![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পদচারী সেতু ব্যবহারে অনাগ্রহী পথচারীদের আকৃষ্ট করতেই জনদরদী বর্তমান সরকারের নির্দেশে রাজধানীর বনানীর একটি পদচারী সেতুতে (ফুটওভারব্রিজ) চলন্ত সিঁড়ি স্থাপনের কাজ শুরু করেছে হরাইজন টেকনো লিমিটেড। বনানীর চেয়ারম্যানবাড়ী-সংলগ্ন পদচারী সেতুতে চার দিন ধরে চলন্ত সিঁড়ি স্থাপনের কাজ চলছে। “বিশুদ্ধ বায়ু, পরিবেশ ও টেকসই” (কেইস) প্রকল্পের আওতায় রাজধানীতে যে আটটি পদচারী সেতু তৈরি হয়েছে, এটি তার মধ্যে প্রথমটি। প্রতিটির খরচ হবে প্রায় দেড় কোটি টাকা। সরকারের এই মহৎ উদ্যোগে ঢাকার মতো জনবহুল শহরের ব্যস্ত রাস্তায় এ ধরনের চলন্ত সিঁড়ি জনগণের ভোগান্তি কমিয়ে আসবে এ বিশ্বাস নগরবাসীর।
©somewhere in net ltd.