![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাষার অধিকার আদায়ে বাঙালীর রক্ত ঝরানোর দিন ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সরকারীভাবে পালনের প্রস্তাব উঠেছে মার্কিন কংগ্রেসে। ইউনেস্কোর ঘোষণায় বিভিন্ন দেশে মাতৃভাষা দিবস পালনের মধ্যে ২১ ফেব্রুয়ারিকে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এই বিল উত্থাপন করেন পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ডেমোক্র্যাট দলীয় সদস্য গ্রেস মেং। বিলটি কংগ্রেসে উত্থাপনের আগে গ্রেস মেং বক্তব্যে ১৯৫২ সালে ঢাকার রাজপথে বাঙালীর প্রাণ দেয়ার ওপর আলোকপাত করেন। এর পর তিনি ইউনেস্কোর স্বীকৃতিতে ভাষা রক্ষার দিনটি পালনের আহ্বান জানান। সারাবিশ্বের মতো যুক্তরাষ্ট্রেরও ৩৮১ ভাষার মধ্যে ১৪৫টি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ইউনেস্কোর সিদ্ধান্ত অনুযায়ী আমেরিকায় ২১ ফেব্রুয়ারিকে যথাযথ মর্যাদায় মাতৃভাষা দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
©somewhere in net ltd.