নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

নৌবাহিনীর আধুনিকায়নে কাজ করছে মহাজোট সরকার। নৌবহরে যোগ হল যুদ্ধজাহাজ 'আবু বকর' ও 'হায়দার'

০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:২৯

বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক শক্তিশালী ও সক্ষম ত্রিমাত্রিক নৌবাহিনীতে রুপান্তরের [কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। আর তারই ফলশ্রুতিতে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো ‘আবু বকর’ ও ‘আলী হায়দার’ নামে দুটি যুদ্ধজাহাজ। আধুনিক ক্ষমতা সম্পন্ন জাহাজ দু’টি বিমান বিধ্বংসী কামান, জাহাজ বিধ্বংসী মিসাইল এবং সমুদ্র তলদেশে সাবমেরিনের অবস্থান সনাক্তকরনসহ সুনির্দিষ্ট টার্গেটে আঘাত হানতে সক্ষম। জাহাজ দু’টি অর্ন্তভুক্তির ফলে নৌবাহিনীর সক্ষমতা বহুগুনে বৃদ্ধি পেয়েছে। যার মাধ্যমে বিশাল সমুদ্র এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান রোধ, গভীর সমুদ্রে উদ্ধার তৎপরতা, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষার পাশাপাশি তেল, গ্যাস অনুসন্ধানের জন্য বরাদ্দকৃত ব্লকসমূহে অধিকতর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। জাহাজ দু’টি ঘন্টায় সর্বোচ্চ ২৬ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। জাহাজ দুইটির মাধ্যমে বাংলাদেশের বর্ধিত বিশাল জলসীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিস্তৃত সমুদ্রের বিপুল মৎস্য ও খনিজসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা সহজতর হবে। বাংলাদেশের জন্য নির্ধারিত বিস্তৃর্ণ সমুদ্র ও উপকূলীয় অঞ্চল এবং বন্দর এলাকাসমূহে নিরাপত্তা তথা দেশের চলমান অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতকল্পে সদ্য সংযোজিত জাহাজসমূহ বিশেষ সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.