![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনৈতিক অস্থিরতার পরও তৈরি পোশাক রপ্তানি বেড়েছে। মুখ ফিরিয়ে নেয়া বিদেশী ক্রেতারাও ফিরছেন। পোশাক শিল্পে আশার আলো জ্বলে ওঠায় স্বস্তির নিশ্বাস ফেলছেন তৈরি পোশাক রপ্তানিকারকরা। রপ্তানি বাড়াতে সরকারের নেয়া বেশ কিছু উদ্যোগে এই খাতে পরিবেশ উন্নয়নের সম্ভাবনা দেখা দেয়ায় ক্রেতারা আগ্রহী হয়ে উঠছেন। শুধু তাই নয়, পোশাক শিল্পের উন্নতির লক্ষ্যে বিদেশী ক্রেতারা এখন কারখানা পরিদর্শন করতে চাইছেন। আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদল এখন ঢাকায় অবস্থান করছেন। মোট চারটি দলের সদস্যদের মধ্যে বেশিরভাগই প্রকৌশলী। তারা পোশাক কারখানা পরিদর্শন শুরু করেছেন। পোশাক শিল্পে নতুন করে আশার আলো জ্বলে উঠেছে। রপ্তানি বাড়াতে সরকারের নেয়া বেশ কিছু উদ্যোগে এ খাতে পরিবেশ উন্নয়নের সম্ভাবনা দেখা দেয়ায় বিদেশী ক্রেতারা আগ্রহী হয়ে উঠেছেন। রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় নতুন করে ভরসা পাচ্ছে ব্যবসায়ীরা। বাজার হাতছাড়া হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল তা অনেকটাই কেটে গেছে। আশা করছি, এই স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য সরকারসহ সব পক্ষই উদ্যোগী হবে। বাংলাদেশের ব্যবসায়ীরা অত্যন্ত দক্ষ। সে কারণে রাজনৈতিক অস্থিরতার মধ্যেও রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ করেছেন। চলতি অর্থবছরে রপ্তানির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, রপ্তানি তার চেয়ে বেশি হবে। রপ্তানি আগামীতে ৫০ বিলিয়নে পৌঁছবে। সরকার ব্যবসা করে না, ব্যবসায়ীদের সহায়তা করে। ব্যবসায়ীদের সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত আমাদের এই জনবান্ধব সরকার।
©somewhere in net ltd.