![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত মোট ১৫৯টি দেশে ২৪ লাখ ৫১ হাজার ৯৩ জন কর্মী প্রেরণ করেছেন। বিগত পাঁচ বছরে প্রবাসী শ্রমিকদের প্রেরিত বৈদেশিক মুদ্রার পরিমাণ ৬১ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে সরকারিভাবে জি-টু-জি প্রক্রিয়ায় মালয়েশিয়ায় কর্মী প্রেরণ করা হচ্ছে। এই প্রক্রিয়ায় এ পর্যন্ত তিন হাজার ২৩ জন কর্মী মালেশিয়ায় গমন করেছেন। এটি একটি চলমান প্রক্রিয়া, প্রতি সপ্তাহে উল্লেখযোগ্য পরিমাণ ভিসা আসছে এবং নিয়মিতভাবে কর্মীরা মালয়েশিয়ায় গমন করছেন। ১৯৭৬ সাল হতে এই পর্যন্ত সৌদি আরবে বৈধভাবে গমনকারী কর্মীর সংখ্যা ২৬ লাখের অধিক। আর বৈধ কর্মীর পাশাপাশি অবৈধপন্থায় অবৈধ কর্মীকে দেশে যেন ফেরত না আসতে হয় সেই লক্ষ্যে বাংলাদেশ সরকারের সফল শ্রম কূটনৈতিক তৎপরতা এবং উভয় দেশের প্রতিনিধিদলের সফল আলোচনার মাধ্যমে উদ্ভূত সংকটের সমাধানে সৌদি সরকার ঐ দেশে অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধকরণ সুবিধা প্রদান করেছেন। এ ছাড়া চলতি বছর ১৬ ফেব্রুয়ারি হতে বাংলাদেশি কর্মীদের আকামা পরিবর্তনেরও সুযোগ প্রদান করেছেন। এ পর্যন্ত বর্তমান সরকার বিভিন্ন দেশে অবস্থানরত প্রায় আট লাখের অধিক অবৈধ বাংলাদেশিকে বৈধ হওয়ার সুযোগ সৃষ্টি করেছেন। যার ফলে প্রবাসী আয়ে বর্তমান সরকার একটি উল্লেখযোগ্য ভূমিকা রেখে বাংলাদেশকে একটি অর্থনৈতিক স্বনির্ভরশীল দেশ হিসিবে গড়ে তুলছে।
©somewhere in net ltd.