![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আন্তর্জাতিক শান্তি,স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ বাহিনীর সদস্যগণ বিশ্বে নির্ভরযোগ্য হিসাবে প্রশংসিত হয়েছে। শান্তিরক্ষা মিশনে অর্পিত দায়িত্ব দক্ষতা ও নিষ্ঠার সাথে পালন করে বিশ্ববাসীর কাছে শুধু দেশের ভাবমূর্তিকেই উজ্জ্বল করেনি বরং জাতিসংঘের ভাবমুর্তিকেও উজ্জ্বলতর করেছে। হাইতিতে যুদ্ধপরবর্তী অবস্থায় দেশটিকে পুনর্বাসনের কাজে বাংলাদেশের পুলিশের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ ছিল। হাইতিতে বিবদমান সংঘাত নিরসনে বাংলাদেশ পুলিশ বাহিনীর শান্তিরক্ষী সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদায়িত্ব এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে সে দেশের সরকার এবং আপামর জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে পুলিশ মোতায়েনকারী দেশের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে বিশ্বজুড়ে জাতিসংঘ পরিচালিত ১৫ টি শান্তি রক্ষা মিশনের ৮টিতে বাংলাদেশের আইন-শৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে চলেছেন।
©somewhere in net ltd.