নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পর্দা উঠছে আজ। কক্সবাজারবাসীর বহু দিনের আকাংখিত স্বপ্ন আজ বাস্তবে পরিণত হতে যাচ্ছে

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৮

বাংলাদেশের মানুষের বহু আকাংখিত কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পর্দা উঠছে আজ। ইতিমধ্যে শিল্পীদের রং তুলির শেষ আঁচড়ে সাজিয়ে গুছিয়ে ফেলা হয়েছে স্টেডিয়ামটি। এবার সত্যিই পূরণ হতে চলেছে সাগর পাড়ের ক্রীড়ামোদি অগণিত মানুষগুলোর স্বপ্ন। আর এ স্বপ্নের ক্রিকেট স্টেডিয়ামের আজ শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিকে স্টেডিয়ামটি একদম নতুন হওয়ায় আগামী মার্চ মাসে শুরু হতে যাওয়া টি-২০ প্রমীলা বিশ্বকাপ ক্রিকেট ম্যাচের সব খেলা এখানে অনুষ্ঠিত না হলেও বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ৭/৮টি টেস্ট ম্যাচ এখানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি স্থায়ী ক্রিকেট ভেন্যুর মর্যাদা পাওয়ায় সাগরপাড়ের সৌন্দর্যময় কক্সবাজারই হয়ে উঠবে আন্তর্জাতিক ক্রিকেটের তীর্থভূমি। বিশ্ববাসী কক্সবাজারকে নিয়মিত দেখবে টিভির পর্দায়। ২০১৪ সালের ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত স্বাগতিক বাংলাদেশসহ ১৬টি দেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা হওয়ার কথা রয়েছে বাংলাদেশে। তারই পাশাপাশি টি-টুয়েন্টি প্রমীলা বিশ্বকাপ ক্রিকেটের খেলাও হবে বাংলাদেশেই। স্বাগতিক বাংলাদেশসহ অন্তত ৮টি দেশের প্রমীলা ক্রিকেট দল এই টুর্ণামেন্টে খেলবে। ইতিমধ্যে এ মাঠে বাংলাদেশ-ভারতের মধ্যপ্রদেশের ম্যধকার ৩ দিনের অনুর্ধ-১৬ ক্রিকেট ম্যাচও সম্পন্ন হয়েছে। এটি হবে বাংলাদেশের ৮ম ক্রিকেট ভেন্যু। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রায় ২০ কোটি টাকা ব্যয় করে এ স্টেডিয়াম নির্মাণ করেছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.