in net ltd.