নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

বাণিজ্যিক সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ পর্যটন শিল্পকে আকর্ষণীয় করে তোলার জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০১

সমগ্র বিশ্বকে উন্নয়নের মহাসড়কে ইতিবাচক গতিতে এগিয়ে যাওয়ার অন্যতম চালিকা শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে পর্যটন শিল্প। এ শিল্প প্রকৃতিগত বহুমাত্রিকতার কারণে দ্রুত অগ্রসরমান শিল্প হিসেবে স্বীকৃতি অর্জন করেছে সমগ্র বিশ্বে। গত ২০১৩ সালে বিশ্বব্যাপী ১ বিলিয়ন পর্যটক ভ্রমণ করেছে এবং এর বহুমাত্রিক খাতে বিভিন্ন পর্যটন গন্তব্য দেশে আয় করেছে ১.০৩ ট্রিলিয়ন মার্কিন ডলার। এ শিল্প একটি দেশের সামাজিক, সাংস্কৃতিক, শিল্প ও জাতীয় অর্থনীতিতে গতিময় জীবন প্রবাহ সৃষ্টি করে। যার ভিত্তিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতিবাচক পরিচয়ে প্রতিষ্ঠা অর্জন করে। পর্যটন শিল্পের প্রসারে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রতিষ্ঠালগ্ন থেকে দেশী-বিদেশী পর্যটকদের আগমন আবাসন, আপ্যায়নগত সেবা প্রদানসহ তাদের বাংলাদেশে অবস্থানকে সুন্দর অভিজ্ঞতার রূপান্তরের মৌলিক কাজটি সম্পন্ন করছে। এক্ষেত্রে দেশের পর্যটন শিল্পে দক্ষ মানবসম্পদ যোগান প্রদানের লক্ষ্যে ন্যাশনাল হোটেল এ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করছে। এ প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষিত জনগোষ্ঠী দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করেছে এবং অনেকে উদ্যোক্তা হিসেবে তাদের ইতিমধ্যেই প্রতিষ্ঠিত করেছে। পর্যটকদের কাঙ্ক্ষিত সেবা সুনিশ্চিত করার পাশাপাশি আরাম, আভিজাত্য ও বিনোদনে ভরা অবকাশ যাপনে সদা সচেষ্ট রয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। উপযুক্ত বাস্তবতাকে সামনে রেখে সরকারি পৃষ্ঠপোষকতায় এবং সঠিক দিকনির্দেশনায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন দেশের পর্যটন শিল্পের সেবার উৎকর্ষ বৃদ্ধি পূর্বক পর্যটকদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আয়ের গতিধারাকে অব্যাহত রাখার স্বার্থে দেশের পর্যটন শিল্পকে আকর্ষণীয় স্থানে গড়ে তোলার জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.