![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মার্কিন যুক্তরাষ্ট্রের এক সময়ের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ বলে মন্তব্য করেছিলেন। তবে হেনরি কিসিঞ্জারের সেই বক্তব্যকেই খণ্ডন করলেন সে দেশেরই মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজেনা। তিনি বলেছেন, “বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়, বরং পরিপূর্ণ ঝুড়ি। অদূর ভবিষ্যতে রপ্তানি বাণিজ্যে বাংলাদেশ নিয়ন্ত্রক হয়ে এশিয়ার অর্থনৈতিক বাঘ হিসেবে আভির্ভূত হবে।” বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ, সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষার্থীরাই আজ ও আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। অদূরভবিষ্যতে বাংলাদেশ পরিণত হবে পৃথিবীর বৃহৎ পোশাক, জুতো, ওষুধ ও চামড়াজাত পণ্যের রপ্তানিকারক দেশে। ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসর্ম্পূণ। দেশের কোথাও এখন মঙ্গা নামক শব্দটি শোনা যায় না। বর্তমান সরকার বিদেশীদের মন্তব্যকে মিথ্যা প্রমান করে বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছে যে, বাংলাদেশ এখন আর সেই তলাবিহীন ঝুড়ি নেই, বাংলাদেশ এখন পরিপূর্ণ ঝুড়ি। দেশের জনগণ এখন শান্তিতে বসবাস করছে। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ এখন পূর্বের যেকোন সময়ের চেয়ে অনেক বেশি এগিয়ে। বর্তমান সরকারের এই ধারা অব্যাহত থাকুক এটাই সবার প্রত্যাশা।
©somewhere in net ltd.