![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৌদি আরবের সঙ্গে এ বছরের হজ্ব চুক্তি করতে যাচ্ছে সরকার। এ চুক্তির আওতায় এবার এক লাখ ৩০ হাজার লোক হজ্ব পালন করতে পারবে। তবে সর্বোচ্চ কতজন হজ্বে যেতে পারবেন তা দু’পক্ষের আলোচনার মাধ্যমেই চূড়ান্ত হবে। গত বছরের মতো এবারও দুটি হজ্ব প্যাকেজ আগামী ১৫ মার্চের মধ্যে ঘোষণা করবে বর্তমান সরকার। বিরোধীদলের রাজনৈতিক অস্থিরতার কারনে গত বছর মাত্র ৮৭ হাজার ৮৫৪ জন হজ্ব পালনের জন্য সৌদি আরব যান কিন্তু ২০১২ সালে হজ্বযাত্রীর সংখ্যা ছিল ১ লাখ ৯ হাজার ৬৬০ জন। আর সরকারী চুক্তি অনুযায়ী ২০১৪ সালে ১ লাখ ৩০ হাজার লোক হজ্ব পালন করতে পারবে। গত বছর প্রথমবারের মতো সরকারী ব্যবস্থাপনায় দুটি হজ্ব প্যাকেজের মাধ্যমে হজ্ব পালনের নিয়ম চালু করা হয়। প্যাকেজ-১ এর মাধ্যমে হজ্ব পালনে খরচ হয় ৩ লাখ ৪৭ হাজার ২৭ টাকা। অপরদিকে সাশ্রয়ী প্যাকেজ-২ এর মাধ্যমে খরচ হয় ২ লাখ ৭৮ হাজার ৭৪২ টাকা। এবারও হজ্বযাত্রীর সেবায় বর্তমান সরকারের এমন প্যাকেজ অব্যহত থাকবে।
©somewhere in net ltd.