![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানকে (পঙ্গু হাসপাতাল) ৫০০ থেকে এক হাজার শয্যার উন্নীত করা হচ্ছে। এ জন্য ৪০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। দেশের একমাত্র অর্থোপেডিক সরকারি হাসপাতাল (পঙ্গু হাসপাতালটি) হাজার শয্যায় উন্নিত হলে রোগীদের সেবার মান বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা খাতেও উন্নতির ছোঁয়া পড়বে। স্বাধীনতার পর দেশে অর্থোপেডিক সার্জন ছিলেন মাত্র একজন। এখন সেই সংখা ৭৫০ এ এসে দাঁড়িয়েছে। এর মধ্যে ৬০০ সোসাইটির সদস্য। ২০০৯ সাল থেকে স্বাস্থ্য খাতে বরাদ্দের হার কমেই চলেছে। তাই আগামী অর্থ বছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের হার বাড়ানোর আশ্বাস দিয়েছেন সরকার। গ্রামাঞ্চলে চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের জন্য গাড়ির ব্যবস্থা করা হবে যাতে চিকিৎসকদের গ্রামাঞ্চলে থাকতে অনীহা প্রকাশ করতে না হয়। চাকরি পাওয়ার দুই বছরের মধ্যে কোন চিকিৎসককে বদলি করা হবে না এবং বদলির ব্যপারে কারও কোন তদবির শুনবেন না বলে সরকারের দিক থেকে পরিষ্কার বলা হয়েছে। সরকারের গঠনতান্ত্রিক এই মনোভাবকে বিশিষ্ট মহল সুচিন্তিত ও সুদূরপ্রসারী পদক্ষেপ বলে প্রশাংসা করেছেন।
©somewhere in net ltd.